বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই শহিদ ও আহতদের জন্য মানারাত ইউনিভার্সটিতে দোয়া মাহফিল
২৮ আগস্ট ২০২৪, ০৬:৩১ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০৬:৩১ পিএম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ছাত্র শহিদ শাকিল হোসেন ও আহনাফ আবির আব্দুল্লাহ'র রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এ দোয়া মাহফিল আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারাপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, সাধারণত পড়াশোনায় প্রথম হওয়া ছাত্রটিই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতো। কিন্তু তাদেরকে বাদ দিয়ে দলীয় ক্যাডারদের ওই সব জায়গায় বসিয়ে স্বৈরাচারী সরকার দেশকে মেধাশূণ্য ও পরাধীনতার চাদরে আবৃত করতে চেয়েছিল। সেই পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে দেশকে স্বাধীন করতে যারা জীবন উৎসর্গ করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
যারা কিছুদিন আগেও এদেশের মুক্তিকামী, সত্য ও কল্যাণপন্থী মানুষের ওপর নিপিড়ন-নির্যাতন চালাতো তারা এখন রঙ বদলে ছাত্র-জনতার অর্জনকে নস্যাৎ করতে নানাভাবে যড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি হিংসা-বিদ্বেষ ভুলে সে সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।
তিনি বলেন, ছাত্রদের হারিয়ে আমাদের হৃদয়ের রক্ত ক্ষরণ এখনও কাটেনি । অথচ কিছু চাটুকার এমনভাবে কথা বলছেন, বিপ্লবের তারাই যেন ধারক-বাহক ছিল। এ সব বর্ণচোরাদের চিহ্নিত করে তাদের থেকে সাবধান থাকতে হবে ছাত্র-জনতাকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহিদ শাকিল হোসেন ও আহনাফ-সহ সকল শহিদদের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা। তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে মানারাত ইউনিভার্সিটিকে একটি মডেল ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে তবেই তাদের জীবন দান স্বার্থক হবে।
তিনি ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র-ছাত্রীদের সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি গুরুজন ও শিক্ষকদের সম্মান করা এবং একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান এ সময়।
আইন বিভাগের ছাত্র কে. এম. আবু তাহেরের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান রফিকুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহ উদ্দীন, ফার্মেসি বিভাগের প্রধান মো. রাকিব আল মামুন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, সিজিইডির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, শহিদ শাকিল হোসেন এর বাবা বেলায়েত হোসেন, শহিদ আহনাফ আব্দুল্লাহ আবিরের দুলা ভাই মাহমুদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখে গুলিবিদ্ধ ছাত্র রাহাত, রিদম ব্লাড ব্যাংকের প্রাধন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ছাত্র-জনতার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক স্টাডিজের বিভাগের প্রধান ড. মো. রুহুল আমীন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস