৭ দিনের রিমান্ডে ডিবির সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর
২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
রাজধানীর জিগাতলায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলার আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন পৃথক একটি হত্যা মামলায় রিমান্ড শেষে মশিউরকে আদালতে হাজির করে গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। একইসঙ্গে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আবেদনে পুলিশ জানায়, জিগাতলা বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার মিছিলে গত ৪ আগস্ট মশিউরের নির্দেশে গুলি করে পুলিশ। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে রিমান্ডে চায় পুলিশ।
অন্যদিকে আসামি নিজেকে নির্দোষ দাবি করে জামিন এবং রিমান্ড বাতিল চান। কাঠগড়ায় মশিউর জানান, তিনি লালবাগ জোনে দায়িত্ব পালন করতেন। সেখানে জিগাতলায় যাওয়ার এখতিয়ার তার নেই।
এছাড়া হারুনের (হারুন অর রশীদ) সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান হারুনের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তিনি বল প্রয়োগ করে গুলির নির্দেশ দেন। ফারুকি ডিবির হারুনের সহযোগী।
কাঠগড়ায় মশিউর বলেন, তদন্ত করা আমার কাজ। হারুন আমার ইমিডিয়েট সিনিয়র, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নেই। আসামি সে, ছিল লালবাগে। জিগাতলার দায় নিতে পারি না। দয়িত্ববিধি অনুযায়ী আমি কাজ করেছি। অহেতুক হয়রানি করা হচ্ছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাতে মশিউর রহমানকে রাজধানী থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ২০ সেপ্টেম্বর তাকে ৭ দিনের রিমান্ডে দেন আদালত।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোতালিব। ওই ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞতনামা হিসেবে আরও আড়াইশ’ থেকে ৩শ’ জনকে আসামি করা হয়েছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন