মিথ্যা মামলায় কারাগারে জাফর : দাবী পরিবারের
০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে এক যুবককে মিথ্যা মামলা দেয়ার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগীর নাম মো. জাফর খান (২২)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গত ২৪ অক্টোবর নিউমার্কেট থানা পুলিশ ছাত্রলীগের সক্রিয় সদস্য পরিচয়ে তাকে আটক করে মামলা দেয়। পরে তাকে কারাগারে পাঠায় আদালত।
তবে ভুক্তভোগী পরিবারের দাবী, শাহ আলম খান ও রাশিদা বেগম দম্পতির সন্তান মো. জাফর খান বরিশালের গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে থাকতেন নিউমার্কেট থানার ৪৩ নং নিউ এলিফ্যান্ট রোডে। ওই বাসা থেকেই গত ২৪ অক্টোবর নিউমার্কেট থানার ১৮ নং ওয়ার্ড ছাত্র লীগের সক্রিয় সদস্য বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় নিউমার্কেট থানা পুলিশ।
শাহ আলম খান ও রাশিদা বেগম দাবী করেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষেই ছিল তার অবস্থান। যা তার ফেসবুক স্টাটাসগুলো দেখেই স্পষ্ট। জাফর এ ধরনের কাজ করতেই পারে না বলে তারা মনে করেন।
এ দম্পতি অভিযোগ, ছেলে তার ফুফাতো বোনের সঙ্গে বর্তমানে ঢাকায় বসবাস করে। সেই সুবাদের ভগ্নিপতি নাজমুল করিম তুহিনকে বিভিন্ন সময় নানা কাজে সহায়তা করে থাকে। তবে ভগ্নিপতির সঙ্গে তার ছোট ভাই এহসানুল করিম ঈসানের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। ঈসান নিউমার্কেট থানা আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। যুবলীগের রাজনীতি করায় থানার ওপর আগে থেকেই তার প্রভাব ছিল। রাজনীতির পটপরিবর্তনের পরেও সেই পরিচিতি কাজে লাগিয়ে ভাই নাজমুল করিম তুহিনের সম্পদ আত্মসাৎ করার জন্য ও হেয় প্রতিপন্ন করতে আমার ছেলে জাফরের বিরুদ্ধে মামলা করিয়েছে।
নিউ মার্কেট থানায় দীর্ঘদিন কর্মরত এসআই রায়হান আমার ছেলেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এ বিষয়ে অফিসার ইনচার্জ মহসিন মিয়ার দাবি সাবেক এমপি ফেরদৌসের সঙ্গে ছবি থাকার কারণে দুমাস আগের জালাও পোড়াও এবং ছাত্রদের ওপর হামলার একটি পেন্ডিং মামলার জাফরকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহ আলম খান ও রাশিদা বেগম বলেন, সাবেক সরকারের পতন ঘটিয়ে এখন অন্তর্বর্তী সরকারের সুশাসনের ধারা বইছে। যেখানে সরকারের পক্ষ থেকেও যাচাই-বাছাই না করে গ্রেপ্তার না করতে বলা হয়েছে। সেখানে আমার নির্দোষ ছেলে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। আমরা এর তদন্তপূর্বক সুষ্ঠ বিচার চাই।
এদিকে, মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেপ্তার নয় উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রনালয় গত ৩ সেপ্টম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। গণ-অভ্যুত্থান দমন করতে পতিত সরকার নিষ্ঠুর বল প্রয়োগ করলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। এতে দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর। তবে সরকার সবাইকে আশ্বস্ত করতে চায়, মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেপ্তার নয়। এসব মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট বিকাল বিকাল সাড়ে ৩টার দিকে নয় দফা দাবী নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নিউমার্কেট থানাধীন সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে তাদের শন্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে জাফর খানসহ অন্যান্য আসামীরা একই উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে জখম করাসহ ককটেল বিষ্ফোরন ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। এছাড়াও ঘটনাস্থলে মহড়া করতে থাকে ভীতিকর পরিবেশ তৈরি করে। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে তদন্ত অব্যাহত। এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন জানান, যাচাই-বাছাই ছাড়া কাউকে গ্রেপ্তারের সুযোগ নেই। যখনই কাউকে গ্রেপ্তারে অভিযান চালানো হয় সেক্ষেত্রে অন্তত তার ছবি মিলিয়ে নেয়া হয়। এছাড়াও গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে থানায় এলাকাবাসীর অভিযোগ ছিল। যদিও বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত নির্দোষ হলে অবশ্যই অভিযোগপত্র থেকে ছাড় পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন