অস্ট্রেলিয়া দলে ম্যাকসুইনির জায়গায় কনস্টাস, ফিরেছেন রিচার্ডসন
২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ওপেনার নাথান ম্যাকসুইনির জায়গায় নতুন মুখ হিসেবে স্যাম কনস্টাসকে নিয়ে ভারতের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তিন বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে ফিরেছেন পেসার ঝাই রিচার্ডসন।
ডান কাফ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের বাকী অংশ থেকে জশ হ্যাজেলউড ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেয়েছেন রিচার্ডসন।
প্রথম তিন ম্যাচ শেষে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আর ১টি ম্যাচ জিতলেই অসিদের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখবে ভারত।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় ম্যাকসুইনির। ডেভিড ওয়ার্নারের জায়গায় ওপেনিংয়ে পাকাপাকিভাবে উসমান খাজার সঙ্গী হবার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ম্যাকসুয়েনি।
বিশেষজ্ঞ ওপেনার না হবার পরও ম্যাকসুইনিকে দিয়ে ইনিংস শুরু করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের পেসার জসপ্রিত বুমরাহকে সামলাতে হিমশিম খেতে হয়েছে ম্যাকসুইনিকে।
সিরিজে এ পর্যন্ত তিন টেস্টের ৬ ইনিংসে ৭২ রান করেন ম্যাকসুয়েনি। তার সর্বোচ্চ রান ছিল ৩৯। ব্রিজবেনে তৃতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৯ ও ৪ রানে আউট হন তিনি।
ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত দলে সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী কনস্টাস। এই মৌসুমের শুরুতে শেফিল্ড শিল্ডে দু’টি সেঞ্চুরি করে রিকি পন্টিংয়ের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব দেখান তিনি।
গেল মাসে ভারতের বিপক্ষে প্রধানমন্ত্রী একাদশের হয়ে ১০৭ রানের ইনিংসও খেলেছেন কনস্টাস। দলে সুযোগ পেলেও, খেলার সম্ভাবনা নেই তার। কারন খাজার সাথে ইনিংস শুরুর দৌঁড়ে এগিয়ে আছেন রিজার্ভ ব্যাটার জশ ইংলিস।
প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন কনস্টাস। তার ব্যাটিংয়ের ধরন ভিন্নতা বয়ে আনে এবং আমরা তার আরও উন্নতি দেখতে আগ্রহী। আমরা এখনো মনে করি নাথান টেস্ট লেভেলে সফল হওয়ার ক্ষমতা রাখে। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি কঠিন ছিল। সিরিজ জুড়েই ওপেনারদের জন্য চ্যালেঞ্জিং ছিল এবং আমরা পরবর্তী দুটি ম্যাচের জন্য ভিন্ন লাইনআপের সুযোগ তৈরি করতে চাই।’
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, ঝেই রিচার্ডসন, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প