হাজীদের গ্রহণে সউদী সরকার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে
হাজীদের সেবার মান বাড়াতে রাজকীয় সউদী সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ ও সউদী সরকারের সমন্বিত প্রচেষ্টায় দাউফুর রহমান (আল্লাহর মেহমান) হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব। পবিত্র হজ চলাকালে হাজীদের যেকোনো সমস্যা নজরে আসবে সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে হাজীদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন। ১৪৪৫ হিজরী সনের হজের আল্লাহর মেহমান হাজীদের গ্রহণে রাজকীয় সউদী সরকার সকল প্রকার প্রস্তুতি...