অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ জুমার খুৎবা পূর্ব বয়ান
অতি বৃষ্টি, অনাবৃষ্টি ও অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ। সমাজের মধ্যে যখন জুলুম অত্যাচার খুন ব্যভিচার পরকীয়া ধর্ষণ বিকৃত যৌনাচার সুদ ঘুষ মিথ্যাচার মাপে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া ও যাকাত না দেওয়াসহ নানাবিধ পাপাচার সীমা লঙ্ঘিত হয় তখনই আল্লাহ তায়ালা আসমানী গজব নাযিল করেন। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ও রহমত প্রাপ্তির জন্য আমাদের করণীয় হলো খাঁটি তওবা...