ভিক্ষুকের ছেলে ফ্রিল্যান্সিং করে কোটিপতি, নেটদুনিয়ায় আলোড়ন
আলাদিনের চেরাগের কথা সবাই তো শুনেছেন, কিন্তু বাস্তবে কতজনেই বা আলাদিনের চেরাগ পেয়েছেন। এমন হয়তো কেউ বলতে পারবে না। তবে এমনই এমন ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলা মাথরতলি চরখোলা গ্রামের ভিক্ষাবৃত্তি করা মন্টু মিয়ার ছেলে বেলাল হোসেনের বেলায়। ৩-৪ বছরের মাথায় ১০ কোটি টাকার মালিক হয়েছেন ৩০ বছরের যুবক বেলাল হোসেন। করেছেন পাঁকা বাড়ি ও গড়েছেন নতুন গাড়িও।
এ নিয়ে এলাকাবাসীর...