মানুষ মারা গেলে সরকারের কোনো মাথাব্যথা নেই
০৮ মার্চ ২০২৩, ১০:৩৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:২৭ এএম
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মানুষ মারা গেলে সরকারের কোনো মাথাব্যাথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলাসহ সিদ্দিক বাজারের বিস্ফোরণের জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, মঙ্গলবার সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ১৯-২০ জন মানুষ মারা গেছে, অনেকে আহত, বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনা ঘটার পরে ওরা (সরকার) বলেছে যে, এটার মধ্যে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি না দেখি। আমি বলতে চাই, ঢাকা শহরে কতটি বিস্ফোরণ হয়েছে। এই সরকারের কোনো মাথাব্যথা আছে? নেই। কারণ ওরা জনগণের প্রতিনিধি নয়।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ ধরে ড. মোশাররফ বলেন, সেই সম্প্রদায়ের লোকেরা বলছেন, আওয়ামী লীগের অমুক-অমুক গুণ্ডারা এই তছনছ করেছে, আগুন দিয়েছে, ঘর-বাড়ি ভেঙে দিয়েছে। সরকারের মন্ত্রী (রেলমন্ত্রী), ওই এলাকার মন্ত্রী গেছেন ঘটনা দেখতে ওই সম্প্রদায়ের লোকেরা বলছেন, আপনার সঙ্গে যারা এসেছেন তারাই তো আমাদের ওপর হামলা করেছে, ঘর-বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তবে এসব ঘটনায় ‘উল্টো’ বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটি সদস্য।
তিনি বলেন, এই সরকারের অবহেলা ও তাদের ব্যর্থতার কারণে এসব বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাদের ব্যর্থতার কারণে ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা হয়, তাদের উসকানিতে তাদের গুণ্ডা-পাণ্ডা দিয়ে এই ধরনের অপকর্ম ঘটানো হচ্ছে। অথচ ওরা একের দোষ অন্যদের ঘাড়ে দিয়ে দেওয়ার জন্য, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে দেওয়ার জন্য চাপাবাজি করছে। বাংলাদেশের জনগণ এদের বিশ্বাস করে না।
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, আমাদের মিটিং করতে দেয় না, আমাদের সমাবেশ করতে দেয় না, কেন? তাদের ভয় আমরা সমবেত হলে নাকি বিস্ফোরণ হবে, ঢাকায় বিস্ফোরণ হবে। আমি বলতে চাই, হ্যাঁ জনগণ সেজন্য প্রস্তুত। আজকে হোক, কাল হোক ইনশাআল্লাহ এদেশে বিস্ফোরণ হবে না, এই দেশে গণঅভ্যুত্থান হবে। অতীতে পাকিস্তান আমলে অভ্যুত্থান করে আইয়ুব খানের মত ক্ষমতাধর স্বৈরাচারকে বিদায় করেছে, এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদের মত স্বৈরাচারকে বিদায় করেছে।
শ্রীলঙ্কার উদাহরণ টেনে মোশাররফ হোসেন বলেন, জনগণের অভ্যুত্থানে এদেশে স্বৈরাচারীকে হটে যেতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কা যদি পারে ইনশাআল্লাহ বাংলাদেশে অতি শিগগিরই সেদিন আসবে। সেই দিনের প্রত্যাশায়।
মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় সভায় এসময় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, জাহাঙ্গীর আলম সনি, শাহআলম, তারিকুল ইসলাম মধু, এম এ ওয়াজেদ, কবির উদ্দিন মাষ্টার, সাইদুল ইসলাম টুলু, কাজী কামাল উদ্দীন আহমেদ বাঁধন মিঞা, এম এ হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাসার প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা
কুষ্টিয়ায় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বিভাগীয় কমিশনার
লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করেন পৌর প্রশাসক মো. শাহ আজিজ
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ২৭ অভিযোগ, বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বাতিল
খুলনায় ক্লাব দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয়
শিক্ষার্থীদের ভিসা দ্রুত দিতে কানাডাকে ঢাকার অনুরোধ
অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযানে ৪০ মিনি ড্রেজার, টাওয়ার ও পাইপ ধ্বংস
২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ
ইবিতে বাস ভাঙচুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
সাইবার আদালত থেকে খালাস পেলেন নূরুল করীম আকরাম ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’
লামায় অস্ত্রসহ ১ জন পাহাড়ি সন্ত্রাসী আটক
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ
আটকেপড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া
৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশের নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা
পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ
ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলে সাদা দলের অভিনন্দন
৩ মাসে অ্যাপেক্সের মুনাফা ৩ কোটি টাকা
নজরুল বিশ্ববিদ্যালয় সেইভ ইয়ুথের নেতৃত্বে রুম্পা-বাপ্পি