ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
ভাইরে ফিরায়ে আনেন মা ইফতারের জন্য অপেক্ষা করছেন

নিখোঁজদের খুঁজছেন আপনজনরা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ মার্চ ২০২৩, ১১:০৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম

মায়ের অনুরোধে বিয়ে করতে সপ্তাহখানেক কাতার থেকে দেশে ফিরেন যুবক সুমন। এরই মধ্যে দেখাশোনা শেষে এক পাত্রীকে বিয়ে করার সম্মতিও দিয়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্যেই পছন্দের ওই পাত্রীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নি”্ছেিলন। গত মঙ্গলবার শবেবরাতের দিনে সুমনের মা রোজা ছিলেন। ঘটনার কিছু সময় আগে মায়ের জন্য ইফতারসামগ্রী আনতে বাসা থেকে বের হন সুমন। কিন্তু আর বাসায় ফেরেননি। সেদিন ইফতারের সময় ঠিক সন্ধ্যায় সুমন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরেন লাশ হয়ে। সেখানে সুমনের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তার স্বজনরা। সুমনের বড় বোন সোমা আক্তার চিৎকার করে বলছিলেন, দয়া করে আমার ভাইরে ফিরায়া দেন। বিয়ে করতে দেশে এসেছিল সে। তিনি বলতে থাকেন, তাদের মা রোজা ছিলেন। তাই মায়ের জন্য সুমন ইফতার আনতে বের হয়েছিলেন। মা ইফতারের জন্য অপেক্ষা করছেন। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুমন চার ভাইবোনের মধ্যে তৃতীয়। তিনি কাতারে চিকিৎকের সহকারী হিসেবে কাজ করতেন।

দুর্ঘটনাকবলিত ভবনটির নিচতলার একটি অফিসের কর্মচারী মোমিন উদ্দিন। গত মঙ্গলবার দুর্ঘটনার কিছুক্ষণ আগেও বন্ধু আরিফের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়।
ভবনটিতে বিস্ফোরণ হওয়ার খবর শুনেই মোমিনকে কল করেন বন্ধু আরিফ। ফোনে অনবরত রিং হচ্ছে। কিন্তু রিসিভ করছে না মোমিন। বন্ধু আরিফ বলেন, গত মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত মোবাইলে কল বেজেছে। গতকাল বুধবার সকাল ৯টার পর আর কল ঢোকেনি। উদ্ধারকারীরা ওর মোবাইলটা পেয়েছে। কিন্তু এতো হতাহতের মাঝেও বন্ধুকে খুঁজে পাইনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার বন্ধু ভবনের নিচে চাপা পড়ে আছে। তাকে উদ্ধারে এখনো কোনো অগ্রগতি দেখছি না।

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আপনজনদের খুঁজে ফিরছেন স্বজনরা। কিছুতেই মনের বাঁধ মানছে না স্বজনদের। গতকাল বুধবার বিকেলে ভবনের ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসসহ অন্যান্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এনিয়ে অপেক্ষায় থাকা স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল বুধবার সকাল থেকে সেনাবাহিনীর উদ্ধার কাজ শুরুর কথা থাকলেও বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে ঘটনাস্থল নিরাপত্তা বেস্টনি দিয়ে ঘিরে রাখে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

নিখোঁজ মেহেদি হাসান স্বপনের বড়ভাই তানভীর হাসান সোহাগ বলেন, আমার ছোট্ট ভাইটি ভবনের নিচে আটকা পড়ছে। সেনাবাহিনীকে বলেন, একটু খুঁজতে-বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।

খালাতো ভাইকে নিয়ে গেলেন সিদ্দিকবাজার- দুজনই ফিরলেন লাশ হয়ে : মানসুর মিয়া (২৫) এবং আল-আমিন (২৩)। সম্পর্কে দু’জন আপন খালাতো ভাই। গ্রামের বাড়ি বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। মানসুর ঢাকার ফুলবাড়িয়া মার্কেটে মশারি ও লেপ-তোশকের ব্যবসা করতেন। ‘হাবিব বেডিং স্টোর’ নামে সেখানে তার একটি দোকান আছে। আর আল-আমিন ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের স্নাতকের শিক্ষার্থী। তারা দুজনই ঢাকায় থাকতেন।

নিহতদের স্বজন গোলাম হায়দার মোল্লা বলেন, ঘটনার দিন বিকেলে ব্যবসার কাজে আল-আমিনকে সঙ্গে নিয়ে মানসুর সিদ্দিকবাজারে যান। এর কিছুক্ষণের মধ্যে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উদ্ধারকর্মীরা বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ থেকে তাদের দু’জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে রাখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। স্বজন হারানোর বেদনায় দুই পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল