নিখোঁজদের খুঁজছেন আপনজনরা
০৮ মার্চ ২০২৩, ১১:০৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম
মায়ের অনুরোধে বিয়ে করতে সপ্তাহখানেক কাতার থেকে দেশে ফিরেন যুবক সুমন। এরই মধ্যে দেখাশোনা শেষে এক পাত্রীকে বিয়ে করার সম্মতিও দিয়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্যেই পছন্দের ওই পাত্রীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নি”্ছেিলন। গত মঙ্গলবার শবেবরাতের দিনে সুমনের মা রোজা ছিলেন। ঘটনার কিছু সময় আগে মায়ের জন্য ইফতারসামগ্রী আনতে বাসা থেকে বের হন সুমন। কিন্তু আর বাসায় ফেরেননি। সেদিন ইফতারের সময় ঠিক সন্ধ্যায় সুমন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরেন লাশ হয়ে। সেখানে সুমনের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তার স্বজনরা। সুমনের বড় বোন সোমা আক্তার চিৎকার করে বলছিলেন, দয়া করে আমার ভাইরে ফিরায়া দেন। বিয়ে করতে দেশে এসেছিল সে। তিনি বলতে থাকেন, তাদের মা রোজা ছিলেন। তাই মায়ের জন্য সুমন ইফতার আনতে বের হয়েছিলেন। মা ইফতারের জন্য অপেক্ষা করছেন। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুমন চার ভাইবোনের মধ্যে তৃতীয়। তিনি কাতারে চিকিৎকের সহকারী হিসেবে কাজ করতেন।
দুর্ঘটনাকবলিত ভবনটির নিচতলার একটি অফিসের কর্মচারী মোমিন উদ্দিন। গত মঙ্গলবার দুর্ঘটনার কিছুক্ষণ আগেও বন্ধু আরিফের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়।
ভবনটিতে বিস্ফোরণ হওয়ার খবর শুনেই মোমিনকে কল করেন বন্ধু আরিফ। ফোনে অনবরত রিং হচ্ছে। কিন্তু রিসিভ করছে না মোমিন। বন্ধু আরিফ বলেন, গত মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত মোবাইলে কল বেজেছে। গতকাল বুধবার সকাল ৯টার পর আর কল ঢোকেনি। উদ্ধারকারীরা ওর মোবাইলটা পেয়েছে। কিন্তু এতো হতাহতের মাঝেও বন্ধুকে খুঁজে পাইনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার বন্ধু ভবনের নিচে চাপা পড়ে আছে। তাকে উদ্ধারে এখনো কোনো অগ্রগতি দেখছি না।
গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আপনজনদের খুঁজে ফিরছেন স্বজনরা। কিছুতেই মনের বাঁধ মানছে না স্বজনদের। গতকাল বুধবার বিকেলে ভবনের ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসসহ অন্যান্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এনিয়ে অপেক্ষায় থাকা স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল বুধবার সকাল থেকে সেনাবাহিনীর উদ্ধার কাজ শুরুর কথা থাকলেও বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে ঘটনাস্থল নিরাপত্তা বেস্টনি দিয়ে ঘিরে রাখে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
নিখোঁজ মেহেদি হাসান স্বপনের বড়ভাই তানভীর হাসান সোহাগ বলেন, আমার ছোট্ট ভাইটি ভবনের নিচে আটকা পড়ছে। সেনাবাহিনীকে বলেন, একটু খুঁজতে-বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।
খালাতো ভাইকে নিয়ে গেলেন সিদ্দিকবাজার- দুজনই ফিরলেন লাশ হয়ে : মানসুর মিয়া (২৫) এবং আল-আমিন (২৩)। সম্পর্কে দু’জন আপন খালাতো ভাই। গ্রামের বাড়ি বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। মানসুর ঢাকার ফুলবাড়িয়া মার্কেটে মশারি ও লেপ-তোশকের ব্যবসা করতেন। ‘হাবিব বেডিং স্টোর’ নামে সেখানে তার একটি দোকান আছে। আর আল-আমিন ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের স্নাতকের শিক্ষার্থী। তারা দুজনই ঢাকায় থাকতেন।
নিহতদের স্বজন গোলাম হায়দার মোল্লা বলেন, ঘটনার দিন বিকেলে ব্যবসার কাজে আল-আমিনকে সঙ্গে নিয়ে মানসুর সিদ্দিকবাজারে যান। এর কিছুক্ষণের মধ্যে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উদ্ধারকর্মীরা বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ থেকে তাদের দু’জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে রাখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। স্বজন হারানোর বেদনায় দুই পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
নতুন কমিটির উদ্দেশ্যে সাবেক সভাপতি তিন টাকার কমিটি রুখে দেয়া কঠিন কিছু হবে না
মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
উদ্বোধনের ৪দিন পরও সেচ পানি মিলেনি মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্বনাথে সাংবাদিককে খুন-গুমের হুমকি
সুবর্ণচরে অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট করলো প্রশাসন
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ড. ইউনূসের
ঈশ্বরদীর ৩ অবৈধ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা আদায়
‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব অগ্রণী ভূমিকা পালন করতে পারে’
সিংগাইরে অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় মিলেছে
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৬ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা বগুড়ায়
ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব
ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ
কচুয়ায় ফুলকপির ভালো ফলনেও লাভের মুখ দেখছে না কৃষকরা
নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উৎযাপন
পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ