ইসির চিঠি অতীতের মতো ভোট করার লেটেস্ট কৌশল : মির্জা ফখরুল
২৫ মার্চ ২০২৩, ১০:২৩ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০২:৩৯ এএম
নির্বাচন কমিশনের সংলাপের চিঠিকে অতীতের মতো ভোট করার লেটেস্ট কৌশল হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতীতে কেউ ভোট দিতে পারছেন? আবার ওই কাজ শুরু করতে যাচ্ছে। এবার একটু চাপাচাপি বেশি, পরশীরা বলছে যে, আগের মতো ভোট আর চলবে না। জাপানের রাষ্ট্রদূত তো বলেই ফেললেন যে, বাপের জন্মে শুনিনি যে, আগের রাত্রে ভোট হয়। ওইজন্য এখন আবার নতুন নতুন কৌশল। তারমধ্যে নতুন লেটেস্ট কৌশল হচ্ছে নির্বাচন কমিশনের আমাদেরকে একটা চিঠি দেয়া।
গতকাল শনিবার মহানগর নাট্য মঞ্চে বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের সংলাপের চিঠির বিষয়ে দলীয় সিদ্ধান্ত সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এটা নিয়ে আমি এখনই কথা বলতে চাই না। আমাদের সোমবার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা আছে নাকী? সে পারবে এই প্রশাসনকে সোজা করতে? এই সময়ে দলের নেতা-কর্মীরা ‘না’ ‘না’ শ্লোগান দিতে থাকলে তিনি বলেন, সঠিক কথা। এই নির্বাচন কমিশন চিঠি-টিঠি দিয়ে অযথা কেনো আপনারা হয়রান হচ্ছেন। আপনারা ভদ্র লোকের মতো থাকতেন, ভদ্র লোকের মতো থাকেন, বেতন-টেতন নেন। ইভিএম দিতে চেয়েছিলেন ইভিএম দিতে পারছেন না। আরো অন্যান্য কি আছে না। অতীতে নির্বাচন কমিশন ছিলো তারা শুধু ট্রেনিং বাবদ কোটি কোটি টাকা খেয়ে ফেলেছেন। আপনারা এই রকম কিছু আছে কিনা সেগুলো দেখেন। অযথা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনারা এই সমস্ত কথা বলে নিজেকে খাটো করবেন না।
বিএনপি মহাসচিব বলেন, সংকট একটাই। সেই সংকট হচ্ছে, নির্বাচনকালীন সময়ে সরকার কে থাকবে? নির্বাচনকালীন সময়ে যদি আওয়ামী লীগ থাকে, এই সরকার থাকে তাহলে এই নির্বাচন কোনোদিনই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হতে পারবে না- এটা প্রমাণিত। শুধু জাতীয় সংসদ নয়, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও। সুতরাং এসব অযথা এক্সসারসাইজ না করে আসল জায়গায় আসেন। আসল জায়গাটা হচ্ছে, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। সেটা নিয়ে কাজ করুন, সেটা নিয়ে কথা বলুন, ঘোষণা দিন। তা না হলে অন্য কোনো কিছু দেশের মানুষ মেনে নেবে না।
সরকার নতুন খেলা শুরু করেছে অভিযোগ করে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নতুন একটা খেলায় নেমেছে। এই খেলাটি কি? মুখে গণতন্ত্রের কথা, ভোটের কথা বলব, ভোটও করব। কিন্তু আমার কাজটা আমি কবর। আমার মতো করে নির্বাচন কমিশন গঠন করব, প্রশাসন চলবে, পুলিশ-ম্যাজিস্ট্রেট, বিজেবি সব আমার কথায় চলবে এবং আমি যা চাইবো সেইভাবে চলবে। এজন্য ২০১৪ সালে যে নির্বাচন করেছে সেই নির্বাচনে কোনো ভোটই হয়নি। ১৫৪ জনকে আগেই ঘোষণা করে ফেললো যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো নির্বাচন হয়েছিলো বলে আমরা জানা নেই। ঠিক একই কায়দায় ২০১৮ সালে আগের রাত্রে ভোট শেষ।
আওয়ামী লীগ সব শেষ করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তারা (সরকার) শুধু বলে এতো উন্নয়ন করেছে তা আমাদের নাকী চোখ অন্ধ, আমরা উন্নয়ন দেখতে পাই না। আমি মাঝখানে বরিশাল গিয়েছিলাম, বরিশাল থেকে আসার পথে পদ্মাসেতুর উপরে দেখি কী? সেতুর উপরে অর্ধেক রাস্তা বন্ধ করে দিয়ে রিপেয়ার করা হচ্ছে। একবছর পার হয়নি অলরেডি রিপেয়ারের কাজ শুরু হয়ে গেছে। সেতুর রাস্তায় যে বিটুমিন, সেই বিটুমিনের আস্তর খুলে যাচ্ছে। এই হচ্ছে তাদের উন্নয়নের নমুনা। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট ৩০ হাজার কোটি টাকা করেছো।
তিনি বলে, দেশের মানুষ খেতে পায় না। পত্রিকা খুললে দেখবেন মানুষ কিভাবে ন্যায্যমূল্যে চাল-ডাল-তেল কেনার জন্য ট্রাকের পেছনে লাইন দিচ্ছে- তাতে আবার পাচ্ছে না। আর তারা (সরকার) পাতাল রেল করছে। পূর্বাচলের ওই জায়গায় পাতাল রেল করা কি খুব বেশি প্রায়োরিটি হয়ে গেছে? অথচ যেটা প্রায়োরিটি দরকার মানুষ খাদ্যের, চাল, চাল, তেল, লবনসহ সব কিছুর দাম কমানো, ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। এগুলোর দাম বেড়ে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়ছে।
সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানে মানে তত্ত্বাবধায়ক সরকার মেনে নাও, মানে মানে পদত্যাগ করো, মানে মানে সংসদ বিলুপ্ত করো এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো। নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই কমিশনের অধীনে এখানে নির্বাচন হবে এবং জনগণ ভোট দেবে। এটাই আমাদের শেষ কথা। দেশকে রক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবানও জানান বিএনপি মহাসচিব।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিলো বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়ানোর একটি দেশ হবে। যে দেশ সাম্য, সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা ৫১ বছরে পরেও স্বাধীনতার মূল চেতনা, মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন আজকে বাংলাদেশে ধূলিসাত হয়ে গেছে। কেনো হয়েছে? একটি দল যে দল ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচারি, ফ্যাসিস্ট প্রক্রিয়ায় এদেশের মানুষের কথা বলার অধিকারকে, গণতন্ত্রকে, অর্থনৈতিক অধিকারকে তারা লুট করে শুধু একটি গোষ্ঠির স্বার্থে বাংলাদেশকে আজকে গণতন্ত্রহীন, বাংলাদেশকে আজকে অর্থনৈতিক ধবংসের কিনারায় নিয়ে গিয়ে সারা বিশ্বে বাংলাদেশকে লজ্জ্বায় ফেলে দিয়েছে। সেই দলটি কে তারা হচ্ছে বর্তমানে যারা সরকারের আছে।
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলিমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বক্তব্য রাখেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে আরেক যুবক খুন
খাঁটি মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে-ছারছীনা পীর সাহেব
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক