নিষ্ঠুর শ্বশুরের দেয়া আগুনে প্রাণ গেল গৃহবধূর
০১ এপ্রিল ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৬ পিএম
পুত্রবধূর বসৎঘরে আগুন দিতে গিয়েছিলেন শ্বশুর। কেরোসিনের বোতল হাতে থাকা শ্বশুরকে তখন বাধা দেন পুত্রবধূ। ঘর পুড়তে না পেরে পুত্রবধূর শরীরেই কেরোসিন ঢেলে দেন তিনি। এরপর ধরিয়ে দেন আগুন। এতে দগ্ধ হন ওই গৃহবধূ। সালমা আক্তার (২৪) নামে ওই গৃহবধূ তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে মারা যান। ঘটনাটি রংপুরের মাহিগঞ্জে হলেও সালমা চিকিৎসাধীন ছিলেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান সালমা। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত সালমার বড় বোন আলেমা বেগম বলেন, সালমা ভালোবেসে রংপুরের মাহিগঞ্জের একই এলাকার আক্তার হোসেনের ছেলে স্বপন মিয়াকে চার বছর আগে বিয়ে করে। তাদের ঘরে ২২ মাস বয়সি একটি পুত্র রয়েছে। বিয়ের পর থেকে তার শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য বিভিন্নভাবে তাকে নির্যাতন করে। গত ২৮ মার্চ সকালে আমার বোনের শ্বশুর আক্তার মিয়া বোনের ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিতে চায়। এসময় আমার বোন বাধা দিলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।
তিনি বলেন, সালমার স্বামী স্বপন মিয়া খবর পেয়ে আগুন নেভাতে এলে সেও কিছুটা দগ্ধ হয়। পরে আমরা সালমাকে উদ্ধার করে প্রথমে রংপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ওই দিনই তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। আলেমা আরও বলেন, দরিদ্র ঘরের মেয়ে হওয়ায় মুখ বুজে সালমা সবকিছু সহ্য করে নিত। সালমার জামাই স্বপন মিয়া বাবুর্চির কাজ করে। ঘটনার দিন সালমার জামাই স্বপনের সঙ্গে তার বাবা আক্তার মিয়ার বাকবিত-া হয়। একপর্যায়ে কাজের উদ্দেশ্যে স্বপন ঘর থেকে বেরিয়ে যায়। পরে সালমার শ্বশুর কেরোসিনের বোতল হাতে নিয়ে ঘর পুড়িয়ে দিতে চাইলে বাধা দেয় সালমা। সে বলে, এ ঘরটি আমাদের অনেক কষ্টের। আপনারা বাবা-ছেলে ঝগড়া করেছেন, ঘর পুড়িয়ে দেবেন কেন। এ কথা শুনে উত্তেজিত হয়ে যায় আক্তার মিয়া। তখন সে সালমাকে বলে, ঘর পুড়তে দিবি না তাহলে তুই পুড়ে মর। এ কথা বলে সালমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। ঘটনার সময় সেখানে দাঁড়িয়ে ছিল সালমার শাশুড়ি রশিদা বেগম, ননদ বিলকিস এবং আলেয়া। ঘটনার পর আমার মা বাদী হয়ে সালমার শ্বশুর আক্তার মিয়া, তার শাশুড়ি রাশিদা বেগম, ননদ বিলকিস ও আলেয়ার নামে মাহিগঞ্জ থানায় মামলা করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া