পবিত্র মাহে রমজানে চট্টগ্রামে মসজিদে মসজিদে ব্যতিক্রমী আয়োজন
০২ এপ্রিল ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:৪০ পিএম
কেউ শিক্ষক, কেউবা শিক্ষার্থী। আছেন ব্যবসায়ী, শিল্পপতি, দোকান কর্মচারী, ফুটপাতের হকার। রাস্তার ভিক্ষুক কিংবা পথচারী। সবাই এক কাতারে বসা। সামনে সাজানো হরেক ইফতার সামগ্রী। সাইরেন বাজতেই সবাই একসাথে গ্রহণ করছেন ইফতার। পবিত্র মাহে রমজানে প্রতিদিনের এমন চিত্র চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। সেখানে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসাথে ইফতার সারছেন।
বারো আউলিয়ার পূন্যভূমি চট্টগ্রামের প্রায় প্রতিটি বড় মসজিদে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে সম্মিলিত ইফতারির। ধনী-গরিবের বৈষম্যহীন সুবিশাল এসব আয়োজন। সেখানে নগরীর নানা প্রান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ রোজাদারেরা। নানা শ্রেণি, পেশা ও বয়সের মানুষের এক সারিতে বসে দোয়া, মোনাজাত শেষে ইফতার। তাতে ফুটে উঠে ইসলামের মর্মবাণী- সামাজিক সাম্য, মৈত্রী, সৌহার্দ্য ও সুভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়তুল ফালাহ জামে মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদসহ নগরীর বেশিরভাগ মসজিদে সম্মিলিত ইফতারের আয়োজন চলছে। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার রোজাদার ইফতার করছেন। এনায়েত বাজার শাহী জামে মসজিদে ইফতার সারেন আড়াই থেকে সাড়ে তিনশ’ মুসল্লি। মসজিদের ইফতারে নিয়মিত থাকছে
খেজুর, শরবত, ছোলা, মুড়ি, জিলাপি, আলুর চপ, সমুছা, পেঁয়াজু, বেগুনি ইত্যাদি। এছাড়া মাঝে মধ্যে মওসুমি ফলও পরিবেশন করা হয়। কোন কোন মসজিদে আবার মাঝে মধ্যে বিরিয়ানী অথবা আকনি পরিবেশন করা হয়। সকাল থেকে মসজিদের খাদেমদের তত্ত্বাবধানে বাবুর্চিরা ইফতার তৈরির কাজ শুরু করেন। আছরের আগে তৈরি হয়ে যায় ইফতার সামগ্রী। আছরের নামাজের পর মসজিদের খাদেম, স্বেচ্ছাসেবক ও মুসল্লিরা ইফতার পরিবেশনে নেমে পড়েন।
সারিবদ্ধভাবে মসজিদের বারান্দায় রাখা হয় ইফতার সামগ্রী। একে একে মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে যান সেখানে। ইফতার সামনে নিয়ে পড়েন দোয়া-দরূদ। আছরের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে রোজার ফজিলত ও জরুরি মাসয়ালা-মাসায়েল নিয়ে আলোচনা করেন আলেমগণ। এসব আলোচনার পাশাপাশি ইফতার সামনে নিয়ে দোয়া-দরূদ করা হয়। ইফতারের আগ মুহূর্তে করা হয় সম্মিলিত মোনাজাত। এসব মোনাজাতে দেশ, জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে ইফতারের সময় হতেই সবাই একসাথে গ্রহণ করেন ইফতার।
মসজিদ পরিচালনা কমিটির সাথে জড়িত ব্যক্তিবর্গের পাশাপাশি নগরীর ধনাঢ্য ব্যবসায়ী ও শিল্পপতিরা ইফতার সামগ্রী কেনার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দেন। কেউ আবার ইফতার সামগ্রী কিনে মসজিদে দান করেন। অনেকের বাসা-বাড়ি থেকে তৈরি করা ইফতার সামগ্রীও পাঠানো হয় মসজিদে। সুশৃঙ্খল তত্ত্বাবধানে প্রতিদিন শত শত মানুষ ইফতার সারেন মসজিদগুলোতে। এত বিপুল সংখ্যক মানুষের ইফতার আয়োজনে হয় না কোন ধরনের বিশৃঙ্খলা। পরস্পরের প্রতি সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন ধর্মপ্রাণ রোজাদারেরা।
হতদরিদ্র মানুষের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরাও মসজিদের সম্মিলিত ইফতারে সামিল হচ্ছেন। অধিক সওয়াবের আশায় অনেকে বাসায় ইফতার না করে মসজিদে ইফতার সারেন। পবিত্র মাহে রমজান ইবাদত-বন্দেগীর উত্তম সময়। এ মাসের পুরো সময় মহান রবের কাছে নিজেকে সোপর্দ করার নিয়ত করেন অনেকে। এজন্য আছরের নামাজ শেষে অনেকে আর বাসায় ফেরেন না। কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল শুনে মসজিদে সময় পার করেন। এরপর অংশ নেন সম্মিলিত ইফতারে। ইফতার শেষে জামাতে মাগরিবের নামাজ আদায়। এরপর মসজিদেই ইবাদত-বন্দেগী। এশা ও তারাবির নামাজ শেষে ঘরে ফেরেন অনেকে।
মসজিদের আশপাশের মুসল্লি ছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ইফতারে সামিল হতে আসেন অনেকে। বড় মসজিদগুলোতে ইফতারের ব্যাপক আয়োজন থাকলেও পাড়া-মহল্লার মসজিদগুলোতে সীমিত আকারে হলেও ইফতারির আয়োজন করা হচ্ছে। আশপাশের বাসা-বাড়ি থেকে মসজিদে ইফতার পাঠানোর রেওয়াজ দীর্ঘদিনের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নগরীর অনেক মসজিদে ইমাম, মুয়াজ্জিন এবং খতমে তারাবির জন্য নিয়োজিত হাফেজগণের জন্য ইফতারির আয়োজন করা হচ্ছে। তাতে শরিক হচ্ছেন সাধারণ মুসল্লিরাও।
এদিকে নগরীর প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রতিদিন হাজারো মানুষ ইফতারে শরিক হচ্ছেন। মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী সম্মিলিত ইফতারের সূচনা করেন। তার ইন্তেকালের পরও ওই বিশ^বিদ্যালয়ে সম্মিলিত ইফতারের আয়োজন চলছে। সেখানেও সব শ্রেণি পেশার মানুষ ইফতারিতে শরিক হচ্ছেন। এছাড়া মহানগরীর ধনাঢ্য বাসিন্দারা প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী