সরকার ভিন্নমতের ওপর ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করছে
০২ এপ্রিল ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৪:৫৬ পিএম
সরকার ভিন্নমতের মানুষের ওপর ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, নওগাঁয় কোনো মামলা ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক নারী মারা গেলেন। ঢাকার সাভারে প্রথম আলোর সাংবাদিক সত্য কথা লেখায় তাঁকে রাতের আঁধারে তুলে নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসবের অর্থ হচ্ছে, একটি ভয়ংকর সমাজ কায়েম করা হয়েছে। দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই।
গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নওগাঁয় সুলতানা জেসমিনকে হত্যা ও সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের’ প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ কঠিন সময় অতিক্রম করছে। ‘ফ্যাসিবাদী’ সরকার দেশ চালাচ্ছে। তারা অর্থনীতি ধ্বংস করেছে। সরকার কোনো আইনকানুনকে তোয়াক্কা না করে কঠিন অবস্থার সৃষ্টি করেছেন।
নওগাঁয় র্যাবের ‘হেফাজতে’ সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, সুলতানা জেসমিনের মৃত্যুর পর তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এর থেকে প্রমাণ হয়, বাংলাদেশে কী পরিমাণ অরাজকতা চলছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সরকার স্বেচ্ছাচার ও স্বৈরাচার। স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী আচরণ সকল পর্যায়ে পৌঁছে গেছে। না হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। সাংবাদিক শামসুজ্জামানের কি দোষ? এদেশেতো দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।
তিনি বলেন, সরকার সকল দিক থেকে ব্যর্থ হয়ে তারা আজ দিশেহারা। এজন্য বুঝতে পারতেছে না কখন কি করতে হবে। এ সরকারের অধীনস্থ যে কর্মকর্তারা তারাও কিন্তু অত্যন্ত হতাশ ও দিশেহারা। এ অবৈধ স্বৈরাচারী সরকারের হুকুমে তারা যে অন্যায়গুলো করেছে, ভবিষ্যতে তাদেরকেতো জবাবদিহি করতে হবে। এজন্য তারা নার্ভাস। এই সরকারের নির্দেশে র্যাব গুম করেছে ৬০০ বেশি নেতাকর্মীকে। হত্যা করেছে হাজারের বেশি। মিথ্যা ও বানোয়াট মামলার কোন অভাব নেই।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমাদের দেশে এমন কিছু হয়েছে, যার কারণে আমেরিকা স্যাংশন দিতে বাধ্য হয়েছে। র্যাবের উপর স্যাংশন দেওয়া হয়েছে। তবুও র্যাব কি পরিমাণ বেপরোয়া হয়ে জেসমিনকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে। এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ বঞ্চিত। এদেশে শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় নির্বাচন গুলোতেও জনগণ ভোট দিতে পারেনি।
তিনি বলেন, রক্ত দিয়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। কি প্রত্যাশা ছিল? প্রত্যাশা ছিল স্বাধীনভাবে বসবাস করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। সাম্যের প্রত্যাশা, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। কিন্তু আজকের বাংলাদেশ এমন অবস্থা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য। ধনী সবচাইতে ধনী আর গরিব সবচাইতে গরিব।
সভাপতির বক্তব্যে সেলিমা রহমান বলেন, এ সরকারের সময়ে সাগর-রুনি হত্যা, ফটোসাংবাদিক শহিদুল আলম, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছিল। এর মধ্যে লেখক মুশতাক আহমেদ কারাগারে মারা গেছেন।
সভা সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরাম সদস্যসচিব নিপুন রায়। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির সহসভাপতি আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী