ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

ঈদের বাজারে কত সওয়াব

Daily Inqilab ড. মুহাম্মদ ঈসা শাহেদী

১০ এপ্রিল ২০২৩, ১১:৫২ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৪ এএম

এক লোক মুরিদ হয়েছে পীরের কাছে। নতুন বাড়ি করার পর পীর ছাহেবকে দাওয়াত দিলো দোয়া নিতে। পীর ছাহেব চাইলেন নতুন মুরিদের পরীক্ষা নেবেন। প্রশ্ন করলেন বাড়ির দেয়ালে যে গবাক্ষ, এগুলো কেন? আগেকার নির্মাণ শিল্পে জানালার রেওয়াজ ছিল না। আলো বা বায়ুর চলাচলের পথ ছিল দেয়ালগাত্রের ছিদ, গবাক্ষ। মুরিদ ভাবল, আমার হুজুর কত সরল, সহজ, দুনিয়ার খবর রাখেন না। আধ্যাত্মিক বিষয় নিয়েই চিন্তায় থাকেন। পীরকে দুনিয়াদারির জ্ঞান দিতে গিয়ে বলল, হুজুর! এই গবাক্ষ না হলে তো দেয়াল ভেদ করে আলো প্রবেশ করবে না। বায়ুর অভাবে দম বন্ধ হয়ে যাবে। পীর ছাহেব ছোট্ট একটি কথা বললেন, ‘আলো বায়ু তো বাড়তি পাওনা। আসল উদ্দেশ্য আজান শোনা।’ মসনবী রূমীর ভাষায় পীর বললেন, গোফত অন ফারআস্ত ইন বায়দ নায়াজ

তা আজীন রাহ বেশনাভী বাঙ্গে নামাজ
তা তো পরের ব্যাপার উদ্দেশ্য হওয়া চাই-
এ পথে যেন নামাজের আজান শুনতে পাই।
পীরের একটুখানি কথায় মুরিদের দিলের চোখ খুলে গেল। বাড়ির দেয়ালগাত্রে ছিদ্র দিয়ে মসজিদের আজান ভেসে আসুক যদি এমন নিয়ত থাকে তাহলে সওয়াবও হবে, সঙ্গে আলো বাতাসও পাওয়া যাবে। নিয়তের কারণে নিছক দুনিয়াবী কাজটি দ্বীনের কাজে পরিণত হবে। বুখারি শরীফের প্রথম হাদিসে বলা হয়েছে: ‘ইন্নামাল আমালু বিন নিয়াত’ ‘সকল কাজের মূল্যায়ন হবে নিয়তের ভিত্তিতে’।

সকাল-সন্ধ্যা, জীবন-জীবিকার পেছনে মানুষের হুঁশ নাই। কিন্তু মুমিন বান্দার জীবন সংগ্রাম ব্যতিক্রম। দুনিয়াদারির ভেতরও তার নিয়ত থাকে দীনদারি। চাকুরি করে, ব্যবসা করে, শ্রম দেয়, অর্থ উপার্জন করে। কিন্তু মনে থাকে, পরিবারের ভরণ-পোষণের, ছেলে-মেয়েদের মানুষ করার যে দায়িত্ব আল্লাহর পক্ষ হতে আমার ওপর অর্পিত সে দায়িত্ব পালন করছি। তখন তার শ্রম, জীবিকার সংগ্রাম, জীবনযুদ্ধ ইবাদতে পরিণত হয়। সাধারণভাবে মনে করা হয়, গরীব মিসকিনকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে সাদকা হিসেবে গণ্য হবে। হয়ত জানি না, পরিবারের জন্য অর্থ ব্যয় করলে তাতে সাদকার সওয়াব হবে। কুরআন মজীদে বিষয়টি এভাবে এসেছে : ‘স্বামীর ওপর কর্তব্য হলো সন্তানের মায়ের ভরণ-পোষণের ব্যবস্থা করা যথাযথ নিয়ম অনুযায়ী’। (সূরা বাকারা, আয়াত-২৩৩)

‘বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী (পরিবারের জন্য) ব্যয় করবে এবং যার জীবিকার সামর্থ্য সীমিত সে আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করবে’। Ñ(সূরা তালাক, আয়াত-৭)

রমজানের শেষভাগে কেনাকাটায় ব্যস্ত হয় প্রতিটি মানুষ। রোজার কৃচ্ছসাধনায় মন ও আত্মা পরিশুদ্ধ সুন্দর হয়। তার ছাপ পড়ে বাইরের আবরণে পোশাক-পরিচ্ছদে। তাই ঈদে নতুন পোশাকে সাজতে হবে। এই সাজের কেনাকাটায় যদি নিয়ত থাকে পরিবারের প্রতি দায়িত্ব পালন, পরিবারের প্রয়োজন মেটানো তাহলে মা-বাবা ছেলে-মেয়ে আত্মীয় স্বজনের জন্য কাপড়-চোপড় কেনাতে সওয়াবও আসবে অনিবার্যভাবে। হাদিস শরিফে বিষয়টি আরো পরিষ্কারভাবে বিবৃত হয়েছে : আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, তুমি একটি দিনার আল্লাহর রাস্তায় ব্যয় করেছ। আরেকটি দিনার ব্যয় করেছ গোলাম আজাদ করার জন্য। একটি দিনার দান করেছ দরিদ্রকে। আর একটি দিনার তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করেছ। এর মধ্যে যে দিনার তোমার পরিবারের জন্য ব্যয় করেছ সওয়াবের দিক দিয়ে সেটিই বড়। Ñ(মুসলিম, মিশকাত-১৮৩৫)

নিয়ত শুদ্ধ হলে পরিবার পরিজনের জন্য আবশ্যক খরচপাতিতে সওয়াব বরাদ্দের ব্যপারে কারো মনে সন্দেহ থাকা উচিত নয়। তবে এই ব্যয় হতে হবে একান্ত প্রয়োজন মেটানোর জন্য। ছেলে-মেয়ে, স্ত্রী, পরিবারের বিলাসিতার জন্য ব্যয় এর মধ্যে শামিল হবে না, বরং অপচয় হিসেবে গণ্য হবে। পরিবারের আবশ্যক খরচ বা অভাব দুর করাটাই মুখ্য বিষয়।

সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ আমি তো সম্পদশালী লোক। আমার একমাত্র কন্যা ছাড়া কোনো ওয়ারিশ নেই। আমি কি আমার সম্পদের দুই তৃতীয়াংশ দান করে দেব। হযরত বললেন, না। আমি বললাম, তাহলে কি অর্ধেক সম্পদ দান করে দেব। বললেন, না। বললাম, তাহলে কি এক তৃতীয়াংশ দান করতে পারব। হযরত বললেন, এক তৃতীয়াংশও অনেক বেশি। তুমি তোমার ওয়ারিশদেরকে অমুখাপেক্ষী রেখে যাওয়াটা তাদেরকে মানুষের কাছে হাতপাততে হয় এমন অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। (বুখারি, মুসলিম)
আত্মীয়-স্বজনকে দানের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, ‘গরীবদের যদি সাদকা কর তাতে সাধারণ সাদকার সওয়াব পাবে। আর যদি (গরীব) আত্মীয়কে দান কর তাতে সাদকাও হবে আত্মীয়তা রক্ষারও সওয়াব পাবে । Ñ(মিশকাত-১৮৪৩)

জাকাত আদায়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সম্পদের পুরোপুরি হিসেব-নিকাশ করে জাকাত দিতে হবে। হিসেব ছাড়া যত বেশিই দান করুক জাকাত থেকে দায়মুক্তি হবে না। জাকাতে তামলিক বা যাকে দেয়া হবে তার মালিকানায় পুরোপুরি ন্যস্ত করা শর্ত। ট্রাস্ট ফান্ড বা অন্য কোনো খাতে জাকাতের টাকা স্থানান্তর করে রাখলে হকদারের মালিকানায় ন্যস্ত না করা পর্যন্ত জাকাত আদায় হবে না। অনেক পেশাদার ভিক্ষুকের জাকাতযোগ্য জমানো টাকা থাকে। এদেরকে জাকাত দিলে আদায় হবে না। নিরাপদ হলো, চেনা-জানা, আত্মীয়-স্বজন বা প্রতিবেশিদের মাঝে হকদার দেখে জাকাত দেয়া। অনেক সম্ভ্রান্ত পরিবারের জমানো টাকা নেই, সংসার চলে টানাপড়েনে। তাদেরকে জাকাত দেয়া যাবে। আপনাকে জাকাত দিচ্ছি-এমন কথা মুখে বলার প্রয়োজন নেই। ঈদের খরচ বা হাদিয়া ইত্যাদি বলে সম্মানের সাথে পৌঁছে দিলে দ্বিগুণ সওয়াব হবে।

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা