পায়ের জন্য কাঁদছে শিশু অগ্ররাজ!
১২ এপ্রিল ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১২ পিএম
পাঁচ বছরের শিশু অগ্ররাজ সিকদার। পায়ের জন্য তার কান্না থামছে না। সবে মাত্র স্কুলে যাওয়া শুরু করেছিল সে। নতুন বই নিয়ে ছুটে যেত স্কুলে। স্কুলের শিক্ষক, সহপাঠী সবার সাথে স্বল্প সময়ে গভীর সখ্যতা গড়ে উঠে তার। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। দেড় মাস না যেতে স্কুলের সামনেই বাসের চাপায় পিষ্ট হয় ছোট্ট এই শিশুর দুটি তুলতুলে নরম পা। তার জীবনে নেমে আসে অন্ধকারের কালো ছায়া।
জীবন বাঁচাতে চিকিৎসকরা বাম পা বাদ দিয়েছেন। ডান পায়ের অবস্থাও খুব একটা ভালো না। টাকার অভাবে পরিবার তাকে হাসপাতালে রাখতে পারছে না। বাসায় রেখে চিকিৎসা চলছে এই শিশুর। কাটা পায়ের দিকে তাকিয়ে শুধু কাঁদছে অগ্ররাজ। তার একটাই কথা আমার পা এনে দাও। আমি ফের স্কুলে যেতেই চাই। তার কান্নায় কাঁদছে মা জয়ন্তী দে পূর্ণিমা, বাবা রূপম সিকদার। ছোট্ট এক পায়ে পঙ্গুত্বের এতবড় বোঝা কিভাবে সইবে ঋতুরাজ সেই দুশ্চিন্তায় দিন কাটছে মা-বাবার।
অগ্ররাজ সিকদার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া সেন্ট্রাল পাবলিক স্কুলের নার্সারির ছাত্র। গত ১৬ ফেব্রুয়ারি সকালে স্কুল ছুটির পর বের হওয়া মাত্র দুর্ঘটনার শিকার হয় সে। চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি বেপরোয়া যাত্রীবাহী বাস (এস আলম) তার দুই পা পিষ্ট করে। প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় চট্টগ্রামে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় তাকে অপর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
২১ ফেব্রুয়ারি ওই হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় নগরীর অক্সিজেনের একটি বাসায়। চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে বাসায় শিশুটির চিকিৎসা দিচ্ছেন তার বাবা-মা।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে মা পূর্ণিমা বলেন, দুই পায়ের উপর দিয়ে বাসের চাকা উঠে যাওয়ায় মারাত্মকভাবে ভেঙে গেছে। জীবন বাঁচাতে তাৎক্ষণিক একটি পা কেটে ফেলা হয়েছে। অন্য পায়ের হাড়ে একাধিক জায়গায় ভেঙে গেছে। কিছুদিন পর ওই পায়েও অস্ত্রোপচার করতে হবে। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা লাগবে বলেও জানিয়েছে চিকিৎসকরা। এ অবস্থায় চোখে অন্ধকার দেখছেন শিশুটির বাবা-মা। ইতোমধ্যে মোটা অঙ্কের টাকা খরচ হয়ে গেছে। প্রতিবেশীদের কাছ থেকে ধার দেনা করে চলছে চিকিৎসা। চোখের সামনে ফুটফুটে একটি শিশু পঙ্গু হয়ে গেছে এ দৃশ্য দেখে রীতিমত দিশেহারা মা-বাবা।
ছেলেটির বাবা পেশায় কাঠমিস্ত্রি। সন্তানের চিকিৎসার জন্য আত্মীয়স্বজনের পাশাপাশি এনজিওর কাছ থেকেও ঋণ নিয়েছেন। ঋণের কিস্তি কিভাবে শোধ করবেন তা ভেবে পাচ্ছেন না তিনি। দুর্ঘটনার পর দায়ী বাসটির চালক শুক্কুরকে প্রধান ও তার সহকারিকে আসামি করে থানায় মামলা হয়েছে। কিন্তু আসামিরা কেউ ধরা পড়েনি। কোন ক্ষতিপূরণও পায়নি হতভাগ্য এ শিশুটি।
এ অবস্থায় গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অগ্ররাজের মা পূর্ণিমা। তিনি বাস মালিক এস আলমের কাছ থেকে তার সন্তানের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন। তিনি বলেন, আমার শিশু পুত্রের পায়ের উপর দিয়ে বাস তুলে দিয়ে নির্বিকারে পালিয়ে গেছে চালক। থানায় মামলা হয়েছে কিন্তু পুলিশ বাস চালককে গ্রেফতার করতে পারেনি।
তিনি বলেন, আমি একজন হতদরিদ্র গৃহিনী। আমার কোন জমি জায়গাও নেই। স্বামী রূপম সিকদার কাঠমিস্ত্রির কাজ করে সংসার টেনে নিয়ে যাচ্ছেন। এ অবস্থায় সন্তানের চিকিৎসার দায় দেনার ভারে তিনি এখন বিপর্যস্ত। কান্নাজড়িত কণ্ঠে পূর্ণিমা বলেন, আমার সন্তানের চিকিৎসায় সাত লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। আরো অনেক টাকা দরকার। কিন্তু এ টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি এ ব্যাপারে এস আলমের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায় করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইতোমধ্যে একটি আবেদন প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেরণ করেছেন বলেও জানান তিনি। পূর্ণিমা বলেন, প্রধানমন্ত্রী একজন মা। আমিও একজন মা হয়ে আমার সন্তানের জীবন রক্ষায় তার সাহায্য কামনা করছি। সংবাদ সম্মেলনে পূর্ণিমার স্বজনেরা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ