পালিয়ে কিশোরীর বিয়ে সংসার
১৫ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:০৬ পিএম
কিশোরী রূপা শীল ওরফে প্রিয়া শীল ওরফে রিয়া তালুকদার। পালিয়ে গিয়ে পরপর দুটি বিয়ে করেন। শেষের ঘরে তার একটি পুত্র সন্তানও রয়েছে। অথচ তাকে অপহরণ করা হয়েছে অভিযোগে প্রতিবেশি মিন্টু বিরুদ্ধে মামলা হয়। তিনি তার পাঁচ পুত্রসহ কারাভোগ করেছেন। দশ বছর ধরে টানছেন মামলার ঘানী। অবশেষে আদালতের নির্দেশে ঘটনা তদন্ত শেষে ওই রূপা শীলকে তার চার বছরের শিশু সন্তানসহ শ্বশুর বাড়ি থেকে ধরে এনেছে পিবিআই। আর এর মধ্যদিনে ১০ বছর পর কথিত কিশোরী অপহরণের ঘটনার রহস্য উদঘাটন হলো।
নোয়াখালীর সুধারাম পৌরসভার গুপ্তাংক কবিরাজ বাড়ি থেকে রূপা শীলকে ধরে আনার পর গতকাল শনিবার এসব তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা। তিনি বলেন, নিজের কন্যা পালিয়ে গিয়ে বিয়ে করেছে এটা জানার পরও শুধুমাত্র পূর্ব শত্রুর কারণে একটি নিরিহ পরিবারকে মামলা দিয়ে নাস্তানাবুদ করেছেন রূপার পিতা।
রূপা চট্টগ্রামের পটিয়া বড় উঠান গ্রামের তিলক শীলের কন্যা। বিগত ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর রূপার পিতা তিলক শীল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ একটি অপহরণ মামলা করেন। মামলায় আনোয়ারার তিসরা মাহতা গ্রামের মিন্টু দাশ, তার স্ত্রী শোভা রানী দাশ, তাদের পুত্র সুপ্লব দাশ শিপলু, সুজন দে, মানিক দে, বিল্পব দাশ, সুমন দাশ, ও তাপস দাশকে আসামি করা হয়। মামলায় তিনি তার কিশোরী কন্যাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ আনেন।
পরে মিন্টু ও তার পাঁচ পুত্রকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়। আদালত ওই ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আসামি শিপলু দাশ, বিল্পব দাশ, সুজন দাশ প্রায় ছয় মাস এবং মিন্টু দাশ এক সপ্তাহ হাজতবাস করেন। পরবর্তীতে বিচারচলাকালীন সময়ে বাদী তিলক দাশের আবেদনের প্রেক্ষিতে আদালত ২০২১ সালের ২৫ অক্টোবর মামলাটির তদন্ত ও কিশোরীকে উদ্ধারের জন্য পুলিশ সুপার পিবিআই, চট্টগ্রাম মেট্রোকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশে ঘটনার রহস্য উদঘাটন ও কিশোরীকে উদ্ধারে কাজ শুরু করে পিবিআই। কিন্তু এতে বাদী তিলক শীল এবং তার পরিবার পিবিআইকে ওই কিশোরীর কোন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেননি। তাদের এমন উদাসীনতায় তাদের প্রতি পিবিআইর সন্দেহ বেড়ে যায় এবং রূপার পরিবারের উপর নজরদারিসহ তাদের সকল নিকটাত্মীয়দের নজরদারী করা হয়। দীর্ঘ নজরদারির পর পিবিআই টিম অনুমান করতে পারে রূপা শীল পরিবারের সাথে সংগোপনে যোগাযোগ অব্যাহত রাখছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে কথিত অপহৃত রূপা শীলকে নোয়াখালীর সুধারাম থেকে উদ্ধার করা হয়।
পিবিআই কর্মকর্তারা জানান, ছোট বেলা থেকেই পিতা-মাতার অবাধ্য হয়ে চলাফেরায় অভ্যস্ত রূপা। যেদিন তাকে অপহরণ করা হয়েছে বলে আদালতে মামলা হয় ওই দিন সে তার মামার বাড়ীতে অবস্থান করছিল। আগে থেকে রনি নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে মামার বাড়ী থেকে নিজেদের বাড়ি ফেরার কথা বলে রনির সাথে পালিয়ে যায়। পরে তাকে বিয়ে করে পৃথকভাবে বসবাস শুরু করে। রূপা শীল মামার বাড়ী থেকে পালিয়ে যাওয়া, রনি নামক যুবককে বিয়ে করা এবং পৃথক অবস্থানের বিষয়টি তার বাবা-মা ও পরিবারের সদস্যরা জানতেন। এরপরও পূর্ব শত্রুতার কারণে এবং অনৈতিক লাভের আশায় মিন্টু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।
রূপার জবানবন্দির বরাত দিয়ে পিবিআই কর্মকর্তারা জানান, রনির সাথে সংসার করাকালীন বর্তমান স্বামী টিপু তালুকদারের সাথে রূপার পরিচয় হয়। দুই বছর রনির সাথে বসবাসের পর রূপা রনিকে ত্যাগ করে। এরপর আলাদা থাকতে শুরু করে। পরবর্তীতে ২০১৮ সালে ওই টিপু তালুকদারকে বিয়ে করে। সে ঘরে একটি পুত্র সন্তান আছে তার। রনি তালুকদারকে বিয়ের বিষয়টিও মা-বাবা অবহিত ছিলেন।
পিবিআই জানান, প্রাথমিক অনুসন্ধান ও রূপার বক্তব্যে স্পষ্ট বাদী তিলক শীল শুধুমাত্র পূর্ব শত্রুতার কারণে এমন কাল্পনিক অপহরণ, ধর্ষন মামলা দায়ের করেছেন। মিথ্যা মামলায় ওই পরিবারটি আর্থিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে রূপার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুপারিশ করা হবে বলেও জানান পিবিআই কর্মকর্তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ