ঈদে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সব রকম ব্যবস্থা নিয়েছি : গাজীপুরে পুলিশের আইজিপি
২০ এপ্রিল ২০২৩, ১১:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২২ পিএম
বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে সেই বিশেষ চাপের কারণে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়। সারা বছরের জন্য আমাদের স্বাভাবিক একটা ব্যবস্থা আছে সেটা বলবৎ থাকবে। প্রতিবছর ঈদের সময় যাত্রী সাধারণ যাতে যথা সময়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সে জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। এবারো আমরা এ রকম একটা ব্যবস্থা গ্রহণ করেছি।
গতকাল দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়ত যাতে নির্বিঘœ হয় সে লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে আইজিপি গণপরিবহনে জনসচেতনতা মূলক লিফলেট বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকদের মাঝে বিতরণ করেন।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন আহামেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি (ক্রাইম) হায়দার আলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
আইজিপি বলেন, আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহানগর মেট্রোপুলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, আনসার বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন বিশেষায়িত ইউনিটসমূহ সবাই একযোগে একসাথে কাজ করছি। এখানে র্যাবও নিয়োজিত আছে। আমাদের সাথে প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি সবাই রয়েছে। সাধারণ মানুষ যাতে নিজ নিজ গন্তব্যে যথা সময়ে যেতে পারে।
তিনি বলেন, ইতোমধ্যে সরকার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ এবং যাত্রী সাধারণ যাতে সহজে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এ জন্য বিভিন্নমুখি পদক্ষেপ নিয়েছে। আমাদের এ ডিউটির পাশাপাশি সিটি ডিসি, ডিবির টিম, সোয়াত টিম, বোম সিস্পোজাল ইউনিট, ক্রাইসেস রেসপন্স টিম, ডগ স্কোয়াড, সিআইডির ফরেনসিক ইউনিট সবাই কাজ করছে। আমরা বিশ্বাস করি আমরা আমাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারবো।
তিনি আরো বলেন, সারাদেশে বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যেমে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের যে অভিযান তা জোরালোভাবে শুরু করেছি। এটা অব্যাহত থাকবে।
তিনি শ্রমিক ভাইদের পণ্যবাহী গাড়িতে না উঠার আহŸান জানান। রাস্তায় যে মোবাইল টিম রয়েছে তারাও এ বিষয়ে কাজ করবে। এজন্য শ্রমিক-মালিকপক্ষ পুলিশের সাথে সহায়তা করছে। যানজট নিরসনের জন্য যে যে ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সে ব্যবস্থা নিচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত