ঢাকা   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

ঈদের ছুটিতে সড়কে ঝরল ২৩ প্রাণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৪ এপ্রিল ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম

দেশের ১৬ জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৩ জন। এসব ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। ঈদের দিন থেকে গতকাল দিনের বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। এর মধ্যে বেশিরভাগ মোটরসাইকেল দুর্ঘটনা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল মহানগরীতে ঈদের দিন বিকেলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ঢাকা মহানগর পুলিশের এক এসআই এবং এক দুদক কর্মকর্তা নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের মিহানগর এলাকার রুপাতলী বসুন্ধরা হাউজিং-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে ডিএমপির বিশেষ শাখার এসআই ফায়েজ (৩৩) এবং একই উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে হবিগঞ্জের দুদক কর্মকর্তা মো. এমদাদুল হক (৩৫)। নিহতরা মামাতো-ফুফাতো ভাই বলে জানা যায়।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর বাঘায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় রতœা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বাঘা-আড়ানী সড়কের তেপুকুরিয়া মসজিদ মোড়ে এই ঘটনা ঘটে। রতœা খাতুন উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর সরকারপাড়া গ্রামের আবদুল হান্নানের মেয়ে এবং মনিগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে নানা মফেজ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত সে।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, ঈদে ঘুরতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সহবান (১৫) নামের এক নবম শ্রেণির স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই বাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহত সহবান কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের মো. লিপটন ব্যাপারীর ছেলে।
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে পাটিকাবাড়ীতে প্রচ- বৃষ্টি ও ঝড় হাওয়ার কবলে পড়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়েছে। এ ঘটনায় প্রায় ২৫-৩০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল রাজৈরের টেকেরহাট ১ নম্বর ব্রীজের পশ্চিম পারে বনগ্রাম বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়কে পরিবহনের চাপায় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম পাওয়া যায়নি।
নীলফামারী জেলা সংবাদদাতা জানান, নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ডাঙ্গারহাট-গোমনাতি সড়কের ডাঙ্গারহাট শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডিমলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও মো. বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৩)।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত নয়টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারী (৫৫), তার ছেলে রেজোয়ান (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬)।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে সাতক্ষীরার বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন মাহমুদুর রহমান। বকচরা এলাকায় পৌঁছালে দ্রুতগতির আরো দুটি মোটরসাইকেলের একত্রে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল বারী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নিলে অপর দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরো দুজন চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপায় আবরার ফাহাদ আবিদ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে জোবায়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবরার ফাহাদ আবিদ ওই এলাকার আকবর হোসেনের ছেলে। সকালে অন্য শিশুদের সাথে খেলাধুলা করতে বাড়ির পাশে রাস্তায় চলে আসে। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল আবিদকে চাপা দিলে সে গুরুত্ব আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় বাস চাপায় শাহ আলম (৩৪) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরো ৫জন যাত্রী। শুক্রবার সকালে নোয়াখালী-চট্টগ্রাম সড়কের চৌমুহনী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম উপজেলার দরবেশপুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে ব্যাটারি চালিত অটোরিকশাকে ওভারটেকিং করতে গিয়ে শরিফুল ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল দুপুরে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের নবুওসিমদ্দিনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের আজিজ খানের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর সড়কের গোলাপখালী প্রতিবন্ধী স্কুলের সামনে দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার সীমানা খুঁটির সাথে ধাক্কা লেগে আসমাউল হোসেন (১৭) নামের এক মাদরাসা ছাত্র নিহত ও ২ জন আহত হয়েছে। গত রোববার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আসমাউল দর্শনা করিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও দর্শনা ডিএস ফাজিল মাদরাসার একাদশ শ্রেণীর ছাত্র।
অপরদিকে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কর্ন্দপুর নামক স্থানে দ্রুতগতির মোটসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও অপর আরোহী। গতকাল বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত বাইসাইকেল আরোহী মোশারফ হোসেন (৬০) কর্ন্দপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। আহত হয়েছেন, মোটরসাইকেল চালক একই উপজেলার পুরাতন চাকলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে নাজমুল হক (২৪) ও আরোহী পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লাটিমা গ্রামের আমিনের ছেলে শাকিব (২২)।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ি চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার বিকেলে মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. বদিউজ্জামান। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ওমর মসজিদ গ্রামের আহম্মদ আলীর ছেলে।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে কান্দুলিয়ার কালিবাড়ি এলাকায় পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন, বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের মনাষ গ্রামের তুলসি চন্দ্র দাসের ছেলে হাঁরাধন চন্দ্র দাস (৩৬) ও নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রমনী চন্দ্র সরকারের ছেলে রমেশ চন্দ্র সরকার (৪৮)। দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুই যাত্রী ঠাকুরোকোনা ইউপির বাইশধার এলাকার নুরুজ্জামনের স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও মেয়ে মুক্তা আক্তারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, ছাগলনাইয়ায় গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক আফতাব হোসেনের (২১) মৃত্যু হয়। গতকাল সকাল ১১ টার দিকে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের কাশিপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফতাব হোসেন ছাগলনাইয়া মীর শপিং কমপ্লেক্সের ইতালি ফ্যাশনের মালিক আমজাদ হোসেন সুমনের ছেলে। তার বাড়ি রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামে। সে ছাগলনাইয়া মডেল স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের
আটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শরিফুল ইসলাম (১৮) উপজেলার দেবগ্রাম ইউনিয়নের আজিজ খানের ছেলে। গতকাল দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে নবুওসিমদ্দিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানাগেছে, ঢাকা খুলনা মহাসড়কে ওভারটেকিং করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো এক যুবক।
কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নলডাঙ্গা আসার পথে গুঞ্জনগর রাজবাড়ী নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে মেহগনী গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় ইমন (১৭) ও আজিম (১৬) নামের ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বেলা ১২টায় দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ^র গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজিম একই গ্রামের জয়নুদ্দির ছেলে।
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, ঈদের দিন সকালে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় রাউজানের আদিল ফয়সাল রায়হান নামের এক কলেজ ছাত্র। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ইছাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। কলেজ পড়–য়া রায়হান পড়ালেখার পাশাপাশি গত দুই মাস আগে হাটহাজারী বাজারে একটি কাপড়ের দোকানে চাকুরি নেন। ঈদের দিন সকালে দোকান থেকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়।
বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিরামপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিলে ঈদের দিন মোটরসাইকেলে কাঠের ব্রিজ দেখতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় একজন। এ সময় আরো ৩ জন গুরুতর আহত হয়। নিহত মাসুদ রানা( ২১) বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের জোতবানি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
আরও

আরও পড়ুন

আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ

আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ

যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ

যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ

এগিয়ে যাবে বাংলাদেশ

এগিয়ে যাবে বাংলাদেশ

টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার

শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার

মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে

মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে

সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়

সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়

লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ

লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ

ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ

ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ

ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০

ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০

গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ

গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ

আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫

আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫

নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট

ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস

আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস

মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন

মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন

শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া

শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া

প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ

১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ