বিনোদনকেন্দ্রে মানুষের ভিড়
২৪ এপ্রিল ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২১ পিএম
রাজধানী ঢাকায় বিনোদনকেন্দ্রগুলোয় নামে মানুষের ঢল। এতে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে আসেন অনেকে। আবার রাজধানীতে বিনোদন কেন্দ্রের অপ্রতুলতার কারণে একপ্রকার ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের। এতে অনেকটা একঘেয়েমি অনুভব করেন বড়রা।
রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে কথা হয় দর্শনার্থীদের সঙ্গে। তারা জানান, প্রতিবছর বিনোদনকেন্দ্রগুলোয় এসে একই জিনিস দেখতে হচ্ছে, কোনও নতুনত্ব নেই। আবার ভিড়ও বাড়ছে। ফলে প্রশান্তি নিয়ে উপভোগ করা যাচ্ছে না অবসর। একদিকে ভিড় আবার অতিরিক্ত গরমে শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছে। চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, যাওয়ার তো তেমন কোনও জায়গা নেই। চিড়িয়াখানায় পশুপাখি দেখার পাশাপাশি গাছপালার মাঝ দিয়ে পরিবার নিয়ে হাঁটা যায়, তাই আসি। কিন্তু ছুটির দিনগুলোয়, বিশেষ করে ঈদের সময় হেঁটেও শান্তি পাওয়া যায় না, মানুষের ভিড়। আর বাচ্চারাও ঠিকমতো কিছু দেখতে পায় না। চিড়িয়াখানার এই বিশাল জায়গার সঠিক ব্যবহার হচ্ছে না জানিয়ে আরেক দর্শনার্থী বলেন, চিড়িয়াখানায় অনেক কিছুর অভাব আছে, উপভোগের আরও নতুন কিছু আনা দরকার। দাদার কালের আমলে যেভাবে ছিল, সেভাবেই চলছে। চিড়িয়াখানার এত বড় জায়গা এইটাকে যদি সঠিকভাবে গোছানো যায়, ভিড় হলেও ভোগান্তি কমবে। একইভাবে জাতীয় উদ্যানেও মানুষ যেতে আগ্রহ পায়, এমন ব্যবস্থা করা উচিত।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শনে আসেন এক দর্শনার্থী। ঢাকার বিনোদনকেন্দ্রগুলোয় দুবার যাওয়ার মতো না মন্তব্য করে তিনি বলেন, বিনোদনকেন্দ্রগুলোকে আরও সংস্কার করা উচিত। মানুষের রুচির পরিবর্তন ঘটে। সে ক্ষেত্রে যদি বিনোদনের নতুন কোনও ধারণা নিয়ে আসে, তাহলে একঘেয়েমি মনে হবে না। উপভোগের ভিন্ন মাত্রা আসবে।
ঢাকায় বিনোদনকেন্দ্রের অভাব রয়েছে মন্তব্য করে নভোথিয়েটারে আসা দর্শনার্থী বলেন, সব বিনোদনকেন্দ্রেই সেবার কমতি আছে। আমি পরিবার নিয়ে এসেছি যাত্রাবাড়ী থেকে। আমার বাসার পাশে বাচ্চাদের নিয়ে ঘোরার মতো কিছু নেই। তাই দূর থেকে এখানে ঘুরতে আসা। এতে আমার সময়ও যাচ্ছে, টাকাও খরচ হচ্ছে। যদি আমার এলাকার আশপাশে কোনও খোলা পার্ক থাকতো, শিশুদের খেলার ব্যবস্থা থাকতো, তাহলে সেখানেই সময় কাটাতাম।
যেকোনও উৎসবেই রাজধানীবাসীর মূল উদ্দেশ্য থাকে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর। এ ক্ষেত্রে বিনোদনকেন্দ্রেগুলোর পাশাপাশি খোলামেলা ঢাকার বিভিন্ন উদ্যানে ঘুরে বেড়ান তারা। তবে সময় কাটানোর মতো স্থানীয়ভাবে পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকায় উৎসবের দিনগুলোয় ঘুরেফিরে চন্দ্রিমা উদ্যান ও রমনা পার্কেই ভিড় করেন দর্শনার্থীরা।
তারা বলছেন, যান্ত্রিক শহরে ছুটির দিনগুলোয় খোলা বাতাসে শ্বাস নেয়া যায়, এমন জায়গা খোঁজেন সবাই। তা ছাড়া স্বল্প আয়ের মানুষও বিনা খরচে সুন্দর সময় কাটাতে খোলা উদ্যানই বেছে নেন।
চন্দ্রিমা উদ্যানে পরিবার নিয়ে ঘুরতে আসা কায়েস বলেন, বিনোদনের জন্য প্রথমত খোলা জায়গা দরকার, যেখানে শ্বাস নেয়া যায়, গাছপালার মাঝে কিছুক্ষণ বসা যায়। এমনিতে যেসব বিনোদনকেন্দ্র আছে, সেগুলোয় একবার যাওয়ার পর আর যেতে মন চায় না কারণ নতুন কিছু নেই। কিন্তু উদ্যানে বারবার আসা যায়; কখনও খারাপ লাগে না। তাই সরকারের উচিত সব এলাকায় ছোট করে হলেও খোলা পার্ক করা।
পরিবার নিয়ে খোলা পার্কেই সময় কাটাতে পছন্দ জানিয়ে রমনা পার্কে আসা দর্শনার্থী বলেন, ছুটির দিনগুলোতে বিনোদনকেন্দ্রগুলোতে যেই পরিমাণ ভিড় হয়, তা আমার ভালো লাগে না। আমি সব সময় খোলা উদ্যানে গাছপালার মাঝে সময় কাটাতে পছন্দ করি। আর বাসা কাছে হওয়ায় এখানেই আসি পরিবার নিয়ে।
রাজধানীর হাতিরঝিল, মাওয়া এক্সপ্রেস, ৩০০ ফুট সড়কসহ স্থানীয় বিভিন্ন সড়কে উৎসবের দিনগুলোতে দলবেঁধে ঘুরতে দেখা যায় তরুণ সম্প্রদায়কে। তারা বলেন, বিনোদনকেন্দ্রগুলোয় ছুটির দিনে লোক বেশি থাকে। তা ছাড়া সড়কগুলোয় আসা-যাওয়া করতে সহজ, তাই সময় কাটাতে এখানেই চলে আসেন তারা।
উৎসবের দিনগুলোতে কেউবা আবার রেস্টুরেন্টে সময় কাটিয়েই বিনোদন নেন। অন্যদিকে রাজধানীতে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন দেশি-বিদেশি রেস্টুরেন্ট। পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে অনেকেই সেখানে যান। এ ছাড়া অধিকাংশ রেস্টুরেন্টে শিশুদের খেলার জন্য প্লে জোন রাখে বলেও সেখানে যাওয়ার প্রতি আগ্রহ বেড়েছে নগরবাসীর। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ