ফের তাপদাহের আভাস
২৪ এপ্রিল ২০২৩, ১১:৪১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২১ পিএম
খরতপ্ত, রুক্ষ-শুষ্ক আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তা সাময়িক। দেশে আবারও তাপদাহের পূর্বাভাস দেয়া হয়েছে। টানা প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র গরমে জনজীবনে দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে রহমতের মেঘ-বৃষ্টির জন্য সারা দেশে মানুষ আকুল প্রার্থনা করেন। অবশেষে নেমেছে বহু আকাক্সিক্ষত স্বস্তির বারিবর্ষণ। সাময়িক হলেও মেঘ-বৃষ্টি, হিমেল হাওয়ায় গা-জুড়ানো শীতল পরশে সহনীয় আবহাওয়ায় স্বস্তিতে পবিত্র জুমাতুল বিদা পালন ও ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। গেল শুক্রবার (জুমাতুল বিদা) ভোররাত থেকে বিকাল পর্যন্ত দেশের অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা হাওয়ার সাথে হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়।
এর মধ্যদিয়ে আবহাওয়ায় আসে স্বস্তিদায়ক পরিবর্তন। তীব্র তাপপ্রবাহের পর ঠা-া দমকা থেকে ঝড়ো হাওয়া, বজ্রপাতের সাথে গতকাল পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় কম-বেশি বৃষ্টিপাত হয়েছে।
এর ফলে ঈদের দিনসহ আগে-পরে বিগত তিন দিনে সারা দেশে তাপমাত্রা হ্রাস পায় স্থানভেদে এক থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ সময়ে মেঘের ছায়া, বিক্ষিপ্ত বৃষ্টি-বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়ায় স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করে।
রাজধানী ঢাকায় খরা-অনাবৃষ্টি কেটে গিয়ে বৃষ্টিপাত হয় ১৯ দিন পর। তাছাড়া দেশের অনেক জেলা-উপজেলায় স্থানভেদে ১৪ দিন থেকে ২১ দিনের ব্যবধানে বৃষ্টি ঝরেছে। প্রচ- গরমে অতিষ্ঠ সর্বস্তরের মানুষ অবশেষে রহমতের বৃষ্টির ছোঁয়া পেয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।
তবে ঈদের দিন ও আগের দিনে অনেক জায়গায় আকাশে মেঘের আনাগোনা থাকলেও তেমন বৃষ্টি ঝরেনি। ছিল অসহনীয় গরমের তেজ। তবে ঈদের পরদিন ২৩ এপ্রিল (রোববার) পর্যন্ত দেশে কোথাও তাপপ্রবাহ ছিল না।
ওইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০ দশমিক ৩ এবং সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি সে.। গত সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে উঠে যায়।
এদিকে আবহাওয়া বিভাগ দেশে আবারও তাপমাত্রা বৃদ্ধি এবং তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিভাগ আরো জানায়, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন