প্রথম কর্মদিবসে ঢিলেঢালা সচিবালয়
২৪ এপ্রিল ২০২৩, ১১:৪২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম
ঈদুল ফিতরের টানা ৫ দিনের ছুটি শেষে গতকাল খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। তবে এবার ঈদের প্রথম কর্মদিবসে সচিবালয়ে বেশিভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অফিস করেছেন। আবার ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এখনো অনেকেই অতিরিক্ত ছুটি কাটাচ্ছেন। স্বাভাবিক কারণেই গতকাল সোমবার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে তেমন কর্মচাঞ্চল্য নেই। অনেকটা ঢিলেঢালা ভাব। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
ঈদের আগে সর্বশেষ কর্মদিবস ছিল গত মঙ্গলবার, ১৮ এপ্রিল। ৫ দিনের ছুটির পর গতকাল থেকে আগের নিয়মে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত। তবে নিয়মিত ছুটি শেষ হলেও এর সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নিয়েছেন। ফলে এখনো সবাই ফেরেননি কর্মস্থলে। সচিবালয়ে গাড়ি পার্কিং এলাকার অনেক জায়গাও ফাঁকা পড়ে আছে।
গতকাল সোমবার সকালে সচিবালয়ের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বানিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। বেশিরভাগ মন্ত্রণালয়ের কক্ষগুলো ফাঁকা রয়েছে। তবে দুপুরের পরে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যকরা গেছে। আবার সচিবালায় ৬ নম্বর ভবনের সামনে একই রকম পাঞ্জাবি পড়ে ছবি তুলতে দেখা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের।
এবার ঈদের প্রথম কার্যদিবসে সচিবালয়ে যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অফিস করেছেন, তারা হলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, শিক্ষা মন্ত্রী ডা, দিপুমনি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা, এনামুর রহমান, গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এবং পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপ-মন্ত্রী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেকেই ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে বাড়তি ছুটি নিয়েছেন। তারা আরও পরে কাজে যোগ দেবেন। তাছাড়া নতুন বঙ্গভবনে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ছিলেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের অনেকেই গিয়েছিলেন। এ কারণে সচিবালয় প্রাঙ্গণ বেশ ফাঁকা। সচিবালয়ে গতকাল ছিলোনা দর্শনার্থীদের ভিড়ও। অথচ স্বাভাবিক সময়ে অত্যন্ত কর্মব্যস্ত থাকে স্থানটি। বেশি দর্শনার্থী না থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাটাচ্ছেন অলস সময়। যারা এসেছেন তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করছেন, কোলাকুলি করছেন। অনেকেই ছুটি কাটিয়ে সরাসরি গ্রামের বাড়ি থেকে ব্যাগ নিয়েই সচিবালয়ে প্রবেশ করেছেন।
ঈদের আগে গত বুধবার তথা ১৯ এপ্রিল ছিল শবে কদরের সরকারি ছুটি। গত বৃহস্পতিবার ২০ এপ্রিল ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এ বছর রোজা ২৯টি হওয়ায় ঈদ উদযাপিত হয়েছে শনিবার, ২২ এপ্রিল। সেই হিসাবে ঈদের আগের দিন শুক্রবার, ২১ এপ্রিল, ঈদের দিন শনিবার, ২২ এপ্রিল এবং ঈদের পরের দিন রোববার ২৩ এপ্রিল পর্যন্ত ছিল ঈদের ছুটি। সচিবালয়ে প্রায় ৫০ শতাংশ কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নেওয়ায়। তবে আগামী রোববার থেকে প্রশাসনের এই প্রাণকেন্দ্রে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে।
গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন। এর পরের দিন মঙ্গলবার এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদালত এবং ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ছুটির সময়সূচি ঘোষণাসহ আদেশ জারি করে। গত ২০ এপ্রিল ছুটি থাকায় এবার ঈদে টানা ৫ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় সরকার মন্ত্রীর পিএস নুর আলম সিদ্দিকী ইনকিলাবকে বলেন, আমি সব সময় মায়ের সাথে গ্রামের বাড়িতে ঈদ করি। ঈদের পর সচিবালয়ের প্রথম কর্মদিবসেই সকাল সকাল প্রবেশ করেছি। সবকিছু নীরব কিন্তু ভালো লাগছে।
ঈদের প্রথম দিনে অফিস করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান ইনকিলাবকে বলেন, ঈদের ছুটি শেষ করে অফিস করছি। বিশেষ কোনো কাজ না থাকায় ঐচ্ছিক ছুটির প্রয়োজন হয়নি। ঈদের পরে অনেকেই সাধারণত অতিরিক্ত ছুটিতে থাকেন, কিন্তু দায়িত্ব কখনো আমাদের ছুটি দেয় না। ঈদের পর অফিস করে বেশ ভালোই লাগছে। কর্মকর্তাদের উপস্থিতি কম হলেও যারাই এসেছেন সবার মধ্যে ঈদের আমেজ রয়েছে।
##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন