প্রধানমন্ত্রী টোকিও যাচ্ছেন আজ
২৪ এপ্রিল ২০২৩, ১১:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
রাষ্ট্রীয় সফরে আজ টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি টোকিওর স্থানীয় সময় বিকালে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে। তাকে বিমানবন্দরে গার্ড অফ অনার প্রদান করা হবে।
জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র সঙ্গে ২৬ এপ্রিল একটি শীর্ষ বৈঠক করবেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ একাধিক চুক্তি সই হবে। এ সময় জাপানের পক্ষ থেকে কয়েকশ’ মিলিয়ন ডলার বাজেট সহায়তার ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরে দুই পক্ষের মধ্যে আট থেকে ১০টি সমাঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে বলে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। আর উত্তর-পূর্ব ভারত এবং নেপাল ও ভুটানের বাজার ধরতে বাংলাদেশে অর্থনৈতিক হাব প্রতিষ্ঠার যে পরিকল্পনা করছে জাপান, এই সফরে সে বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্তারিত আলাপ হবে বলে জানা গেছে। গত মাসে ভারত সফরের সময় বাংলাদেশ ও ভারতকে কেন্দ্র করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বিনিয়োগ প্রস্তাব দেন। বাংলাদেশে ১২৭ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করে জাপান।
জাপানের বিনিয়োগ পরিকল্পনার মধ্যে একটি শিল্পাঞ্চল তৈরিসহ বাংলাদেশে শিল্প স্থাপন ও বন্দর তৈরিতে বিনিয়োগ রয়েছে। শিল্পাঞ্চলে উৎপাদিত পণ্য তারা ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানে বাজারজাত করতে চায়। এজন্য তারা যোগাযোগ অবকাঠামোও গড়ে তুলতে চায়। জাপান ৩০ কোটি মানুষের আবাসস্থল ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বঙ্গোপসাগর এলাকায় উন্নয়নে নজর দেবে।
বাংলাদেশের তিনটি অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করবে জাপান। যার মধ্যে আছে মাতারবাড়ি এলাকায় নতুন একটি বাণিজ্যিক বন্দর। এই বন্দরের সঙ্গে ত্রিপুরাসহ ভারতের স্থলবেষ্টিত উত্তর-পূর্বাঞ্চল সংযুক্ত হবে। তবে এই বন্দরের মাধ্যমে তারা বৃহত্তর আন্তর্জাতিক বাজারও ধরতে চায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, সফরে দুইপক্ষের মধ্যে সই হওয়া চুক্তি বা সমাঝোতা স্মারকের মধ্যে রয়েছে মেট্রোরেলের সমীক্ষা, জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ আধুনিকায়ন, বিনিয়োগ সহায়ক মেধাস্বত্ব, শিল্পের মানোন্নয়নের অংশীদারত্ব এবং শুল্ক খাতের সমন্বয়। প্রতিরক্ষা খাতেও তিনটি সমাঝোতা সই হতে পারে। এছাড়া ঢাকা ও টোকিওর মধ্যে সরাসরি ফ্লাইট চালু এবং নারায়ণগঞ্জ ও নারুতুর মধ্যে টুইন সিটি চালুর বিষয়েও ঘোষণা আসতে পারে।
জাপান বাংলাদেশে রাডারসহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে চায়। তবে বাংলাদেশ প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী পর্যায়ে বিবেচনায় নিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ওই দিন অর্থাৎ একটি নৈশভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও।
২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাপানের বৈদেশিক বাণিজ্য সংগঠন (জেটরো) আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। ওইদিন বিকালে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) টোকিওর আকাসাকা প্রাসাদে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকার জন্য জাপানের চারজন বিশিষ্ট নাগরিককে সম্মাননা দেবেন।
বিএসইসি চেয়ারম্যন প্রফেসর ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম জানিয়ছেন, সন্মেলনের সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো জাপান সফর করেন ১৯৯৭ সালের জুলাই মাসে। এর পর ২০১০ সালের নভেম্বরে তিনি সূর্যোদয়ের দেশ জাপান সফরে যান। সে সময় তিনি টোকিওতে বাংলাদেশের কেনা নিজস্ব জায়গায় দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জাপানে তৃতীয়বারের মতো সরকারি সফর করেন ২০১৪ সালের মে মাসে। এরপর ২০১৬ সালের মে মাসে চতুর্থবারের মতো জি-৭ এর ইসেশিমা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। সর্বশেষ ২০১৯ সালের মে মাসে ‘এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি নিজস্ব জমিতে দূতাবাস ভবন উদ্বোধন করেন।
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।
টোকিও থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যাবেন। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের একটি বৈঠকে যোগ দেবেন তিনি। এই সফরে কয়েক দিন যুক্তরাষ্ট্রে থাকবেন তিনি। এরপর যুক্তরাজ্যের নতুন রাজা চার্লসের অভিষেকে অংশ নিতে বাংলাদেশের সরকার প্রধানের লন্ডন যাওয়ার কথা রয়েছে। ৬ মে এই অভিষেক অনুষ্ঠিত হবে। এরপর দেশে ফিরেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন