এখনও অন্ধকারে তদন্ত
২৫ এপ্রিল ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৭:৩২ এএম
রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ব্যবসায়ী শরিফউল্লাহ হত্যাকা-ে জড়িতদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। অন্ধকারেই চলছে পিবিআইয়ের তদন্ত। তবে হত্যাকান্ডের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংশ্লিস্ট্র কর্মকর্তারা। তারা হলো- মোস্তাফিজুর রহমান জুয়েল, শফিক ও মেহেদী হাসান। এত দিন তারা পলাতক ছিলেন। জিজ্ঞাসাবাদে শরীফের হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি তারা। এদিকে এ হত্যাকা-ের প্রকৃত রহস্য উন্মোচনের অপেক্ষায় দিন গুনছেন স্বজনরা। ২০২২ সালের ১১ আগস্ট দিবাগত রাতে উত্তরা জনপদ এলাকার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন টাইলস ব্যবসায়ী শরীফউল্লাহ। এ ঘটনায় আব্দুস সামাদ নামে এক ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। নিহত শরীফের ভাই আনোয়ার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।
পিবিআইয়ের একজন কর্মকর্তা ইনকিলাবকে বলেন, ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে গিয়ে শরীফ ছিনতাইকারীদের হাতে খুনের শিকার হয়েছেন, নাকি এটি পরিকল্পিত হত্যাকা- এ ঘটনার রহস্য উন্মোচন করতে বিষয়টি অধিকতর তদন্ত পর্যায়ে রয়েছে। ওই সময়কার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। এছাড়া নিহতের শিকার শরীফ ঘটনার আগে আরও বেশ কয়েকটি বুথে গিয়েছিলেন টাকা তুলতে, কী কারণে তার টাকার দরকার পড়েছিল সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। উত্তরার নেস্ট বার থেকে বন্ধুর গাড়িতে করে চার বন্ধু মিলে বের হয়েছিল। তাদের গেট-টুগেদারের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরও খুঁজছেন তদন্তকারী কর্মকর্তারা।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহত ব্যবসায়ী শরীফউল্লাহর পালিয়ে যাওয়া তিন বন্ধু মোস্তাফিজুর রহমান জুয়েল, শফিক ও মেহেদী হাসানকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এখনও পর্যন্ত এ হত্যাকা-ের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
শরীফউল্লাহর বন্ধুরা কেন পালিয়ে গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে এ বিষয়ে কী তথ্য পাওয়া গেছে— এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার পর ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে তারা আমাদের জানিয়েছেন। তবে এসব বিষয় আমরা আরও খতিয়ে দেখছি। তদন্ত চলমান রয়েছে। এছাড়া এটিএম বুথগুলোর নিরাপত্তার বিষয়গুলো আমরা খতিয়ে দেখা হচ্ছে।
মামলার বাদী নিহত ব্যবসায়ী শরীফউল্লাহর ভাই আনোয়ারউল্লাহ বলেন, আমরা মূলত ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই। তবে এটিকে ছিনতাইয়ের ঘটনা হিসেবে মানতে নারাজ তিনি। পিবিআই সুষ্ঠু তদন্ত করে সঠিক তথ্য তুলে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিসিটিভিতে দেখা গেছে, রাত ১২টার দিকে রেস্টুরেন্ট থেকে তিন বন্ধুসহ শীরফউল্লাহ বের হয়েছেন। শরীফউল্লাহর ভাই আনোয়ারউল্লাহ জানান, যে বুথে আমার ভাই গিয়েছিল, ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে সেখানে যেতে তিন থেকে চার মিনিট লাগার কথা। কিন্তু বন্ধুদের সঙ্গে গাড়িতে করে ৪০ মিনিট সে কোথায় ছিল, প্রশ্ন রাখেন তিনি।
সিসিটিভি ফুটেছে দেখা যায়, ২০২২ সালের ১১ আগস্ট রাতে উত্তরার টাইলস ব্যবসায়ী শরীফউল্লাহ তার চার বন্ধু— মেহেদী, জুয়েল, শফিক এবং মুন্নাসহ উত্তরার জনপদের নেস্ট বারে যান। সেখানে গিয়ে তারা সবাই মিলে মদ পান করেন। রাত ১০টার দিকে বন্ধু মুন্না বেরিয়ে যান। রাত ১২টার দিকে নেস্ট বার ও রেস্টুরেন্ট থেকে শরীফসহ জুয়েল, মেহেদী এবং শফিক বের হয়ে আসেন। নিচে নেমে এসে বন্ধু শফিকের প্রাইভেট কারে বসেন তারা চার জন। এসময় প্রাইভেট কার চালাচ্ছিলেন শফিক। বিভিন্ন জায়গায় ঘোরার পর গাড়িটি উত্তরা পশ্চিম থানা এলাকার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে এসে থামে। ১২টা ৩৬ মিনিটের দিকে টাকা তুলতে গাড়ি থেকে নেমে বুথে ঢোকেন শরীফ। টাকা তুলে গোনার সময় এক ব্যক্তি এটিএম বুথে ঢুকে ধারালো ছুরি দিয়ে শরীফকে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাত করে ছিনতাইকারী যখন পালাচ্ছিল, তখন এটিএম বুথের সিকিউরিটিসহ স্থানীয়রা সামাদ নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শরীফকে মৃত ঘোষণা করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন