ওসিকে গুঁতা

শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ড সন্তু শীলকে প্রত্যাহার

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

২৫ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:৩৪ এএম

কনুই দিয়ে গুতা মেরে কোতোয়ালী থানার ওসিকে আহত করার ঘটনায় নগর পুলিশের বিশেষ শাখার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সন্তু শীলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে আনীত ওসিকে গুতা মেরে আহত করার অভিযোগ জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দীনকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এ আদেশ দিয়েছেন বলে নগর পুলিশের উপ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ সাংবাদিকদের জানিয়েছেন। শিক্ষা উপমন্ত্রীর দেহরক্ষী হিসেবেও দায়িত্ব পালনকালে গত ২০ এপ্রিল উপমন্ত্রীকে নিয়ে একটি কর্মসূচিতে যাবার পথে এএসআই সন্তু শীল কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবিরকে কনুই দিয়ে গুতা মেরে আহত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওসি জাহিদুল থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি এএসআই সন্তুর বিরুদ্ধে সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

সিএমপির উপ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ বলেন, প্রশাসনিক কারণে এএসআই সন্তু শীলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে এক সদস্যের কমিটি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আসিফ মহিউদ্দীন জরুরি ভিত্তিতে তদন্ত করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত প্রতিবেদন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, শিক্ষা উপমন্ত্রী তার নির্বাচনী এলাকা পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীরের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন। উপমন্ত্রীকে বহনকারী গাড়ির সামনে ছিল প্রটোকলের গাড়ি, এর আগে ছিল ওসি জাহিদুল কবীরের গাড়ি। পাথরঘাটার নজু মিয়া লেইনের মুখে গাড়ি থামার পর নেমে হেঁটে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন নওফেল। পেছনে ছিলেন দেহরক্ষী সন্তু। নওফেলের পাশে ছিলেন ওসি।

হঠাৎ এএসআই সন্তু পেছন থেকে এগিয়ে বাম হাতের কনুই দিয়ে ওসিকে গুতা দিয়ে নওফেলের পাশে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে। গুতা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওসি জাহিদুল দাঁড়িয়ে যান। তিনি উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে অভিযোগ করলে ওসি জাহিদুল ও এএসআইয়ের সঙ্গে তর্কবিতর্ক হয়। তখন নওফেল ওসিকে মঞ্চে যেতে বলেন। উপমন্ত্রী মঞ্চে ওঠার পর ওসি জাহিদুল সেখানে গিয়ে তাকে বিষয়টি খুলে বলেন। কনুইয়ের গুতায় আঘাত পাওয়া হাতটিও তাকে দেখান ওসি। উপমন্ত্রী এ সময় ওসিকে এ বিষয়ে সিএমপি কমিশনারের কাছে অভিযোগ দিতে বলেন। অনুষ্ঠান শেষে ওসি জাহিদুল কবীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এরপর থানায় গিয়ে এএসআই সন্তু শীলের বিরুদ্ধে অনলাইনে সাধারণ ডায়েরি করেন। এরপর ওসি জাহিদুল কবীর সিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের কপি দেওয়া হয় সিএমপির বিশেষ শাখা ও প্রশাসনিক শাখার দুই উপ-কমিশনারকেও।

২০১৮ সালের নির্বাচনে মহিবুল হাসান চৌধুরী নওফেল সংসদ সদস্য নির্বাচিত হয়ে উপমন্ত্রীর দায়িত্ব পাবার পর থেকেই এএসআই সন্তু শীল তার বডিগার্ড হিসেবে নিযুক্ত আছেন। তার বিরুদ্ধে পুলিশের বিভিন্ন পদমর্যাদার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আছে। ২০১৯ সালের ১৬ মে তার বিরুদ্ধে বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তৎকালীন ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। মাদক আইনের ছয়টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করায় তার পক্ষ নিয়ে ওসি নেজামের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলে জিডিতে উল্লেখ আছে। ওসি জাহিদুল ও নেজাম ছাড়াও নগরীর আরও দু’জন সাবেক ওসি এবং একজন ট্রাফিক কর্মকর্তার সঙ্গেও এএসআই সন্তু শীল ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ আছে।

এএসআই সন্তু শীলের বিরুদ্ধে স্বর্ণের বার ছিনতাইয়ে জড়িত থাকারও অভিযোগ উঠেছিল। ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের হাজারী লেইনে সোনা ব্যবসায়ী দোলন বিশ্বাস তার কাছ থেকে ১০২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ এনে নগরীর কোতোয়ালী থানায় মামলা করেন। মামলা তদন্তের সময় বাদী এএসআই সন্তু শীলকে শনাক্ত করার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ বারবার পাওয়া গেলেও তিনি নানাভাবে সেগুলো ধামাচাপা দিতে সক্ষম হয়েছিলেন। ২০১৮ সালে উপমন্ত্রী নওফেলের বডিগার্ড নিযুক্ত হওয়ার পর তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ চরম পর্যায়ে পৌঁছে। যত সিনিয়র অফিসারই হোক, কাউকেই অপমান করতে তিনি দ্বিধাবোধ করেননি বলেও অভিযোগ করেন পুলিশের কয়েকজন কর্মকর্তা। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন