ঢাকা   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | ১৩ কার্তিক ১৪৩১
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন

বিজয়ী নৌকার নোমান

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

২৭ এপ্রিল ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৭ পিএম

‘এটা কোনো নির্বাচনই হয়নি’ : সামাদ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ। গতকাল বৃহস্পতিবার নগরীর এমএ আজিজ সংলগ্ন জিমন্যাসিয়ামে ভোটগণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ১৯০টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬৭ হাজার ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মোহাম্মদ আবদুস সামাদ।
এর আগে বিএনপিসহ প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়াই এ আসনে ভোটগ্রহণ করা হয়। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল হাতেগোণা। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ভোটারদের কেন্দ্রে টানতে রিকশাভাড়া এবং বিরিয়ানীর প্যাকেট বিলি করেছেন বলে জানান ভোটারেরা। তবে এরপরও কেন্দ্রে কাক্সিক্ষত ভোটারের দেখা মেলেনি। অধিকাংশ ভোটকেন্দ্র ছিল আওয়ামী লীগ সমর্থকদের দখলে। তারা নির্বিঘেœ দলবেঁধে ভোটকেন্দ্রে ঢুকেছেন, ছবি তুলেছেন। জেলা এবং মহানগরের বিভিন্ন এলাকার নেতারাও ভোটকেন্দ্র পরিদর্শনের নামে শোডাউন করেছেন।
সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীসহ আওয়ামী লীগের নেতারা দলবেঁধে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। সবকটি কেন্দ্রে ভোট হয় ইভিএমে। অভিযোগ রয়েছে, এ নির্বাচনেও যথারীতি গোপন কক্ষে বসে ভোটারের ভোট দিয়ে দিয়েছেন নৌকার সমর্থকেরা। আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমেদের ইন্তেকালে শূন্য এ আসনে উপনির্বাচন হয়। নগরীর কিছু অংশ ও বোয়ালখালী উপজেলা নিয়ে এ আসনে ১৯০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়।
এদিকে উপ নির্বাচনে স্বল্প সংখ্যক ভোটারের উপস্থিতির মধ্যেও নানা অনিয়ম হয়েছে অভিযোগ তুলে নতুন করে ভোট নেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টায় নগরীর মোমিন রোডে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। সংসদের মেয়াদ শেষের আট মাস আগের এই নির্বাচনে বিএনপিসহ অধিকাংশ দল অংশ নেয়নি। আওয়ামী লীগের নোমান আল মাহমুদসহ মোট পাঁচজন প্রার্থী হন এই নির্বাচনে। সকালে দেখা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করছেন। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা মার্কার এজেন্টদের দেখা গেলেও অন্যান্য প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। ভোটার না থাকায় এজেন্টদের অনেকেই বারান্দায় ঘোরাঘুরি ও গল্প করে সময় কাটাচ্ছিলেন। মোমবাতি প্রতীকের প্রার্থী সামাদ ভোটগ্রহণের শুরুতেই অনিয়মের অভিযোগ তোলেন। দুপুরের আগেই বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এরপর বিকেলে সংবাদ সম্মেলনে এসে তিনি খুব কম ভোট পড়া, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, গোপন বুথে অবাঞ্ছিত ব্যক্তির উপস্থিতি, জোর করে ভোট নেওয়ার অভিযোগ তোলেন।
সামাদ বলেন, নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হোক। নতুন করে নির্বাচন দেওয়া হোক। ভোটার উপস্থিতি ৫-৭ শতাংশের বেশি হবে না। এই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। সরকার ও নির্বাচন কমিশনের ভাবমর্যাদার স্বার্থে এ নির্বাচন স্থগিত করা হোক। আমরা ভোট গ্রহণ শুরুর পর থেকে অনেক অভিযোগ লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। কোনো অভিযোগ রিটার্নিং অফিসার আমলে নেননি। সামাদ বলেন, কোনো নির্বাচন হয়নি এটা। কোনোভাবেই এটাকে নির্বাচন বলার সুযোগ নেই। আমরা প্রয়োজনে হাইকোর্টে যাব। ভোটের আগে ঘরে ঘরে গিয়ে ভোটারদের হুমকি দিয়েছে। ভোটারদের ভয় দেখাতে বাইরে থেকে এলাকায় লোক এনেছে। তাদের ভয়ে সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে পারেনি।
অর্ধ শতাধিক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, গোপন বুথে অনুপ্রবেশ, জোর করে ভোট নেয়াসহ লিখিত পাঁচটি অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছেন বলে জানান তিনি। এই উপ নির্বাচনে নোমান ও সামাদ ছাড়া প্রার্থী হন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন (চেয়ার), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র কামাল পাশা (আম) এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী (একতারা)। নির্বাচনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জাতিগত বৈষম্যের শিকার ইয়ামাল,তদন্ত করছে রিয়াল

জাতিগত বৈষম্যের শিকার ইয়ামাল,তদন্ত করছে রিয়াল

শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন আফগানিস্তান

শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন আফগানিস্তান

দুইবার লিড নিয়েও লিভারপুলকে হারাতে পারল না আর্সেনাল

দুইবার লিড নিয়েও লিভারপুলকে হারাতে পারল না আর্সেনাল

সঠিক অবস্থানে বিএনপি

সঠিক অবস্থানে বিএনপি

রিজিকদাতা একমাত্র আল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহর-১

রিজিকদাতা একমাত্র আল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহর-১

নানা আয়োজনে সারা দেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে সারা দেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেসিডেন্ট ইস্যুতে হঠকারি সিদ্ধান্ত না নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রেসিডেন্ট ইস্যুতে হঠকারি সিদ্ধান্ত না নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির অবস্থানেই ১২ দলীয় জোট

বিএনপির অবস্থানেই ১২ দলীয় জোট

দক্ষদের পদোন্নতি দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

দক্ষদের পদোন্নতি দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

এসডিজি শুধু ঘোষণা দিলে হয় না, জবাবদিহির ব্যবস্থা রাখতে হবে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

এসডিজি শুধু ঘোষণা দিলে হয় না, জবাবদিহির ব্যবস্থা রাখতে হবে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

রেমিট্যান্স গ্রামীণ অর্থনীতিতে চাহিদা বাড়িয়েছে

রেমিট্যান্স গ্রামীণ অর্থনীতিতে চাহিদা বাড়িয়েছে

আইন-শৃঙ্খলার অবনতি : নিরাপত্তার দাবিতে মোহাম্মদপুরে থানা ঘেরাও

আইন-শৃঙ্খলার অবনতি : নিরাপত্তার দাবিতে মোহাম্মদপুরে থানা ঘেরাও

বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার -নাহিদ ইসলাম

বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার -নাহিদ ইসলাম

পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ৩৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ৩৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

পলাতক পুলিশ কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিল হচ্ছে

পলাতক পুলিশ কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিল হচ্ছে

রেমিট্যান্স জোয়ার অব্যাহত

রেমিট্যান্স জোয়ার অব্যাহত

ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আরো ৩৯ গুমের অভিযোগ

ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আরো ৩৯ গুমের অভিযোগ

ভারতে হিন্দুদের মধ্যে ক্রমেই বাড়ছে বর্ণবৈষম্য

ভারতে হিন্দুদের মধ্যে ক্রমেই বাড়ছে বর্ণবৈষম্য

ট্রাম্পকে সমর্থন জানালেন আরব ও মুসলিম নেতারা

ট্রাম্পকে সমর্থন জানালেন আরব ও মুসলিম নেতারা