নানা আয়োজনে সারা দেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৮ অক্টোবর ২০২৪, ১২:২৯ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ১২:২৯ এএম

নানা আয়োজনের মধ্য দিয়ে সরাদেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে সারা দেশে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, র‌্যালি ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

রাজশাহী ব্যুরো জানায়, এ উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন- স্বৈরাচার খুনি শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র চলমান রয়েছে। হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীর করতে নানা ধরনের পাঁয়তারা করছে। সকল আওয়ামী প্রেতাত্মাদের রুখে দিতে হবে।

ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহে ড্যাব এর সার্বিক সহযোগিতায় মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপুর উদ্যোগে দিবসটি পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুকুর মাহমুদ ববি প্রমুখ।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরায় অ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রমুখ।

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ এর সভাপতিত্বে এতে জেলা ড্যাব এর সাবেক সভাপতি ডা. আতিকুল সারোয়ার, জেলা ড্যাব আহ্বায়ক ডা. মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলা যুবদলের ১ নম্বর সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি’র উদ্যোগে দিবসটিকে কেন্দ্রকরে গতকাল সকাল ১১টায় চকপাড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।

পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এসময় উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ দলীয় নেতাকর্মী।

শেরপুর জেলা সংবাদদাতা জানান, দিনটি ঘিরে নালিতাবাড়ী উপজেলা ও শহর যুবদলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল শেরপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপি-র যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, জেলায় এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌর মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন।

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, ছাগলনাইয়ায় গতকাল সকাল ১০টায় ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার।

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গৌরীপুরে এ উপলক্ষে দিনব্যাপী রক্তদান, রক্তের গ্রুপ
নির্ধারণ ও বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

হরিরামপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, হরিরামপুরে পাট গ্রাম মোড়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্দেশনায় ও উপজেলা যুব দলের সদস্য সচিব আবু সান্দাত মো. শাহিনের নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

হিলি (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, হিলিতে এ উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম সমর্থিত উপজেলা যুবদলের উদ্যোগে দিনটি পালিত হয়। খান লোহানীর সভাপতিত্বে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম ।

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে নান্দাইল শহীদ মিনার সংলগ্ন মাঠে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল করিম ভূঁইয়া বিপ্লবের সভাপতিত্বে, যুবদল নেতা মো. আকরাম হোসেন ফেরদাউসের সঞ্চালনায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয় ।

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ফুলপুরে শেরপুর রোড গোলচত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাসার আকন্দ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, দিনব্যাপী সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ প্রমুখ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, তেঁতুলিয়ায় এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা জানান, কমলগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিবটি পালন করা হয়। এ সময় কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুমন আলী প্রমুখ।

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, গাবতলী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে নাড়ুয়ামালা ইউপি চত্বরে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এসময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।

কশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা জানান, কেশবপুর পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের উপজেলা বিএনপির থানার মোড়স্ত দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজা প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
আরও

আরও পড়ুন

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে

হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা

হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী

সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান

হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন

সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি

সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’

আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক

আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক

বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম

বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম

ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩

ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩

নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ

নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ

হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী

হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী

হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম

হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম

চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক

চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক

ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া

১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া