সড়ক দুর্ঘটনায় শ্বশুর জামাইসহ নিহত ৯

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৭ এপ্রিল ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাই ও শিশুসহ ৯ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হযেছে ১৬ জন। আমাদের ব্যুরো অফিস ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদন :
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ ৩ জন নিহত হয়েছেন। জেলার বোরহানউদ্দিন উপজেলার বৌদ্ধের পোল বাজারে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেল সংঘর্ষে জামাই শ্বশুর দুজনই নিহত হন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভোলা টু চরফ্যাশন মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোলা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব (১১-০৫১২) নম্বরের ‘মা জাহান’ সাজমী সুপার নামের বাসটি চরফ্যাশনের উদ্দেশ্যে বৌদ্ধের পোল বাজারের কাছাকাছি আসলে বাইপাস রোড (পার্শ্ব রোড) থেকে মোটরসাইকেলটি প্রধান সড়কে উঠতে গিয়ে দ্রæতগামী বাসটির নিচে চাপা পড়ে সাথে সাথে জামাই ও শ্বশুরের মৃত্যু হয়। নিহতরা হলেন, শ্বশুর মো. মনির শরীফ, জামাই মো. আজগর (২৫)। তারা দু’জনই বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা। বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মো. রাজীব হোসেন বলেন, দুর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।অন্য দিকে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন বিশ্ব রোড সড়কে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মো. আরিফ (৩০) নামে এক ভ্যানচালক নিহত হন ।
খুলনা ব্যুরো জানায়, খুলনা মহানগরীর শেরে এ বাংলা রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত রিফাত ইসলাম (২০) ১নং কাশেম সড়কের রবিউল ইসলামের ছেলে। দুর্ঘটনার সময় রিফাতের সাথে থাকা তার ছোট ভাই রোহান ইসলাম (১৮) গুরুতর আহত হয়েছে। সে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।
সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই মুক্তা জানান, ১নং কাশেম সড়কের রবিউল ইসলামের দুই ছেলে রিফাত ইসলাম ও রোহান ইসলাম। রিফাত নগরীর ফেরীঘাট মোড় সংলগ্ন হানিফ কমপ্লেক্সের সেনেটারী গ্যালারীতে কর্মরত ছিল এবং রোহান নগরীর একটি প্রিন্টিং প্রেসে কাজ করত। সকালে দুই ভাই কাজে যাওয়ার সময় নিরালার মোড় পার হয়ে হাজী বাড়ির সামনে পৌঁছালে জাহিদুর রহমান সড়ক থেকে একটি বাইসাইকেল তাদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে তারা দুর্ঘটনায় পড়ে। স্থানীয়রা তাদের দু’ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দু’ভাই মাথায় গুরুতর আঘাত পায়। দু’জনই আইসিইউতে চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে রিফাত ইসলাম দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উজেলার চৌমাশিয়া এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের একজন হলেন পিকআপ চালক হারুন মন্ডল (২৬)। তিনি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের মন্ডলের ছেলে। অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, বিকেল ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। যাত্রীবাহী বাসটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থলেই পিক আপের চালক হারুন মারা যান। নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। তাঁর নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত আরও ১৫ জনকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত ১৬ জন ব্যক্তিকে বিকেলে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী-মাইজদী সড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি এলাকায় ট্রাক্টর চাপায় ইসমাইল হোসেন শিহাব (৮) নামের এক শিশু নিহত হয়েছে। তবে ঘটনার পর দ্রæত পালিয়ে যাওয়ায় ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন শিহাব চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার গোলাম মোস্তফা সুমনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় দোকান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছিলো শিহাব। পরে চৌমুহনী-মাইজদী সড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রæত গতির মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয় শিহাব। তাৎক্ষনিক স্থানীয় লোকজন এগিয়ে এসে শিহাবকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ওয়াজেদ আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উকিলজোত এলাকায় ঘটে। নিহত ওয়াজেদ আলী তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়া গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন ওয়াজেদ আলী। এ সময় উকিলজোত এলাকার মহাসড়কে পৌঁছালে পেছন থেকে বাংলাবান্ধাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, বড় ভাইকে গাড়িতে উঠিয়ে দিতে এসেছিলো সোহেল রানা (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত্রি আনুমনিক পৌনে ৯টার দিয়ে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, গতকাল রাত্রি আনুমানিক ৮টার দিকে পুঠিয়া উপজেলা বাসস্ট্যান্ডে বড় ভাইয়ের ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে পৌঁছানোর জন্য মোটরসাইকেল যোগে বাগমারা উপজেলার তাহেরপুর অনুুলিয়া গ্রামের শমসের আলী দ্ইু ছেলে মোটরসইকেলে রওনা হয় পুঠিয়ার উদ্দেশ্যে। রাত্রি সাড়ে আটটায় পুঠিয়া সদরের বাসস্ট্যান্ডে পৌঁছে বড় ভাইকে ঢাকার কোচে উঠিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেহেল। বাড়ি যাওয়ার পথে উপজেলার গন্ডগোহালি নিমতলা নামক স্থানে অজ্ঞাত একটি ট্রাকের সাথে ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয় সোহেল। এ সময় এলাকাবাসী গুরুতর অবস্থায় সোহেলকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ জানান, নিহত সোহেলের পরিবারের কোন অভিযোগ না থানায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবরের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

বেতাগী দরবারে ওরশ আজ

বেতাগী দরবারে ওরশ আজ

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি

কুষ্টিয়ায় বছরে পাটের আবাদ কমেছে ৯০ হাজার বিঘা জমিতে

কুষ্টিয়ায় বছরে পাটের আবাদ কমেছে ৯০ হাজার বিঘা জমিতে

ভাঙন আতংকে যমুনা পাড়ের মানুষ

ভাঙন আতংকে যমুনা পাড়ের মানুষ

দীর্ঘ পানিবদ্ধতায় হাকালুকি হাওর তীরের ৩ উপজেলা

দীর্ঘ পানিবদ্ধতায় হাকালুকি হাওর তীরের ৩ উপজেলা

চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্র হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্র হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

সাভারে নৈরাজ্য সৃষ্টিকারী কেউ ছাত্র ছিল না

সাভারে নৈরাজ্য সৃষ্টিকারী কেউ ছাত্র ছিল না