ক্ষতিকর পোকা দমন করবে উপকারী পোকা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হবে না
০৫ মে ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০১ এএম

প্রতিবছর দেশে কৃষিতে কীটনাশক ব্যবহারে বিশাল অংকের অর্থ ব্যয় হয়। তারপরও নানা প্রজাতির ক্ষতিকর পোকামাকড় ফসলের ক্ষতি করে। এ কারণে কৃষকদের আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বিরুপ প্রভাব পড়ে প্রকৃতি ও জীববৈচিত্রে। কীটনাশকের উপর থেকে নির্ভরশীলতা কমাতে খুবি গবেষকরা নতুন আশার আলোর সন্ধান পেয়েছেন। এর ফলে প্রাকৃতিকভাবেই পোকা দিয়ে ক্ষতিকর পোকা দমন করা সম্ভব হবে। ফসলের ক্ষতিকর পোকা দমনে ছয় উপকারী পোকার দ্রুত বংশবিস্তার প্রক্রিয়া উদ্ভাবন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিনের গবেষক ও কীটতত্ত্ববিদরা। এসব উপকারী পোকা দিয়ে যে কোনো ফসলের ক্ষতিকর পোকা দমন করা সম্ভব বলে তারা জানিয়েছেন। সম্প্রতি এই উদ্ভাবন কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী এবং কৃষকদের সামনে উপস্থাপন করা হয়। নতুন এই উদ্ভাবনকে স্বাগত জানিয়েছেন সবাই। কৃষকরাও স্বল্পমূল্যে প্রাকৃতিক বালাইনাশক পাওয়ার আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. শামীম আহমেদ কামাল উদ্দিন খান জানান, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ২০১৯ সালের শেষ থেকেই বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উপকারী পোকার উৎপাদন বাড়ানোর কাজ শুরু হয়। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিলো। ২০২২ সালে পুনরায় এই কাজ শুরু হয়। চলতি বছর উপকারী পোকার বংশবিস্তার সফল হয়েছে। মাঠে একবার এই উপকারী পোকা ছেড়ে দিলে তারা নিজেরাই বংশবিস্তার করতে থাকবে। একপর্যায়ে সব ক্ষতিকর পোকা দূর হয়ে যাবে। এই পোকার কারণে ফসলের কোনো ক্ষতি হবে না।
প্রকল্পের খুলনা অঞ্চলের পরিচালক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. শিমুল দাস জানান, এখন পর্যন্ত ছয় প্রজাতির পোকার সফল বংশবিস্তার ঘটানো সম্ভব হচ্ছে। এগুলো হচ্ছে- হ্যাব্রোব্রেন হেবিটর, ট্রাইকোগ্রামা, জাপোনিকাম, ট্রাইকোগ্রামা প্রিটিসাম, ট্রাইকোগ্রামমা ইভানসেন্স এবং ট্রাইকোগ্রামমা চিলোনিস। এর মধ্যে ট্রাইকোগ্রামা ফসলের ক্ষতিকারক সব ধরণের পোকার ডিম নষ্ট এবং হেব্রোব্রাকোন পোকার লার্ভা নষ্ট করে প্রাকৃতিকভাবে এর বংশ বিস্তার দমন করবে। প্রকৃতি থেকে কিছু উপকারী পোকা এনে গবেষণাগারে এগুলোর দ্রুত বংশবৃদ্ধির প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে। গবেষণাগারে উৎপাদন করা পোকা বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। একই সঙ্গে পোকা উৎপাদন প্রক্রিয়া কৃষকদের শিখিয়ে দেওয়া হবে। এতে কৃষক নিজেরাই ঘরে বসে এসব পোকা উৎপাদন করতে পারেন।
সম্প্রতি গবেষণাগারে পোকা দেখতে যান কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ, খুলনা জেলার উপ পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোসাদ্দেক হোসেনসহ উপ কর্মকর্তারা। কৃষি কর্মকর্তাদের সঙ্গে ডুমুরিয়া উপজেলার ১৫-২০ কৃষকও গবেষণাগারে পোকাগুলো দেখতে আসেন।
অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, উপকারী পোকাগুলো পরিবেশ বান্ধব। এদের দ্বারা ফসল বা প্রকৃতির কোনো ক্ষতি হবে না। কৃষকদের বিষয়টি বোঝানো গেলে কীটনাশকের ব্যবহার শূন্যে নামিয়ে আনা সম্ভব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

থানায় ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবাকে জখম, আটক ২

রমজান মু’মিনের জন্য গনিমতের মাস- জুমার খুৎবা পূর্ব বয়ান

রাঙামাটির কাপ্তাই হ্রদ হতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আছিয়ার বাড়িতে গেলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল

গফরগাঁওয়ে ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হওয়া উচিত: ট্রাম্প

কন্যা হারালেন জাজাই

ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত, ধর্ষকদের ফাঁসি দাবি

আলভারেসের সেই গোল নিয়ে যা বলল উয়েফা

শরীয়তপুরে উপ-সহকারী প্রকৌশলীর ওপর ঠিকাদারের হামলা, থানায় অভিযোগ

জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন

সিরিয়ার অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে

সুন্দরবনের গহীন থেকে নারী উদ্ধার

পটুয়াখালী পুকুরে ডুবে শিশুর মৃত্যু পটুয়াখালী পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রমজানে ইফতার সামগ্রী পেল শতাধিক পরিবার

মির্জাপুরের সেই শিশু ধর্ষককে ধরিয়ে দিলে বিএনপি নেতার পুরস্কার ঘোষণা

ভাঙ্গায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

বায়ার্নের সঙ্গে লম্বা চুক্তিতে কিমিখ