বাদ পড়তে পারেন বিএনপির বিতর্কিত নেতারা
১৬ মে ২০২৩, ১১:৩১ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম
দ্রুত সময়ের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে চলমান যুগপৎ আন্দোলনের চূড়ান্ত ধাপে সুফল পেতে দলকে গতিশীল করতে চায় বিএনপি। যেসব এলাকায় মূল দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভেদ আছে তা মিটিয়ে ফেলতে দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসঙ্গে যেসব জেলা-উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের কমিটি নেই সেখানে দ্রুত কমিটি পুনর্গঠন ও যেখানে সভাপতি বা সাধারণ সম্পাদক নেই সেখানে সাংগঠনিক নিয়মে অধস্তনদের দায়িত্ব দিতে বলা হয়েছে। গত ৪ মে দলের সাংগঠনিক সম্পাদক এবং কয়েকটি অঙ্গ-সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে আবারও সেই নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের দ্রুত পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে বিএনপি ও সমমনা দল এবং জোটগুলো। এরআগে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে বেশকিছু সমস্যাও দেখা দিয়েছে। বিশেষ করে বছরের পর বছর কমিটি হালানাগাদ না হওয়া এবং কমিটিতে পদ পেয়ে নেতারা সাংগঠনিক কর্মকান্ডে শৈথিল্য দেখানোর কারণে এই সমস্যা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দল দেখা দিয়েছে। এতে করে দলীয় কর্মসূচি পালনে কিছুটা সমস্যা হচ্ছে। ফলে সংগঠনকে আরও বেগবান করে চলমান আন্দোলনের চূড়ান্ত সফলতা পেতে চায় বিএনপির নীতিনির্ধারকরা।
আলাপকালে বিএনপি নেতারা জানান, প্রায় ১৬ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি বর্তমান সরকারের আমলে সাংগঠনিক কর্মকা- স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারছে না। যে কারণে অনেক জায়গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটিও পুনর্গঠন করা সম্ভব হয়নি। যারা দীর্ঘদিন ধরে দলের স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কারও কারও দূরত্ব তৈরি হয়েছে। এখন চলমান যুগপৎ আন্দোলনে চূড়ান্ত সফলতা পেতে হলে সেই দূরত্ব মিটিয়ে সংগঠনকে আরও গতিশীল করার কোনো বিকল্প নেই। খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ২৫ আগস্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির ৫৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে গতছরের ১৫ জানুয়ারি লৌহজং উপজেলাসহ কয়েকটি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এমনকি সকল ইউনিয়ন কমিটির খসড়া লৌহজং থানায় জমা হলেও এখনো কার্যকর হয়নি। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই অসুস্থ থাকায় জেলা কাউন্সিল দ্রুত সম্পন্ন করতে চলতি বছরের ২১ মার্চ আহ্বায়ক কমিটিতে আরো ৫ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু সম্মেলন ও কোনো কমিটি পূর্ণাঙ্গ হয়নি।
আরও জানা গেছে, লৌহজং উপজেলা বিএনপির সদস্যসচিব হাবিবুর রহমান অপু চাকলাদার দুর্নীতির মামলায় কারাগারে বন্দী আছেন দীর্ঘ প্রায় দেড় মাস। তার বিরুদ্ধে বিদেশ থেকে উচ্চমূল্যে পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্তে জানা যায়, আসামি অপু চাকলাদার একটি কন্টেইনারে ‘ক্যাপিটাল মেশিনারী ফর সু মেকিং মেশিন’ উল্লেখ করে বিদেশ থেকে মালামাল আমদানি করেন। ২১টি মামলার মধ্যে হাবিবুর রহমান অপু চাকলাদার ১১ টি মামলার এজাহারনামীয় আসামি এবং তিনি সম্পূর্ণ মালামাল অবৈধ উপায়ে খালাসের নেতৃত্ব প্রদান করেন। গত ১১ এপ্রিল সন্ধ্যায় বিদেশে পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। মামলার অপর আসামি নিশ্চিত করা, মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এবং মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
লৌহজং থানা বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, অপু চাকলাদার আওয়ামী লীগ থেকে সরাসরি লৌহজং উপজেলা যুবদলের সভাপতি এবং কিছুদিন পরই থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তিনি কখনো ধানের শিষে ভোট দেননি অথচ থানা বিএনপির সদস্য সচিব হয়ে বসে আছেন। তার পরিবারের সকলেই আওয়ামী লীগের বিভিন্ন পদে আছে। শুধু তাই নয়, অপু চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ তাতে স্থানীয় নেতাকর্মীরা বিব্রত ও ক্ষুব্ধ। অবিলম্বে তাকে বাদ দিয়ে নতুনভাবে ত্যাগী কাউকে ভারপ্রাপ্ত বা পূর্ণাঙ্গ সদস্যসচিব করার দাবি জানান তারা। না হলে তিনি জেলখানায় থাকাতে সংগঠন আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে ও নেতিবাচক প্রভাব পড়ছে।
জানা যায়, কয়েকটি জেলার সাংগঠনিক কর্মকা- নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। কেন্দ্রীয় দপ্তরে অভিযোগও দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক গোলাম জাকারিয়া দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন। সদস্য সচিব রফিকুল ইসলাম একজন ব্যবসায়ী। দুজনেরই দুটি পৃথক গ্রুপ রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনজন বিএনপি থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাদের সঙ্গেও বর্তমান কমিটির কোনো সম্পর্ক নেই। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম অনেকটা স্থবির। সাবেক সভাপতি এমএ সালামের সঙ্গেও দূরত্ব বর্তমানদের। ফলে ইউনিট কমিটি শেষ হয়নি।
বান্দরবান জেলা কমিটির সঙ্গে দ্বন্দ্ব চলছে গত সংসদ নির্বাচনে দলের প্রার্থী ও সাবেক সভাপতি সাচিং প্রু’র। সেখানে দুটি গ্রুপ আলাদাভাবে কর্মসূচিও পালন করে। কুষ্টিয়া জেলা সাংগঠনিকভাবে দুর্বল। মাদারীপুর জেলা কমিটির কার্যক্রম স্থগিত থাকায় সাংগঠনিকভাবে অচলাবস্থা তৈরি হয়েছে। এভাবে জয়পুরহাট, টাঙ্গাইল, চাঁদপুর, পাবনা, ফরিদপুর, ভোলা, পিরোজপুর, রাজশাহী জেলা ও মহানগরে থানা ও ওয়ার্ড কমিটি নেই। প্রকাশ্যে গ্রুপিং চলছে। সব ইউনিটেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে।
জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সরকার পতনের চূড়ান্ত আন্দোলন অতি সন্নিকটে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে পদ নিয়ে প্রতিযোগিতা থাকবেই। তবে, আন্দোলনে গতিশীলতা আনতে আমরা ইতিমধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে কাজ করছি। পদ-পদবি নিয়ে প্রতিযোগিতা থাকলেও আন্দোলনের প্রশ্নে কোনো বিভেদ নেই।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিরলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বড় পর্দায় প্রথম তাঁরা, কেমন ছিল অনুভূতি
সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে: তথ্য উপদেষ্টা
সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবার তিন অঙ্কে মুর্শিদা
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে লিফলেট বিতরণ