তেজগাঁওয়ে নারীকে গলাকেটে হত্যা
২১ মে ২০২৩, ১০:৪১ পিএম | আপডেট: ২২ মে ২০২৩, ১২:০০ এএম
রাজধানীর তেজগাঁওয়ে জুলেখা (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার তেজকুনিপাড়ার একটি ভবনের নিরাপত্তাকর্মীর রুম থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে সবুজবাগে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (২৩) এক নববধূ। অপরদিকে কামরাঙ্গীরচর থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, জলিল নামে এক রিকশাচালকের সঙ্গে জুলেখার প্রেমের সম্পর্ক সেই করোনার লকডাউন সময় থেকে। দুজনেই বিবাহিত। তাদের আলাদা সংসার আছে। গত শনিবার রাতে তেজকুনিপাড়ার জামান টাওয়ারের নিরাপত্তাকর্মী সিরাজের রুমে ঢুকেন তারা। এক পর্যায়ে জলিল জুলেখাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মী সিরাজের সঙ্গে আগে থেকেই তারা পরিচিত ছিল। গত তিনদিন আগে ময়মনসিংহের গ্রামের বাড়ি থেকে জুলেখাকে কাজ দেওয়ার নাম করে ডেকে আনে সিরাজ। এছাড়া জলিলের কাছে ৪০ হাজার টাকা পেত জুলেখা। দেনদরবার করে এলাকাবাসী ২০ হাজার টাকা জলিলের কাছ থেকে তুলে দেয় জুলেখাকে। তিনি আরও জানান, হত্যাকান্ডের আগে গত শনিবার রাতে জুলেখা, নিরাপত্তাকর্মী সিরাজ ও জলিল কারওয়ানবাজার ঘোরাঘুরি করেন ও আম কিনেন। এ ঘটনায় নিরাপত্তাকর্মী সিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া জলিল বর্তমানে রাজধানীর শ্যামলী এলাকায় থাকতেন।
এদিকে প্রবাসী স্বামীকে ভিডিও কলে লাইভে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নববধূ নুপুর খাতুন। রাজধানীর সবুজবাগ ওহাব কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোর সোয়া ৬টার দিকে সবুজবাগ ওহাব কলোনির বাসার নিচতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সবুজবাগ থানার এসআই আজমিন নাহার কিরণ জানান, বছরখানেক আগে পারিবারিকভাবে থাইল্যান্ড প্রবাসী তিতাস চৌধুরীর সঙ্গে বিয়ে হয় নুপুরের। এরপর থেকে সবুজবাগ ওহাব কলোনির একটি বাসার নিচতলায় ভাড়া থাকতেন তারা। গত ১৮ মে স্বামী থাইল্যান্ড চলে যায়। গত শনিবার গত রাতে পরিবারের সঙ্গে অভিমান করে স্বামী তিতাস চৌধুরীকে মোবাইল ফোনে লাইভে রেখে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় নুপুর। নিহত নুপুর খাতুন বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার দত্তভাঙ্গা গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
অপরদিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানার জুবাইদা স্কুলের পাশে একটি খেলনা তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফাহিমের সহকর্মী মো. আব্দুল কাদের বলেন, আমরা দুজনেই কামরাঙ্গীরচরে কামাল প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি। গতকাল দুপুরের দিকে মেশিনের ডাইস পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে ফাহিম। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে মৃত তাকে ঘোষণা করেন। ফাহিম পরিবার নিয়ে কামরাঙ্গীরচরে ভাড়া থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়।
এসব ঘটনায় পৃথক পৃথক থানায় মামলা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন