ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

মনোনয়নপত্রের বৈধতা চেয়ে চার মেয়র প্রার্থীসহ ১৬ জনের আপিল

Daily Inqilab খুলনা ব্যুরো

২১ মে ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ২২ মে ২০২৩, ১২:০০ এএম

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীসহ মোট ১৬ জন আপিল করেছেন। গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর দফতরে তারা এই আপিল করেন। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিভাগীয় কমিশনারের নিকট ১৬ জন প্রার্থী আপিল করেছেন। এর মধ্যে নগরীর ১০নং ওয়ার্ডের কাউন্সিলরপদে কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউটের হলফনামায় বিচারাধীন মামলার তথ্য গোপন করার অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলাম। কেসিসি নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন জাকের পার্টির মেয়র প্রার্থী এসএম সাব্বির হোসেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, এসএম শফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম। সংরক্ষিত আসনে নারী কাউন্সিলরদের মধ্যে আপিল করেছেন সংরক্ষিত ১০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোসা. মাসুদা খানম ও সংরক্ষিত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাছিমা আক্তার।
এদিকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ১ নম্বর ওয়ার্ডের মো. জাহিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন মাতব্বর, ১১ নম্বর ওয়ার্ডের জামান মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ হুমায়ুন কবির, ১৭ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফ আলী খান, ১৮ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেন, ২২ নম্বর ওয়ার্ডের মো. অহিদুল ইসলাম, ২৩ নম্বর ওয়ার্ডের মো. আমিনুল্লাহ বাহার ও ২৪ নম্বর ওয়ার্ডের মো. শমশের আলী মিন্টু।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম বলেন, রোববার আপিলের শেষ দিন ছিল। এদিন বিকেল ৫টা পর্যন্ত ১৬ জন প্রার্থী আপিল করেছেন। এরমধ্যে চারজন মেয়র প্রার্থী, দুইজন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ১০ জন। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে ১০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী তালাত হোসেন কাউটের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন ওই ওয়ার্ডের অপর প্রার্থী শরিফুল ইসলাম।
মো. শহিদুল ইসলাম আরো জানান, আজ দুপুর থেকে আগামীকাল বিকেল পর্যন্ত প্রার্থীদের আপিলের শুনানি করা হবে। খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী এই শুনানি করবেন।

নৌকা প্রার্থীর পক্ষে যুবলীগের টিম গঠন
এদিকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর লক্ষ্যে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক চিঠিতে এ টিম গঠন করা হয়। গতকাল রোববার দুপুরে যুবলীগের উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন পরিচালনা টিমে টিম লিডার ও আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুগ্ম আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. নবী নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাড ড. শামীম আল সাইফুল সোহাগকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান সোহাগকে সমন্বয়ক করে সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।

এদিকে, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাসহ দক্ষিণাঞ্চলের অসামান্য উন্নয়ন করেছেন। আজ খুলনার শিক্ষিত, অর্ধশিক্ষিত অথবা স্বশিক্ষিত যুবক যুবতীরা যোগ্যতানুযায়ী কর্মসংস্থান পাচ্ছেন। যা আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে অনেক গতিশীল করছে।

তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, খুলনাকে তিলোত্তমা নগরী ও অর্থনৈতিক জোন হিসেবে গড়তে যুবক-যুবতীদের লাখো কোটি হাত কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে খুলনাকে অর্থনৈতিক তিলোত্তমা নগরী করা হবে। তিনি দলের নেতাকর্মী এবং নগরবাসীর উদ্দেশ্যে বলেন, শিক্ষিত, অর্ধশিক্ষিত অথবা স্বশিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে নৌকার কোন বিকল্প নেই। নৌকা বিজয়ী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আর শেখ হাসিনা শক্তিশালী হলে এদেশের যুবক-যুবতীদের কোটি কোটি হাত কর্মসংস্থানে ব্যস্ত থাকবে। দেশে থাকবে না কোন সন্ত্রাস, নৈরাজ্য আর হতাশা। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়কে নিশ্চিতের লক্ষ্যে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে। গতকাল খুলনার বিভিন্ন স্থানে পথসভায় তিনি এসব কথা বলেন।

অন্যদিকে, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল বলেছেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ ছাড়া বিকল্প পন্থা নেই কেসিসি মেয়র নির্বাচিত হলে তিনি শিক্ষার মানোন্নয়ন নিশ্চিতকরণে কাজ করবেন। আব্দুল আউয়াল বলেন, বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা নগরীর শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পিত কোন পদক্ষেপ গ্রহণ করেননি। যে কারণে প্রতিনিয়ত হাজারো শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন থেকে বিমুখ হচ্ছে। যে বয়সে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, সেই বয়সে শিশুরা জড়িয়ে পড়ছে নানা রকম শিশুশ্রমে। সুতরাং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ ছাড়া বিকল্প পন্থা নেই বলে উল্লেখ করেন তিনি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

গরমে যেন শেষ সিলেট !

গরমে যেন শেষ সিলেট !

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল