আবহাওয়ার বিরূপ প্রভাব পাঁচ জেলায় গতকাল ৫ জন নিহত

বজ্রপাত ভয়াবহ দুর্যোগ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৭ মে ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম

আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলে সারা পৃথিবী এখন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্থ। একের পর এক ঝড় বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন ও সুনামি সবমিলিয়ে বহু প্রাণ এবং সম্পদের ক্ষতির কারণ প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতিক দুর্যোগের মধ্যে বজ্রপাত এখন নতুন এক আতঙ্কের বিষয় হয়ে দাড়িয়েছে। খরা, অকাল বন্যা, ঘূর্ণিঝড়সহ আরও বহু প্রাকৃতিক দুর্যোগের মতো বজ্রপাতও একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে।

বিগত ২০১৫ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ওই বছর বজ্রপাতে নিহত হয়েছিলেন ১৮৬ জন। সে অবস্থার এখনো উন্নতি হয়নি। চলতি বছরেই বজ্রপাতে মারা গেছে ৭০ জন। আর গত ১৩ মাসে দেশে বজ্রপাতে মারা গেছে ৩৪০ জন। এই মৃত্যুদের মধ্যে অধিকাংশই কৃষক। এসব মৃত্যু হয়েছে কৃষিজমিতে কাজ করার সময়, অথবা বৈশাখী ঝড়ে আম কুড়াতে গিয়ে। আবার বাড়ির আনিায় খেলা করার সময়, এছাড়া মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। সংগঠনটি বজ্রপাতে মৃত্যু নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।

চলতি বছর মার্চ থেকে মৃত্যুর ঘটনা শুরু হয়। এই মাসে মারা যান ১৫ জন। আর এপ্রিল মাসে মৃত্যু হয় ৫০ জনের। অন্যদিকে চলতি মে মাসের ১৫ তারিখ মারা গেছেন ৪ জন। সাতজন। আর সিলেট জেলায় মারা গেছে পাঁচজন।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে গতকাল ৫ জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ নিহত হয়েছেন। খুলনা, সুনামগঞ্জ, শরীয়তপুর, সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জে গতকাল দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় আহত হন আরো বেশ কয়েকজন।

খুলনা ব্যুরো জানায়, বাগেরহাটের মোংলায় এনামুল শেখ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মিলন শেখ নামে আরও এক শ্রমিক আহত হন। গতকাল দুপুরে মোংলা বন্দর শিল্প এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে। মৃত এনামুল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার কালেখাঁরবেড় ইউনিয়নের কালেখাঁরবেড় এলাকার ফজিলত শেখের ছেলে। মোংলা থানার মোহাম্মদ শামসুদ্দীন জানান, দুপুর ১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বন্দর শিল্প এলাকার মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির পাশে বালুর মাঠে কিছু শ্রমিক কাজ করছিলেন। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। আকষ্মিক বজ্রপাতে এনামুল শেখ ও মিলন শেখ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিলে চিকিৎসক এনামুল শেখকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, দোয়ারাবাজারে আল আমিন নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া কালাচান্দের হাওরে ধান কাটতে যায় তিনি। এসময় প্রচ- বাতাস শুরু হয়। সেই সাথে হালকা বৃষ্টি হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আল আমিন উত্তর কলাউড়া গ্রামের ফাইজুল হকের ছেলে।

শরীয়তপুর জেলা সংবাদদাতা জানান, জাজিরায় কীর্তিনাশা নদীতে গতকাল দুপুরে গোসল করতে গিয়ে লোকমান হোসেন মুন্সি নামে এক বৃদ্ধের বজ্রপাতে মৃত্যু হয়। নিহত ব্যক্তি শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আহাদি মাদবর কান্দি গ্রামের বাসিন্দা। জানা যায়, দুপুর দেড় টার দিকে লোকমান হোসেন মুন্সি নিজ এলাকার কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে লোকমান হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে গতকাল সকাল ১০ টার দিকে সুলতান প্রামানিক নামের একজন নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে। জানা যায়, একদল শ্রমিক চর আঙ্গারু গ্রামের মাঠে ধান কাটার সময় বৃষ্টি শুরু হলে সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বৃদ্ধ সুলতান ধীর গতিতে হেটে যাওয়ার সময় বজ্রপাতে আহত হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের লেবুতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লৌহজং উপজেলার কনকসার বাজার বটতলা এলাকার মোকলেস সরদার এর ছেলে অটো চালক মো. জুম্মন ও একই গ্রামের মৃত শাজাহান শেখ এর ছেলে কাউসার।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন

পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন

তামিমকে বিসিবির ধন্যবাদ

তামিমকে বিসিবির ধন্যবাদ

গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস

গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস

দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল

দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল

গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি

গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি

উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি

উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি

সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল

সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী

ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা

ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর

কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর

পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার

পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার

স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা

শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা

বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান

বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান

ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের

ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের

শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ

শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ

অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর

অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর

এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌

এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌