বিএনপি নেতাদের বক্তব্যের ভিডিওসহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি
২৭ মে ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। তিনি দাবি করেছেন, বিএনপির কিছুসংখ্যক শীর্ষস্থানীয় নেতা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য সভা-সমাবেশে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। এমন বক্তব্যের ভিডিও ফুটেজ চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বিএনপির নেতাদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রযোজ্য হবে বলে চিঠিতে আশা প্রকাশ করেছেন মোহাম্মদ এ আরাফাত।
গত শুক্রবার রাতে মোহাম্মদ এ আরাফাত তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই চিঠি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। সেখানে তিনি চিঠিতে কী আছে, সেটাও তুলে ধরেছেন।
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে ২৪ মে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে, তারা এই নীতির বিধিনিষেধের আওতায় পড়বে। যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি ঘোষণার দুই দিন পরই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে নির্বাচন বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে চিঠি পাঠালেন আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এ আরাফাত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন, তিনি চিঠির জবাবও পেয়েছেন। তবে জবাবে কী বলা হয়েছে, সেটি তিনি বলেননি।
অ্যান্টনি ব্লিঙ্কেনকে পাঠানো চিঠির বিষয়বস্তু তুলে ধরে মোহাম্মদ এ আরাফাত তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনাদের সম্প্রতি ঘোষিত ভিসা নীতি অনুসারে আপনি (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী) যে চিঠিটি (বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন) যেখানে আপনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ‘এই নীতি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃত প্রতিশ্রুতিকে সমর্থন করে এবং যুক্তরাষ্ট্র, বাংলাদেশি নাগরিক বা যেকোনো রাজনৈতিক দলের কর্মকর্তারা যখন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, তখন তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হবে।’
চিঠিতে মোহাম্মদ এ আরাফাত আরও লিখেছেন, ‘এখানে আমি কিছু ভিডিও ফুটেজ সংযুক্ত করেছি, যেখানে আপনি দেখতে পাবেন যে বিএনপির কিছু শীর্ষ নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। আমি আশা করি, আপনার ভিসা নীতি বিএনপির এই নেতাদের জন্যও প্রযোজ্য হবে।’
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি
উল্লেখ, ২৪ মে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করার পর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা ঢাকায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় ছুটে যান। আওয়ামী লীগের পক্ষ থেকে এ আরাফাত সেখানে ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি