ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুর থেকে শিক্ষা নিয়ে বরিশালে জয় চায় আওয়ামী লীগ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৭ মে ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম

সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুরে নৌকার প্রার্থীর হার থেকে শিক্ষা নিয়ে বরিশালে জয়লাভ করতে চায় আওয়ামী লীগ। গাজীপুরের মত বরিশালে পরাজয় এড়াতে সেখানে ইতিমধ্যেই কাজ শুরু করেছে আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনকারী কমিটি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, নীতি ও আদর্শবান নেতা আজমত উল্লাহ খানের গাজীপুরে পরাজয় অবশ্যই আওয়ামী লীগ্রে জন্য একটি বড় বার্তা। এ থেকে অবশ্যই শিক্ষা নিয়ে বরিশালে কাজে লাগাতে চায় দল। এ জন্য দলীয় কাউন্সিলর থেকে শুরু করে সকলের সঙ্গে একযোগে বসতে চায় আওয়ামী লীগ। এ ছাড়া গোপনে যাতে কোন কর্মী নৌকার বিরুদ্ধে কাজ না করে ,অসহযোগীতা না করে সে জন্য দলীয় কর্মীদের দিকে বিশেষ নজর রাখবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, ৫ সিটি করপোরেশন নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে দলীয় কোন্দলের সবচেয়ে বেশি নাজুক অবস্থানে রয়েছেন বরিশালের নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরিনিয়াবাত)। দলীয় সমস্বয়হীনতার কারণে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর হারের পর সে ভুল করতে নারাজ আওয়ামী লীগের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এ জন্য নির্বাচনী প্রচার শুরুর সঙ্গে সঙ্গেই সমন্বয় করে কাজ করাকে গুরুত্বে দিচ্ছেন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে বরিশালে রয়েছে সবচেয়ে বেশি অভ্যন্তরীন কোন্দোল, বিভেদ-বিচ্ছেদ। এ অবস্থা কাটিয়ে নৌকার মনোনিত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে জেতাতে সর্বস্ব নিয়োগ করতে চায় আওয়ামী লীগ। এ সিটি নির্বাচনে কোন প্রকার ছাড়া দিতে চায় না আওয়ামী লীগ। সে জন্যই গত ১৭মে দলীয় হাইকমান্ডের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পেতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি করে আওয়ামী লীগ। সেই কমিটি ঢাকার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি সমস্বয় সভাও করে। ওই কমিটির লিডার করা হয়েছে বরিশালের বর্তমান মেয়র ও দল থেকে মনোনয়ন না পাওয়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পিতা ও বরিশাল অঞ্চলে আওয়ামী লীগের সিনিয়র নেতা আবুল হাসানাত আব্দুল্লাহকে। যিনি বরিশালে দলের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের বড় ভাইও। ঢাকার সভা থেকে আওয়ামী লীগের ওই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি বরিশালের গত শুক্রবার গৌড়নদী একটি বিশেষ বর্ধিত সভা করে। এ ছাড়া আগামী ১লা জুন আরো একটি বিশেষ বর্ধিত সভার করার কথা রয়েছে ওই কমিটির। তবে ওই বর্ধিত সভায় বরিশালের নৌকার প্রার্থী খোকন সেরিনিয়াবাত উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, বরিশালে ঐক্য না গড়া গেলে নৌকার প্রার্থীর পরাজয় এড়ানো সম্ভব নয় এটা বুঝতে পেরেই দলীয় ঐক্যের দিকে জোর দিয়েছেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্তরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বরিশালের রাজনীতিতে যে সকল নেতাকে দলের সকলে মান্য করেন তাদের উপস্থিতি ঘটনানো হয়েছে আওয়ামী লীগের গৌড়নদীর ওই বিশেষ বর্ধিত সভায়। যারা ঐক্যের কথা বলে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে যাবেন। দলীয় প্রার্থীর পক্ষে যাতে সকল কর্মী কাজ করেন সে বিষয়টি নজর দিবেন। এর পরও যারা অসহযোগীতা করবে তাদের জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এখনই এ বিষয়টি নিয়ে ভাবতে চান না আওয়ামী লীগের নেতারা। এ বিষয়টি পরের বিষয় এমনটাই মনে করেন আওয়ামী লীগ্রে নেতারা।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, গাজীপুরে নৌকার প্রার্থীর পরাজয়েল বড় কারণ হলো কর্মীদের অসহযোগীতা। নৌকার পরাজয়ের পেছনে দলের ওয়ার্ড পর্যায়ের নেতাদের বিশ্বাস ভঙ্গ করা, নির্বাচন পরিচালনার কাজে সমন্বয়হীনতা ও দলও প্রার্থীর আত্মবিশ্বাস বড় কারণ। যা থেকে আওয়ামী লীগ বরিশালে শিক্ষা নিতে চায়।
বরিশালে আওয়ামী লীগের নির্বাচন পরিচালয়কারী এক দায়িত্বপ্রাপ্ত নেতা ইনকিলাবকে বলেন, দলীয় নেতাদের মধ্যে পরস্পরের প্রতি অবিশ্বাস তা যে নৌকার প্রার্থীর জন্য কত ক্ষতিকর হতে পারে তার বড় উদাহরণ হলো গাজীপুর। এ থেকে আওয়ামী লীগ অবশ্যই শিক্ষা নিতে চায়। কর্মীরা যাতে বরিশালে নৌকার প্রার্থীকে অসহযোগীতা না করে তার জন্য সকলকে নিয়ে কাজ করতে চান তারা।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার গৌড়নদীর বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সংসদ সদস্যরা ছাড়াও এ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সকল নেতারাই উপস্থিত ছিলেন। যাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেসা আফরোজ অন্যতম। এ ছাড়া বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতারা ছাড়াও ওই সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সকল সদস্য, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা। সভায় ঐক্যব্ধভাবে দ্বন্দ দূর করে নৌকার পক্ষে কাজ করার জন্য সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সিটি নির্বাটনে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে ঐক্যের বা মনের কোনো অমিল নেই। নির্বাচনে নৌকার প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে। যারা বলে সেখানে কোন্দোল রয়েছে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।

স্থানীয় আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, বরিশালে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দি হতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশে সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তার বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রচারণায় মাঠে নেমেছেন ২ হাজার ১০০ নারী কর্মী। এ বিষয়টি হালকাভাবে নিতে চান না আওয়ামী লীগও।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের প্রার্থীর জয়লাভের ক্ষেত্রে আমরা সকলকে নিয়েই কাজ করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে জয়লাভ করতে চাই। যার জন্য আমাদের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ কাজ করবে।

বরিশালে নৌকার প্রার্থী খোকনসেরিনিয়াবাতের নির্বাচনী কার্যক্রমে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশকে দেখা যায় না বলে অভিযোগ দীর্ঘ দিনের। তবে সে অবস্থা কাটিয়ে দ্রুত সেখানে ঐক্য গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। সে জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন কমিটি কাজ শুরু করেছে।

এ বিষয়ে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত এক নেতা বলেন, আসলে নির্বাচনে অনেকেই মনোনয়ন চেয়েছে কিন্তু দল একজনকে চূড়ান্ত মনোনীত করেছে। এখনে মান-অভিমান, চাওয়া-পাওয়া থাকতে পারে। তবে নির্বাচনের সময় আসতে আসতে এগুলো কমে আসবে। নৌকার প্রার্থীর পক্ষে সকলে কাজ করবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে

রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে

রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের

রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের

ভারতের ৫২৭ খাদ্যপণ্যে বিষ : ব্যাপক উদ্বেগ, বাংলাদেশেও নিষিদ্ধের দাবি

ভারতের ৫২৭ খাদ্যপণ্যে বিষ : ব্যাপক উদ্বেগ, বাংলাদেশেও নিষিদ্ধের দাবি

গাজীপুরে কভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কা নিহত ১, আহত ৪

গাজীপুরে কভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কা নিহত ১, আহত ৪

চাঁদপুরে উপজেলা নির্বাচনে পৌর এলাকার ভোটার প্রার্থী হতে পারেন না, ভোটও দিতে পারবেন না

চাঁদপুরে উপজেলা নির্বাচনে পৌর এলাকার ভোটার প্রার্থী হতে পারেন না, ভোটও দিতে পারবেন না

ময়লার গাড়ির ধাক্কায় আইডিয়ালের শিক্ষার্থীর মৃত্যু

ময়লার গাড়ির ধাক্কায় আইডিয়ালের শিক্ষার্থীর মৃত্যু

কুয়াকাটায় তীব্র গরম থেকে মুক্তি পেতে ইস্তিসকার নামাজ আদায়

কুয়াকাটায় তীব্র গরম থেকে মুক্তি পেতে ইস্তিসকার নামাজ আদায়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরলো দুই বাংলাদেশির লাশ

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরলো দুই বাংলাদেশির লাশ

দক্ষিণ ভারতে মোদীর হিন্দুত্বের তাস কেন ব্যর্থ?

দক্ষিণ ভারতে মোদীর হিন্দুত্বের তাস কেন ব্যর্থ?

গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে আরও এক কর্মকর্তার পদত্যাগ

গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে আরও এক কর্মকর্তার পদত্যাগ

মেহেন্দিগঞ্জে চোরের ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু

মেহেন্দিগঞ্জে চোরের ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

মোদী ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিস

মোদী ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিস

জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান

জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান

যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপিন্সের যৌথ ঘোষণা বাস্তবতা উপেক্ষা করেছে: চীন

যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপিন্সের যৌথ ঘোষণা বাস্তবতা উপেক্ষা করেছে: চীন

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের তাপপ্রবাহ ও দুর্ভোগের খবর

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের তাপপ্রবাহ ও দুর্ভোগের খবর

থাইল্যান্ডের রাজা-রানির রাজকীয় অতিথি শেখ হাসিনা

থাইল্যান্ডের রাজা-রানির রাজকীয় অতিথি শেখ হাসিনা

স্ত্রীর পর স্বামীরও আত্মহত্যা, চিরকুটে জানালেন শেষ ইচ্ছা

স্ত্রীর পর স্বামীরও আত্মহত্যা, চিরকুটে জানালেন শেষ ইচ্ছা

ভারতের লোকসভা নির্বাচন : রাহুল, শশী, হেমা মালিনীর ভাগ্য পরীক্ষা আজ

ভারতের লোকসভা নির্বাচন : রাহুল, শশী, হেমা মালিনীর ভাগ্য পরীক্ষা আজ

ভারতে লোকসভার নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

ভারতে লোকসভার নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু