১৭৫ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর অধিকাংশই ধনী ব্যবসায়ী ও ঠিকাদার
২৮ মে ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে বিভিন্ন পেশার প্রার্থীরা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, ঠিকাদার, বেসরকারি কর্মকর্তা, আইনজীবি, সাংবাদিক, গৃহিণী। তবে বরাবরের মত এবারও ব্যবসায়ী প্রার্থীদের আধিক্য রয়েছে।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৩ এর সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রায় ৭০ ভাগ ব্যবসায়ী ও ঠিকাদার। সংখ্যার হিসাবে ১৭৫ জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৮৬ জন ব্যবসায়ী এবং ৩৩ জন ঠিকাদার। এছাড়া কয়েকজন প্রার্থী নিজেদের পেশা হিসেবে শ্রমিক বা কর্মহীন উল্লেখ করেছেন। ব্যবসা ও ঠিকাদারির বাইরে ১৬ জন গৃহিণী নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর বাইরে ৬ জন আইনজীবী, ৫ জন চাকরিজীবী, ৫ জন শিক্ষক, ২ জন সাংবাদিক, ২ জন শ্রমিক ও একজন দন্ত্য চিকিৎসক। এছাড়া কৃষি ও মৎস্য চাষকে পেশা দেখিয়েছেন ১০ জন। পেশার ঘরে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করেছেন ৫ জন।
হলফনামায় দেখা গেছে, নিজেকে শ্রমিক হিসেবে উল্লেখ করেছেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নাসির ও ৯নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন মাতব্বর। দন্ত চিকিৎসাকে পেশা দেখিয়েছেন ১০নং ওয়ার্ডের এ এম এম সায়েম মিয়া। ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মাওলা শানু পেশার ঘরে লিখেছেন ‘পরামর্শক’। সমাজসেবাকে পেশা হিসেবে উল্লেখ করেছেন সংরক্ষিত ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম। কার্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুস সালাম এবং দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এবারও প্রার্থী হয়েছেন। তারা দু’জন যথাক্রমে নগরীর ৩ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর। নগরীর ২৮নং ওয়ার্ডে এজাজ শেখ নামের একজন প্রাইভেট শিক্ষক এবং সংরক্ষিত ৮নং ওয়ার্ডে ঝুমুর শেখ নামের আরেক কিন্ডারগার্ডেন শিক্ষক নির্বাচনে অংশ নিচ্ছেন। নিজেকে মৎস্য চাষী হিসেবে উল্লেখ করেছেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু। সংরক্ষিত ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাজেদা খাতুন আয়ের উৎসের ঘরে লিখেছেন ‘দর্জি’। একই তথ্য দিয়েছেন সংরক্ষিত ১০নং ওয়ার্ডের আঞ্জুয়ারা বেগম। এবারের নির্বাচনে কাউন্সিলর পদে দু’জন সাংবাদিক অংশ নিচ্ছেন। এর মধ্যে নগরীর ১১নং ওয়ার্ডে স্থানীয় দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল এবং ১২নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় সময়ের খবর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক রবিউল গাজী উজ্জল।
আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৫ জন প্রার্থী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই