সব নির্বাচনই গাজীপুর মানের হবে
২৮ মে ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
বর্তমান কমিশনের অধীনে যত নির্বাচন হবে সবগুলোই গাজীপুর সিটি করপোরেশন মানের হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, আমরা সবসময় বলেছি যে, নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে। আমাদের কাজ হল যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসবে, তাদের সবাইকে সমান সুযোগ দেওয়া। যেটা আমাদের পক্ষ থেকে দিতে হবে এবং সবার জন্য সমান মাঠ রাখব। সবাই নির্বিঘেœ ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আমরা করব।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই এবং স্বাধীনভাবে কাজ করছেন দাবি করে মো. আলমগীর বলেন, যারা সমালোচনা করার, তারা তা করেই যাবেন।
তিনি বলেন, এই ভোট নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের বিতর্ক হয়নি। সরকারি দলের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে একাধিক ঘটনায় কঠোর হয়েছে নির্বাচন কমিশন। সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট কক্ষে অননুমোদিত ব্যক্তির উপস্থিতি দেখে নির্বাচন বাতিলের মত সিদ্ধান্তও এসেছে। তিন সিটি রংপুর, কুমিল্লা ও সবশেষ গাজীপুর সিটি করপোরেশনেও ভোট হয়েছে শান্তিপূর্ণ। ভোটার বা কোনো পক্ষ থেকেই ভোট নিয়ে তেমন কোনো আপত্তি আসেনি।
আগামী জাতীয় নির্বাচনের আগে আরও চারটি মহানগরে ভোটের আয়োজন চলছে। এর মধ্যে ২৫ মে গাজীপুরে ভোট হয়েছে। খুলনা ও বরিশালে ১২ জুন এবং রাজশাহী ও সিলেটে ২১ জুন ভোটের তারিখ রয়েছে। সবগুলো শহরেই গাজীপুরের মত ‘ভালো’ নির্বাচন করার আশ্বাস দিয়ে মো. আলমগীর বলেন, (গাজীপুরে) নির্বাচন সুষ্ঠু হয়েছে, সবার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সবার সমান দায়িত্বপালন করার জন্য এবং ন্যায়সঙ্গত দায়িত্বপালন করার কারণে এটা সম্ভব হয়েছে।
নির্বাচন কমিশনের সক্ষমতা বেড়েছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, আমাদের সক্ষমতা আগে যেমন ছিল, এখনো তেমনি আছে। বাড়েওনি, কমেওনি। আমরা আসার পর যতগুলো নির্বাচন হয়েছে, সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি। যারা সমালোচনা করেন তারা তো সমালোচনা করবেনই। তারা ভালো হলেও করেন, খারাপ হলেও করেন। তারা সমালোচনা করবেনই। যারা ভোট দিয়েছেন, কেন্দ্রে ছিলেন তারা কেউ বিরুদ্ধে কিছু ‘বলছেন না’ বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে সুষ্ঠু ভোটে বাধা দিলে তিনি বা তার পরিবারের সদস্যরা ভিসা পাবে না বলে যুক্তরাষ্ট্র সরকার যে নীতি ঘোষণা করেছে, তার সঙ্গে সুষ্ঠু ভোটের কোনো সম্পর্ক দেখছেন না মো. আলমগীর। তিনি বলেন, আমাদের কাজ হল নির্বাচন কমিশনের যে আইন কানুন আছে, বিধি আছে, ম্যানুয়াল আছে সে অনুযায়ী আমাদের সঠিকভাবে কাজগুলো করা।
দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে মোহাম্মদ আলমগীর বলেন, তাদের (সরকার) কোনো নির্দেশনা আসেনি। যে কোনো পরিস্থিতে যে কোনো পরিবেশে ইসির দায়িত্ব হল আইন মেনে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করা, যা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে করে আসছি এবং যতদিন আমরা আছি সেভাবে করব। প্রথম দিক থেকেই বলছি আমাদেরকে কেউ চাপ দেয় না। আমরা কারো কাছ থেকে চাপ নেইও না। আমরা প্রথম থেকেই মুক্ত আছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মুক্ত থাকব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ