এশিয়ান এলপিজি সামিট

বাংলাদেশে এলপিজি প্রসারে বিপুল সম্ভাবনা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

৩১ মে ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম

দেশে দ্রুত বাড়ছে এলপিজির চাহিদা। দেশের মোট এলপিজির ৮৫ ভাগ ব্যবহার হচ্ছে গৃহস্থালি কাজে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও চলে গেছে এলপিজি সিলিন্ডার। গত আট বছরে দেশের গৃহস্থালি কাজে এলপিজির চাহিদা বেড়েছে প্রায় ১৪ গুণ। ফলে নিরাপদ ও পরিবেশবান্ধব জ্বালানি এলপিজি খাতে রয়েছে বিনিয়োগের বিপুল সম্ভাবনা। প্রয়োজন শুধু সরকারের নীতিগত সহায়তা। গতকাল বুধবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনব্যাপী এশিয়ান এলপিজি সামিটের শেষ দিনের একটি সেমিনারে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা এসব কথা বলেন।

৩০ মে শুরু হওয়া দুই দিনব্যাপী সামিটে ৩০টি দেশের প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন দেশ থেকে আসেন শতাধিক ডেলিগেট। এলপিজির সম্ভাবনা ও বিভিন্ন দিক নিয়ে দুই দিনে এক ডজনের বেশি সেমিনার ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশন এই সামিটের আয়োজন করে। প্লাটিনাম পার্টনার ও ভেনু হোস্ট হিসেবে ছিল বসুন্ধরা এলপিজি লিমিটেড।
একদিন আগে শুরু হলেও সকালে ফিতা কেটে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন। এরপর প্রধান অতিথি হিসেবে একটি সেমিনারে যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, জ্বালানি একটি দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এলপিজি ব্যবহারের ফলে গাছ কাটার পরিমাণ অনেক কমেছে। যে কারণে এলপিজি পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেমস রোক্যাল, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি আজম জে চৌধুরী, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম চৌধুরী, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক বিগ্রে. জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আলি আহমেদ খান প্রমুখ।

বিকেলে ‘ক্লিন এনার্জি ফুয়েল হিসেবে এলপিজি এশিয়ার জন্য একটি পরিষ্কার রান্নার সমাধান’ বিষয়ে প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। এতে মডারেটর হিসেবে ছিলেন ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাইকেল কেলি। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের সিইও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিন, বেক্সিমকো আইওসি’র সিইও এম মুনতাসির আলম, আইওসি এলপিজি’র নির্বাহী পরিচালক শৈলেন্দ্র কুরুমাদ্দালী, বসুন্ধরা সেক্টর-এ পরিকল্পনা ও জনসংযোগ প্রধান এবং বিএলএনজি, বিপিপিএল এর বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল।

প্যানেল ডিসকাশনের আগে মূল প্রবন্ধ উপস্থাপন করে বসুন্ধরা সেক্টর-এ পরিকল্পনা ও জনসংযোগ প্রধান এবং বিএলএনজি, বিপিপিএল এর বিভাগীয় প্রধান ইঞ্জি. মো. জাকারিয়া জালাল বলেন, দক্ষিণ এশিয়ার মার্কেটে এলপিজি ব্যবহার সবচেযে বেশি হয় গৃহস্থালি কাজে। মোট এলপিজি ব্যবহারের ৯১ শতাংশ এলপিজি গৃহস্থালি কাজে ব্যবহার হয়, যার মধ্যে ভারতের মোট এলপিজির ৯১ শতাংশ ব্যবহার হয় বাসাবাড়ির রান্নার কাজে। আর পাকিস্তানে যার পরিমাণ ৮৪ শতাংশ এবং বাংলাদেশের ক্ষেত্রে গৃহস্থালি কাজে এলপিজির ব্যবহারের পরিমাণ ৮৫ শতাংশ। বাংলাদেশের মার্কেটে গৃহস্থালি কাজে এলপিজির চাহিদা ৮০ মিলিয়ন মেট্রিক টন। কিন্তু সবগুলো কোম্পানি মিলে দক্ষিণ এশিয়ার চাহিদা পূরণ করতে পারছে ২৯ মিলিয়ন। বাকি ৫১ মিলিয়ন মেট্রিক টন চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। যে কারণে আমি মনে করি ইনভেস্টরদের বাংলাদেশে এলপিজিতে বিনিয়োগ করার এখনই সময়।

বসুন্ধরা এলপি গ্যাসের সিইও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিন বলেন, ভারত এলপিজিতে ভর্তুকি দেয়। আমরা ভর্তুকি চাচ্ছি না, শুধু এই খাতে সরকারের নীতিগত সহযোগিতা চাই। তাহলেই এলপিজিতে বিনিয়োগ আসবে। এলপিজির প্রসার হবে।

বেক্সিমকো আইওসি’র সিইও এম মুনতাসির আলম বলেন, ৯৮ ভাগ এলপিজি সরবরাহ করে বেসরকারি খাত। আবার বাসা বাড়ির ৯৮ ভাগ ব্যবহারকারী বেসরকারি এলপিজি ব্যবহার করে। অর্থাৎ ভর্তুকি দিলেই যে মানুষ সেটা ব্যবহার করবে বিষয়টা তেমন নয়। কতটা সহজে এলপিজি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যাচ্ছে, অর্থাৎ সেবা এখানে মুখ্য বিষয়।

সকালে স্বাগত বক্তব্যে ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেমস রোক্যাল বলেন, এলপিজি সেক্টরে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার, রেগুলেটরি কমিশন এবং কোম্পানিগুলোর নানাবিধ নতুন উদ্ভাবনের কারণে বাংলাদেশে এলপিজির ভিত্তি অনেক শক্ত হয়েছে। পাশাপাশি ন্যায্য প্রতিযোগিতা এবং ভোক্তা স্বার্থ রক্ষা এলপিজি সেক্টরকে আরও উন্নত করবে।
ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম চৌধুরী বলেন, এলপিজি খুবই নিরাপদ জ্বালানি। কিন্তু অনেকে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিল করে থাকে, যা আমাদের কমিউনিটির জন্য খুবই বিপজ্জনক। আমাদের সকলের উচিত এদের বিরুদ্ধে কঠোর হওয়ার পাশাপাশি এনার্জি রেগুলেটরি কমিশনকে বলব এসব ক্রসফিলিং করা স্টেশনগুলোকে বন্ধ করা হয় যেন।

বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক বিগ্রে. জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আলি আহমেদ খান বলেন, এলপিজি স্টোরেজের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। পাশাপাশি প্রতিবার এলপিজি রিফিলের ক্ষেত্রে সতর্ক থাকা এবং নিয়মিত সিলিন্ডারগুলো পরীক্ষা করতে হয়। এসবের ফলে দুর্ঘটনার রিস্ক অনেকটা কমে যায় এবং জনসাধারণের জন্য নিরাপদ হবে। আর এটা অনুমদিত স্টেকহোল্ডাররা সঠিক নিয়মে করতে পারে। আর যারা অনুমোদন ছাড়া সিলিন্ডার রিফিল করে বাজারজাত করছে, তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন সব সময় সতর্ক অবস্থানে থাকে।

বিশেষ অতিথির বক্তব্যে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক আজম জে চৌধুরী বলেন, রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কিছুটা বেড়েছিল। যদিও এই সঙ্কট আস্তে ধীরে কেটে যাচ্ছে। তবে এত কিছুর পরও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এলপিজি সেক্টরে দ্রুত অগ্রগতি করেছে। তবে একটা বিষয় আমরা যতই পলিসি তৈরি করি না কেন যতক্ষণ পর্যন্ত এই পলিসি বাস্তবায়ন না করতে পারব ততক্ষণ পর্যন্ত এই সেক্টরের সেফটি নিশ্চিত হবে না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের