বাবা-ছেলেসহ সড়কে ঝরল ৯ প্রাণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

৩১ মে ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম

সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এরমধ্যে পঞ্চগড়ে বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর, সাতক্ষীরা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ঝিনাইদহ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন করে নিহত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের সদরে কাভার্ডভ্যান চাপায় এক যুবক নিহত হয়েছে। গতকাল উপজেলার মান্দারী ইউনিয়নের মান্দারী-দিঘলী সড়কের হরকার দিঘির পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মারুফ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব জামিরতলী গ্রামের হাজী বাড়ির রুহুল আমিন কাজীর ছোট ছেলে।
স্থানীয়রা জানান, মারুফ মোটরসাইকেল চালিয়ে মান্দারী থেকে দিঘলী সড়ক হয়ে জামিরতলীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দিলে মারুফের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাস স্টেশন সংলগ্ন আরএসপিএল কারখানায় এ ঘটনা ঘটে। নিহত তানভির সুনামগঞ্জ জেলার জলিলপুর এলাকার আলী আহমেদের ছেলে।
নিহতের স্ত্রী মুন্নি বলেন, রূপসী মৈকুলী এলাকায় ভাড়া বাড়িতে থেকে আরএসপিএল নামের সাবান ও ওয়াশিং পাওডার তৈরির কারখানায় স্বামী নিয়ে দুই বছর কাজ করে আসছি। গতকাল দুপুরে কারখানায় কাজ করাকালীন সময়ে একটি কাভার্ডভ্যান আমার স্বামীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। কারখানার গেইটে সবসময় দুইজন সিকিউরিটি গার্ড থাকেন কিন্তু আজকে তারা একজনও ছিলনা। না থাকার কারণে আমার স্বামীর প্রাণ দিতে হলো। আমি এর বিচার চাই।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ মিরাজ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, গতকাল বুধবার ভোরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পঞ্চগড়ের বোদা পৌরসভার তিতোপাড়া এলাকার আলমাস আলী, তার ছেলে তৌহিদুল ইসলাম এবং রজব আলীর ছেলে আমিন শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর রাতে দেবীগঞ্জের লক্ষীরহাট এলাকায় জামাইয়ের বাড়ির এক আত্মীয়ের মৃত্যুর সংবাদে পৌর এলাকা থেকে প্রতিবেশী দুই ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বের হন বাবা আলমাস আলী ও ছেলে তৌহিদুল ইসলাম। এক পর্যায়ে তারা দেবীগঞ্জের তাঁতিপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তৌহিদুল ও আমিন শেখ মারা যান। এ ঘটনায় আহত আলমাস আলী ও সালেকুরকে রংপুর মেডিক্যালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলীর মৃত্যু হয়।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়ার কাজীরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সাতক্ষীরা সদরের পাথরঘাটা গ্রামে। তিনি কাপড়ের ব্যবসা করতেন।
স্থাণীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী তোয়াব হোসেন যশোরের বাগআঁচড়া গ্রামে এক মৃত আত্মীয়কে দেখে সকালে নিজ বাড়ি সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে কাজীরহাট নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সজোরে ধাক্কা মেরে নিহত হন।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সরকারি দেবেন্দ্র কলেজের খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আমজাদ হোসেন মোড়ল গাজীপুর জেলার কাপাসিয়ার নলগাঁও গ্রামের চান মিয়া মোড়লের ছেলে। সে মানিকগঞ্জ জেলার দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ শাথায় কর্মরত ছিলেন। চালক ফয়সাল ছাত্রলীগের জেলা কমিটির নেতা বলে জানাযায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সাল আহম্মেদ নামে এক ব্যক্তি রাত ৯টার দিকে দেবেন্দ্র কলেজের মাঠে প্রাইভেটকার চালানোর সময় মাঠের ভিতরে বসে থাকা আমজাদ হোসেন মোড়লের ওপরে প্রাইভেটকার উঠিয়ে দেন। পরে ফয়সাল হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ ফয়সাল ও আমজাদকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন। চালক ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়।
মানিকগঞ্জ থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, দুর্ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে শফিকুল ইসলাম সাবেক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের সালটিয়া ইউনিয়নের রৌহা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও গ্রামের ঢালী বাড়ির মো. আলী নেওয়াজ ঢালীর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী মো. শফিকুল ইসলাম সন্ধ্যার পর ময়মনসিংহ যাওয়ার পথে রৌহা বাজার থেকে অদূরে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ায় পথে তার মৃত্যু হয়। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ র্দুঘটনা ঘটে। নিহত রনি আহম্মেদ রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ইউনিয়নের এমাতপুর গ্রামের মনিরুল ইসলামে ছেলে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের