বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী
৩১ মে ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম
মনোনয়ন প্রত্যাহার ও যাচাই বাছাইয়ের পর খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন দুই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নগরীর খালিশপুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডটিতে কাউন্সিলর পদে একমাত্র প্রার্থী এস এম খুরশিদ আহম্মেদ। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০১৩ ও ২০১৮ সালের সিটি নির্বাচনে তিনি বিজয়ী হন। এই ওয়ার্ডে তিনিই একমাত্র মনোনয়ন দাখিল করেন। তাই এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে না।
অপরদিকে নগরীর ২৪ ওয়ার্ডে একক প্রার্থী রয়েছেন ২৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডন। তিনি ২৭ নম্বর ওয়ার্ড থেকে এর আগে দু’বার কাউন্সিলর নির্বাচিত হন। দলের সিদ্ধান্তে তিনি ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান কাউন্সিলর ও বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি শমসের আলী মিন্টু। যাচাই-বাছাইয়ে ঋণখেলাপী অভিযোগে এই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে আপিলেও হেরে যান। উচ্চ আদালতে আপিল না করায় জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। কেসিসি নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে একক প্রার্থীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওয়ার্ড দুটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী তারা বিনা প্রতিপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এদিকে, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণার গতি ততোই বেড়ে চলেছে। সারা শহর পোস্টারে ছেয়ে গেছে। মাইকিং চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রার্থীরা ভোটারদের নানা রকমের আশ্বাস দিচ্ছেন। প্রার্থীদের পাশাপাশি তাদের কর্মী সমর্থকেরাও রাতদিন কাজ করছেন। মাঠে মূল বিরোধী দল বিএনপি না থাকায় ঠিক নির্বাচনকে কেন্দ্র করে যতোটা উৎসবমূখর পরিবেশ হওয়ার কথা ছিল, ততোটা আনন্দ ও উচ্ছাস নগরীতে নেই। রাজনৈতিক বিশ্লেশকদের মতে, গতবার যারা ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, তাদের বেশিরভাগই এবারও বিজয়ী হবেন। আওয়ামী লীগের প্রার্থীদের বিপরীতে খুব একটা শক্ত প্রার্থী মেয়র পদেও নেই, কাউন্সিলর পদগুলোতেও নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২,মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী