চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০
৩১ মে ২০২৩, ১০:৪১ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম
নগরীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের গণসমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ, চেয়ার ছোঁড়াছুঁড়ি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এক যুবলীগ নেতাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সমাবেশের জন্য আনা চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার বিকেলে জেলা পরিষদ চত্বরে সমাবেশের আয়োজন করে ১৪ দল। প্রায় ১৪ বছর পর বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে ছাত্রলীগের নগরীর ওমরগণি এমইএস কলেজকেন্দ্রিক দুই নেতার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
মাঠে দুই পক্ষের লড়াই চলাকালে সমাবেশের মঞ্চে ১৪ দলের চট্টগ্রামের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ নেতারা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরুর পর একপর্যায়ে পাল্টাপাল্টি শ্লোগান শুরু হয়। এর মধ্যেই হঠাৎ চেয়ার ছোঁড়াছুঁড়িতে লিপ্ত হতে দেখা গেছে মঞ্চের বিপরীতে বসে থাকা কর্মীদের, যাদের অধিকাংশ ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। এর মধ্যেই ছোঁড়া ইটের আঘাতে আহত হন নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী। তাকে রক্তাক্ত অবস্থায় দেখে তার সমর্থকেরা আরও বেপরোয়া হয়ে উঠে। পাল্টা হামলা করে প্রতিপক্ষের ওপর। এ সময় খোরশেদ আলম সুজন মঞ্চ থেকে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপরও দফায়-দফায় মারামারিতে লিপ্ত হন কর্মীরা। এর ফলে গণসমাবেশের কার্যক্রম প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল। পুলিশ সদস্যদের মারামারি থামাতে ব্যস্ত থাকতে দেখা যায়। তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন রকম একশনে যায়নি।
সমাবেশে দেওয়া বক্তব্যে সংঘর্ষে লিপ্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে খোরশেদ আলম সুজন বলেন, যারা মারামারি করেছে, তারা মারামারির উদ্দেশ্য নিয়েই এসেছে। মারামারি করতে আসলে লালদিঘী মাঠে আসেন। মারামারি করার ব্যবস্থা আমরা করে দেব। সমাবেশ মারামারি করার জায়গা নয়।
আ জ ম নাছির উদ্দীন বলেন, যারা সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা আওয়ামী লীগের নেতাকর্মী হতে পারে না। বড় সংগঠনে পছন্দ-অপছন্দ থাকতে পারে। তাই বলে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়াতে পারি না। আমরা সবসময় এটা বলি। তবুও অনেকে উদ্দেশ্য নিয়ে এখানে আসেন। ষড়যন্ত্র করেন। মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা করেন। এরা অনুপ্রবেশকারী। যারা এগুলো করেন তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু সাংবাদিকদের বলেন, ১৪ দলের সমাবেশ প- করতে পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। বিএনপি-জামায়াতের কর্মীরা মিছিলে ঢুকে সমাবেশে এসে কোনো ধরনের উসকানি ছাড়াই ইট-পাটকেল ও চেয়ার ছোঁড়াছুঁড়ি শুরু করে। উসকানি দিয়ে তারা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে জড়াতে বাধ্য করেছে।
কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আরমান হোসাইন বলেন, দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, সমাবেশস্থলে আলাদা মিছিল নিয়ে প্রবেশের পর পাল্টাপাল্টি শ্লোগান দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ওমরগণি এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু এবং ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপের কর্মীদের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি হয় এবং পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী মাথায় আঘাত পান। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এবং সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে সমাবেশ সম্পন্ন হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের