এজলাসে হট্টগোলের অভিযোগে ২৮ আইনজীবীর বিরুদ্ধে জিডি
৩১ মে ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলার সাক্ষ্যগ্রহণকালে এজলাসের ভেতর হট্টগোলের অভিযোগে ২৮ আইনজীবীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো: মামুন বাদী হয়ে ঢাকার কোতোয়ালি থানায় এ জিডি করেন। জিডিতে উল্লেখিত আসামিরা প্রত্যেকেই তারেক রহমান ও ডা: জোবায়দা রহমানের পক্ষে আইনি লড়াই করছেন। বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারকে ১ নম্বর বিবাদী করা হয়েছে। অজ্ঞাতনামা আইনজীবী রয়েছেন ১শ’ থেকে দেড় শ’। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জিডি তদন্ত করছেন। কোতোয়ালি থানার ওসি মো: শাহীনূর রহমান বলেন, আদালতে হট্টগোলের ঘটনায় একটি জিডি করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো: মামুন। মঙ্গলবার রাতেই জিডি করা হয়েছে। তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
জিডিতে বিবাদী হিসেবে যাদের নাম রয়েছে তারা হলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, সেলিম, মিলন, মিনহাজ রানা, আনোয়ার হোসেন, মো: জাবেদ, শফিকুল ইসলাম শফিক, আব্দুল হান্নান, আব্দুল খালেক মিলন, জহিরুল ইসলাম কাইয়ুুম, তাহমিনা আক্তার হাশমী, শামিমা আক্তার শাম্মি, নারগিস সুলতানা মুক্তি, ওমর ফারুক ফারুকী, মো: নিজাম উদ্দিন নিজাম, মো: ইব্রাহীম স্বপন, মো: মোয়াজ্জেম, মো: নূরুজ্জামান, এইচ এম মাসুম, মো: হিরা, মো: সামছুজ্জামান দিপু, মো: বিল্লাল হোসেন, মো: মাসুম হাসান, মো: নিহার হোসেন ফারুক, মো: তাহেরুল ইসলাম তৌহিদ, মো: হাফিজুর রহমান হাফিজ, জহিরুল ইসলাম মুকুল, নূরুজ্জামান তপন।
জিডিতে উল্লেখ করা হয়, ৩০ মে মহানগর দায়রা জজ কোর্ট ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এ তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। দুপুরের বিরতির পর মহানগর দায়রা জজ বিকেল ৩টায় মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে উপস্থিত বিএনপিপন্থি আইনজীবীরা মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করে প্রভাবিত করার চেষ্টা করে আদালতের ভেতর হট্টগোলসহ সাক্ষীদের অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। আদালতে উপস্থিত অ্যাডিশনাল পিপি তাপস পাল ও দুদকের পিপি জাহাঙ্গীর হোসাইন তাদের শান্ত করার চেষ্টা করেন।
বিএনপিপন্থি আইনজীবীরা বিভিন্ন ধরণের শ্লোগানসহ হট্টগোল করে বিচারিক কার্যক্রম ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে বাধা দেয়ার চেষ্টা করেন। এতে আদালতের ভেতর ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হলে মহানগর দায়রা জজ আদালত সাময়িক মুলতবি করেন। পরবর্তী সময়ে থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আরও কিছু সময় পরে আওয়ামীপন্থি আইনজীবীরা আদালতে প্রবেশ করলে বিএনপিপন্থি উল্লেখিত সব আইনজীবী হট্টগোল করতে করতে আদালত কক্ষ ত্যাগ করেন। পরবর্তীসময় আদালত পুনরায় মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণসহ দিনের পরবর্তী বিচারিক কার্যক্রম শেষ করেন।
এদিকে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন মামলায় তারেক রহমান ও ডা: জোবায়দার রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও এক সাক্ষী। তিনি ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে প্রকাশনা শাখার অফিস সহকারি শাহ আলম। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আজ (বৃহস্পতিবার) ১ জুন। ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালতে মামলাটির বিচার চলছে। ৫৬ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৮ জন সাক্ষ্য দিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২,মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী