মে মাসে ১০৩৬ জন হাসপাতালে ভর্তি

বেড়েই চলছে ডেঙ্গু রোগী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

৩১ মে ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম

দেশে আবারও বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ৯৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে। চলতি বছরে পাঁচ মাসে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮২ জন এবং ঢাকার বাইরে ১৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৯৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৪২ জন এবং ঢাকার বাইরে ৪১ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ হাজার ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭২৬ জন। অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩৬ জন এবং মারা গেছেন ২ জন।

এ বছরের পহেলা জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত সারাদেশের মোট ১ হাজার ৯২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে যাচাই-বাছাই শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জনে। শতকরা হিসেবে যা ১৭ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে, শুধু কীটনাশক প্রয়োগ করে নয়, ডেঙ্গু রোগ মোকাবেলায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ব্যারিস্টার শেখ তাপস বলেন, বর্ষা মৌসুমকে মাথায় নিয়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আমরা সচেতনতামূলক গণ লিফলেট বিতরণ কার্যক্রম নিয়েছি। ঘরে ঘরে এই লিফলেট বিতরণ করতে চাই। এর মাধ্যমে ডেঙ্গুকে আমরা সামাজিকভাবে মোকাবেলা করতে চাই, প্রতিরোধ করতে চাই। কারণ, শুধু কীটনাশক প্রয়োগ করে ডেঙ্গু রোগ মোকাবেলা করা সম্ভব না। এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব না। তিনি বলেন, বাসা-বাড়ি, স্থাপনার অভ্যন্তরে যে পানি জমে, থেমে থেমে বৃষ্টির ফলে যে পানি জমে, আগে আমরা বলতাম ৩ দিনে একদিন, জমা পানি ফেলে দিন। আমরা এখন বলছি, পারলে নিয়মিত প্রতিদিন, জমা পানি ফেলে দিন। কোথাও যদি আমরা পানি জমতে না দেই, তাহলে আমরা এই এডিস মশার বিস্তার রোধ করতে পারব। ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে পারব।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এ বছরের প্রথম ৫ মাসে যে পরিমাণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তা গত বছরের তুলনায় পাঁচ গুণ। গত বছর এই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শূন্য থাকলেও এবার এরইমধ্যে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। এ অবস্থায় এডিস মশার বংশ বিস্তারের লাগাম টেনে না ধরলে দেশে ডেঙ্গু সংক্রমণের নতুন ইতিহাস তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৩০, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে ২৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, শিশু হাসপাতালে ৫ জনসহ সরকারি হাসপাতালগুলোতে ১৪৪ জন ভর্তি আছেন। আর বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছেন ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে, সেখানে ১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধির পাওয়ার কারণে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই প্রথম হাসপাতালটিতে ডেঙ্গুর জন্য আলাদা শিশু ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। শিশুদের ওপর ডেঙ্গু সহজেই ঝুঁকি বাড়িয়ে দেয়, এই কারণেই শিশুদের জন্য হাসপাতালটিতে আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে।

মুগদা হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলছেন, শনির আখড়া, কুতুবখালী, কাজলা এলাকার পাশাপাশি মান্ডা, মুগদা, সবুজবাগ এলাকার কিছু রোগীও পাওয়া যাচ্ছে। তার মানে আস্তে আস্তে ডেঙ্গু সংক্রমণ স্প্রেড করছে। সামনের দিনে সংক্রমণকে নির্দিষ্ট এলাকায় রাখা আরও কঠিন হয়ে যাবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সতর্ক হতে হবে। সেইসঙ্গে সকলের সম্মিলিত প্রচেষ্টাও লাগবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে নিয়ন্ত্রণ সহজ হবে।

কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস মশা নির্মূলে পুরো দেশে মশা নিধন প্রক্রিয়া অসম্ভব। তাই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর আবাসস্থল চিহ্নিত করে এডিস মশা নিধন কার্যক্রম পরিচালনার পরামর্শ তাদের। বিশিষ্ট কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, ডেঙ্গু রোগীর তথ্য-উপাত্ত সংগ্রহ করে এডিস মশার লার্ভা ধ্বংসে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ রোগের বিস্তার রোধ অসম্ভব হয়ে পড়বে। ঢাকা শহরে ডেঙ্গুর হটস্পট শনাক্ত করা জরুরি। প্রয়োজনে হাসপাতালগুলো থেকে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গুর স্বাস্থ্য অধিদফতর অংশে রয়েছে পেশেন্ট ম্যানেজমেন্ট। আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট গাইডলাইনটি পুরোপুরি আপডেট করা আছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার, ডেঙ্গু ওয়ার্ড অথবা ডেঙ্গু রোগী ম্যানেজমেন্টের জন্য বিশেষায়িত ইউনিটের ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। পরীক্ষা, চিকিৎসা কেমন হবে, সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া আছে। আমাদের সীমিত সম্পদ, সীমিত জনবল দিয়ে আমরা সর্বোচ্চটা করে যাচ্ছি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের