ঢাকা   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

কেঁচো সার উৎপাদনে আর্থিকভাবে লাভবান অর্ধশতাধিক নারী

Daily Inqilab মোজাম্মেল হক লাল্টু, গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে

০৪ জুন ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম

ক্ষতিকর দিক-বিবেচনায় তৃণমূলের কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টের (কেঁচো সার) দিকে ঝুঁকছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষকেরা। কৃষি অফিসের সহযোগিতায় বাণিজ্যিকভাবে এই কেঁচো সার উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অর্ধশতাধিক নারী। এদিকে, উপজেলার বাণিজ্যিক ভিত্তিতে এ সারের উৎপাদনে সুফল পাচ্ছেন সংশ্লিষ্টরা। দিন দিন এ সারের চাহিদা ব্যাপকভাবে বাড়ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের স্বরূপার চক গ্রামের অর্ধশতাধিক নারী নিজেদের প্রচেষ্টায় বাড়িতে গড়ে তুলেছেন ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) তৈরির হাউজ। ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিপনণে তাদের সংসারে এসেছে স্বচ্ছলতা। এক সময়ের নিত্য অভাবকে জয় করে এখন তারা নিজেরাই স্বাবলম্বী। সমাজ তথা পরিবারেও তাদের মাথা উঁচু করে দিয়েছে এই কর্মযজ্ঞ।

উদ্যোক্তা মোছা. জোসনা আক্তার বলেন, এক সময় আমার সংসারে অভাব ছিল। ওই অবস্থায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আমার আশেপাশের কয়েকজন নারীদের নিয়ে সমবায় সমিতি গঠন করে প্রথমে তিনটি রিং-এ থাই কেঁচোর দ্বারা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করি। সেই সার দিয়ে আমি ও আশেপাশের নারীরা পরিত্যক্ত জমিতে সবজি চাষ করি। সেই বিষমুক্ত সবজি নিজেদের চাহিদা পূরণের পর বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তিনি আরো বলেন, প্রথমে কৃষি অফিসের সহায়তায় ৫টি রিংয়ে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করেছি, পরে আমি সার বিক্রি করে আরো রিং বাড়িয়েছি। বর্তমানে আমার এখানে ২০টি রিং রয়েছে। আমাদের উৎপাদিত ভার্মি কম্পোস্টের সুনাম আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। নিজেদের চাহিদা পূরণ করে প্রতি মাসে এই কম্পোস্ট সার বিক্রি করে ৭-১০ টাকা হাজার পর্যন্ত আয় হচ্ছে তার। এছাড়া দূরদূরান্তের কৃষকরা এ সার ব্যবহার করে উপকৃত হচ্ছেন।

আরেক উদ্যোক্তা খোদেজা বেগম বলেন, এক সময় দু’টি টাকার জন্য স্বামীর কাছে ধরনা ধরে থাকতে হত। ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে তিনি এখন স্বাবলম্বী। তিনি এখন সংসারেও নিজের উপার্জিত টাকা খরচ করে সম্মানিত বোধ করেন। সেইসাথে ছেলে-মেয়েদের বিভিন্ন প্রয়োজনে তাদের হাতেও কিছু টাকা দিতে পারেন।
উপজেলা কৃষি অফিসের পরামর্শে কৃষি উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির মাধ্যমে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে খোদেজা বেগমের মতো ওই গ্রামের অর্ধশত নারী এখন স্বাবলম্বী। এ গ্রামের নারীদের উৎপাদিত ভার্মি কমপোস্ট সার বিক্রিতেও কোন ঝামেলা পড়তে হয় না। কারণ শুধু গোয়ালন্দ না, রাজবাড়ী জেলার বিভিন্ন স্থান থেকে এসে তাদের উৎপাদিত টন টন সার বাড়ি থেকেই ১২ থেকে ১৫ টাকা কেজি দরে কিনে নিয়ে যায়। এই গ্রামের বেশির ভাগ মানুষ দীর্ঘদিন ধরে কৃষির উপর নির্ভরশীল। তবে গ্রামটির বিশেষত্ব হচ্ছে পুরুষরা মাঠে কাজ করলেও গৃহিণীরা বাড়িতে গবাদি পশু পালন এবং গোবর থেকে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন। এই গ্রামের নারীরা কোনোভাবেই পুরুষের চেয়ে পিছিয়ে নেই।

কৃষি উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিউটি আক্তার জানান, গ্রামের গৃহবধূদের তাদের সমিতির মাধ্যমে কেঁচো সার তৈরির ধারনা দেন স্থানীয় কৃষি অফিস। তারাই প্রশিক্ষণ ও কেঁচো সরবরাহ করেছিলেন। বর্তমানে তাদের সমিতির অন্তত ৫২ জন্য সদস্য নিজ বাড়িতে ভার্মি কম্পোস্ট সার তৈরি করছেন। এতে তারা সবাই লাভবান। স্থানীয় কৃষি অফিস তাদেরকে সার্বিক সহযোগিতার পাশাপাশি উৎপাদিত সার বিক্রিতেও সহযোগিতা করে থাকে।

কৃষক মো. সাইদ বলেন, আমি সবজি চাষে প্রথমে অল্পকিছু ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে সুফল পেয়েছি, পরে ৬ বিঘা জমিতে সবজি চাষে আমি অধিকাংশ সময় রাসায়নিক সার কম ব্যবহার করে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) বেশি ব্যবহার করেছি। এতে সবজিও ভালো ধরেছে, খেতেও অনেক সুস্বাদু।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, ধান, গম, পাটসহ বিভিন্ন শাক-সবজি, ফলবাগানে এ সার ব্যবহার করে ভালো ফলন পাওয়া যায়। এর ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি বাড়ে, মাটিতে বায়ু চলাচল বাড়ে। পানির ধারণ ক্ষমতা বাড়ে ও বিষাক্ততা দূরীভূত হয়।

এছাড়া মাছ চাষের ক্ষেত্রে কেঁচো সার প্রয়োগ করে কম খরচে অতি দ্রুত সুস্বাদু মাছ উৎপাদন করে অধিক মুনাফা অর্জন সম্ভব হয়। ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে তেমন কোনো খরচ নেই বললেই চলে। নিজেদের বাড়িতে পালিত গরুর গোবর অথবা সামান্য দামে গোবর কিনেই এই সার উৎপাদন করা যায়। গোয়ালন্দ উপজেলা এই সার উৎপাদন করে ৫০ জনেরও বেশি নারী স্বাবলম্বী হয়েছেন।
এছাড়া ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে মাটি স্বাস্থ্যবান হয়। বিষমুক্ত শাক-সবজিসহ অন্যান্য ফসল উৎপাদনে কেঁচো সার খুবই কার্যকর। একজন কৃষক এই সার একবার ব্যবহার করলে, তিনি নিজের তাগিদে এই সারের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

তিনি আরো বলেন, উপযুক্ত পরিবেশে ভার্মি কম্পোস্ট তৈরিতে প্রায় ৪০ দিন সময় লাগে। ভার্মি কম্পোস্ট মাটির নিরাপদ স্বাস্থ্যে ভীষণ জরুরি। কেঁচো কম্পোস্টে অন্যান্য কম্পোস্টের চেয়ে প্রায় সাত থেকে ১০ ভাগ পুষ্টিমান বেশি থাকে। প্রথমদিকে কম্পোস্ট তৈরি হতে সময় বেশি লাগে (৬০-৭০ দিন) পরবর্তীতে মাত্র ৪০ দিনেই কম্পোস্ট তৈরি হয়। ‘আমরা কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার বাড়াতে পরামর্শ দিয়ে থাকি। এছাড়া প্রতিনিয়ত জৈব সার উৎপাদনের সাথে জড়িতদের প্রশিক্ষণের মাধ্যমেদাতা বৃদ্ধির চেষ্টা করছি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কুমিল্লায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আরও বিপাকে কেজরিওয়াল, ফের ১৪ দিনের জেল হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী

আরও বিপাকে কেজরিওয়াল, ফের ১৪ দিনের জেল হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী

রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের

রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের

আইসিসির প্রতিনিধি দল পরিদর্শন করলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম !

আইসিসির প্রতিনিধি দল পরিদর্শন করলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম !

চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫০ ভাগ

চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫০ ভাগ

রিজওয়ান টি-টোয়েন্টির ব্রাডম্যান: আফ্রিদি

রিজওয়ান টি-টোয়েন্টির ব্রাডম্যান: আফ্রিদি

রাজধানীসহ সারাদেশে আল্লাহর রহমতের বৃষ্টি চেয়ে ইসতেস্কা নামাজ আদায়

রাজধানীসহ সারাদেশে আল্লাহর রহমতের বৃষ্টি চেয়ে ইসতেস্কা নামাজ আদায়

মুস্তাফিজের চলে যাওয়া চেন্নাইর জন্য ক্ষতির বিষয়: হাসি

মুস্তাফিজের চলে যাওয়া চেন্নাইর জন্য ক্ষতির বিষয়: হাসি

সাভারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

সাভারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

শাকিবের ‘তুফান’-এ বিশেষ চরিত্রে চঞ্চল চৌধুরী

শাকিবের ‘তুফান’-এ বিশেষ চরিত্রে চঞ্চল চৌধুরী

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু

সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা

সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা

নোয়াখালীতে গরমে হাঁসফাঁস করা মানুষদের পাশে পুলিশ সুপার

নোয়াখালীতে গরমে হাঁসফাঁস করা মানুষদের পাশে পুলিশ সুপার

ওডেসায় রুশ ড্রোন হামলায় নয়জন আহত

ওডেসায় রুশ ড্রোন হামলায় নয়জন আহত

বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

মধুখালিতে লঙ্কান্ড তৌহিদ জনতা পুলিশ মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ টিয়ারগ্যাসে পুরো এলাকা ছিল অন্ধকার।

মধুখালিতে লঙ্কান্ড তৌহিদ জনতা পুলিশ মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ টিয়ারগ্যাসে পুরো এলাকা ছিল অন্ধকার।

হঠাৎ কী হলো মেহজাবীন-সিয়ামের, রহস্যজনক পোস্টে উত্তাল নেটদুনিয়া

হঠাৎ কী হলো মেহজাবীন-সিয়ামের, রহস্যজনক পোস্টে উত্তাল নেটদুনিয়া

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ছাত্রলীগ সভাপতি সহ কেএনএফের ৭ জন আটক

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ছাত্রলীগ সভাপতি সহ কেএনএফের ৭ জন আটক

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বেসুরো বাঁশী বাজাচ্ছে- এবি পার্টি।

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বেসুরো বাঁশী বাজাচ্ছে- এবি পার্টি।

প্রবাসিকল্যাণ মন্ত্রী শফিক চৌধুরীর যুক্তরাজ্যে যাত্রা : ব্যাপক সম্বর্ধনার প্রস্তুতি

প্রবাসিকল্যাণ মন্ত্রী শফিক চৌধুরীর যুক্তরাজ্যে যাত্রা : ব্যাপক সম্বর্ধনার প্রস্তুতি