ডেঙ্গুর কবলে ঢাকা সিটি কর্পোরেশন

পরিবার নিয়ে মেয়র বিদেশ ভ্রমণে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ জুলাই ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম

রাজধানী ঢাকা উত্তর ও দক্ষিন দুই সিটি কর্পোরেশনে গত ১৬ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৪২ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৩ হাজারেরও বেশি। এই দুটি তথ্যই বলে দিচ্ছে ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি কতটা খারাপের দিকে যাচ্ছে। এটা সরকারি হিসেব। এর বাইরে হাজার হাজার ডেঙ্গু রোগী রাজধানীর বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে সিটি করপোরেশনের তৎপরতা নিয়ে প্রশ্ন আছে। বিশেষজ্ঞরা কয়েক মাস আগে জানিয়েছিল, এবারের বর্ষা মৌসুমে ডেঙ্গুর পাদুর্ভাব ঘটবে। তাই ডেঙ্গু নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। কোনো কিছুই কর্ণপাত করেননি ঢাকার দুই সিটির মেয়র। দক্ষিণ সিটির আওতাধীন পূর্ব জুরাইন এলাকার বাসিন্দারা মশকনিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগ এনে সমাবেশ পর্যন্ত করেছেন।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর শনির আখড়ার দেশ বাংলা, রুপসি বাংলা, রয়েল নামের তিনটি ক্লিনিকে সরেজমিন ঘুরে দেখা যায় ডেঙ্গু রোগী এবং তাদের পরিজনদের ভীড়ে তিল ধরণের ঠাই নেই। ঢাকা বার এসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি জানান, তার জহিরুল ইসলাম মেডিকেল কলেজে পড়–য়া মেয়ে মারিয়া রহমান সৃষ্টি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ দিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়েছেন। আত্মীয় মোছাম্মদ রাখা বেগমের ডেঙ্গু হওয়ায় রুপসি বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখার ৪ বছরের বাচ্চাও ডেঙ্গুতে আক্রান্ত। বললেন, এই যে মহল্লার ক্লিনিকগুলোতে শত শত ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন; এগুলোর হিসেবে সরকারি খাতায় নেই। আনোয়ার হোসেন নামের একজন জানান, তার দ্বিতীয় শ্রণিতে পড়–য়া ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ দিন চিকিৎসা নেয়ার পর ভাল হয়েছে। স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে রয়েছে।

এমন পরিস্থিতিতে ঢাকার দুই মেয়রের আরো কার্যকর ভূমিকা চায় বিভিন্ন সংগঠন। মশকনিধন কার্যক্রমে সামনে থেকে তাঁদের নেতৃত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। কিন্তু ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস ১৭ দিনের জন্য গত বৃহস্পতিবার সপরিবার বিদেশ সফরে গেছেন। এই সময়ে তার বিদেশ ভ্রমণ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

ঢাকা সিটি কর্পোরেশনের মানুষ যখন ডেঙ্গু আতঙ্কে দিনযাপন করছেদ; তখন মেয়র পরিবার পরিজন নিয়ে বিদেশ ভ্রমনে গেছেন। মেয়রের এই ভ্রমণ নিয়ে ঢাকা দক্ষিণ সিটির নথিতে উল্লেখ করা হয়েছে, ১৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ১৭ দিন পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাজ্য, স্পেন, ডেনমার্ক ও সেনজেনভুক্ত অন্যান্য দেশ ভ্রমণ করবেন। এই ভ্রমণের বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং যাবতীয় ব্যয়ভার মেয়র ব্যক্তিগতভাবে বহন করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল থেকে ভ্রমণের ব্যয় বহন করা হবে না।

ডেঙ্গু পরিস্থিতিতে বিদেশ ভ্রমণের বিষয়ে জানতে মেয়র শেখ ফজলে নূর তাপসের মুঠোফোনে (ভাইবারে) এক গণমাধ্যম কর্মী পক্ষ থেকে খুদে বার্তা পাঠানো হয়। তবে তিনি কোনো জবাব দেননি। পরে সিটি করপোরেশনের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের কাছে একই বিষয়ে জানতে চাইলে তিনিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

মেয়রের বিদেশযাত্রার পরের দিন গত শুক্রবার বিকেলে ‘মশকনিধনে গাফিলতির প্রতিবাদে এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে’ সমাবেশ করেছেন পূর্ব জুরাইন এলাকার বাসিন্দারা। এতে কয়েকশ স্থানীয় মানুষ অংশ নেন। সমাবেশে অভিযোগ করা হয়, সিটি করপোরেশনের দায়িত্বহীনতার কারণে ডেঙ্গু মহামারির আকার ধারণ করেছে।

‘আমরা জুরাইনবাসী ডেঙ্গু থেকে বাঁচতে চাই’ এই ব্যানারে আয়োজিত সমাবেশে বলা হয়, পূর্ব জুরাইনের প্রতিটি ঘরেই ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছেন। রক্ত দিতে দিতে এলাকার তরুণেরা ক্লান্ত হয়ে পড়েছেন। এ এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানান তারা। সমাবেশে পূর্ব জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে মেয়র ইউরোপে ঘুরতে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম ১৬ দিনে ঢাকার বিভিন্ন এলাকার ১২ হাজার ৯০৬ জন বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪২ জন। আর রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে শুধু মুগদা হাসপাতালে গত ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮১৩ জন। একই সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯৮ জন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ভর্তি হয়েছেন ৬৩৪ জন। আর স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার একাধিক জরিপে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর ঢাকা শহরে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বেশি।

ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে মেয়রের বিদেশ ভ্রমণের বিষয়ে নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত স্থপতি ইকবাল হাবিব বলেন, মেয়র পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণে যেতেই পারেন। কিন্তু আমরা তো এখন ডেঙ্গু মহামারিতে পড়লাম। এই পরিস্থিতি যদি মেয়র অনুভব না করেন, তাহলে প্রতিশ্রুতির সঙ্গে প্রাপ্তিটা কম হয়। এমন পরিস্থিতিতে মেয়র নিজে থেকে নেতৃত্ব দিয়ে মশকনিধনে এবং ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গণ-আন্দোলন গড়ে তুলবেন বলে মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু সংকটকালে তার এই ভ্রমণ দুঃখবোধ জাগিয়ে দেয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
অযোগ্য হবেন হাসিনা?
উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে
আরও

আরও পড়ুন

প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা

প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা

ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০

ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০

যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক

যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক

বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ

বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ

হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন

হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন

ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ

ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫

গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান

গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান

বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ

বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা

গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার

গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার

স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর

মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর

অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু

অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু

দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ

দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার

ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের

ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের

শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার

অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার

সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া

সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া