রাধাবতী দেবীর ‘কলাবতী শাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে
১৭ জুলাই ২০২৩, ১০:৫৫ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
সিলেটের রাধাবতী দেবীর ‘কলাবতী শাড়ি’ এখন প্রধানমন্ত্রীর হাতে। কলা গাছের তন্তু থেকে শাড়ি তৈরি করে তাক লাগিয়েছেন তিনি, সৃষ্টি করেছেন অনন্য এক ইতিহাস। আর এ তাক লাগানো শাড়ি এখন খোদ প্রধানমন্ত্রীর দরবারে। কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়িসহ হস্তশিল্পজাত কিছু পণ্য গতকাল হস্তান্তর করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।
প্রধানমন্ত্রীর প্রেসউইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুপুরে তার কার্যালয়ের মন্ত্রী সভা কক্ষে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত ৩টি শাড়ি ও ২টি জুয়েলারি বক্স হস্তান্তর করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে মণিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁত শিল্পী রাধাবতী দেবী। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া পৃথক ৩টি শাড়ি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।
কলাগাছের তন্তু দিয়ে শাড়ি তৈরি নতুন এক উদ্ভাবন। এ উদ্ভাবনের পেছনে রয়েছেন দুজন নারীর চিন্তা ও কর্মতৎপরতা। একজন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এবং অন্যজন কমলগঞ্জের রাধাবতী দেবী। সম্প্রতি তাদের সাফল্যের গল্প ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। ১৫ দিনের চেষ্টায় প্রথমবারের মতো কলাগাছের আঁশ থেকে তৈরি সুতা দিয়ে শাড়ি বুনেছেন। ১২ হাত লম্বা এ শাড়িটি বুনন করে বাংলাদেশ তথা বিশ্বকে চমকে দিয়েছেন। দৃষ্টিনন্দন শাড়ির নাম রাখা হয় ‘কলাবতী’।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরী জনগোষ্ঠীর গ্রাম ভানুবিল মাঝেরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন রাধাবতী দেবী। পারিবারিক ঐতিহ্য হিসাবে ১৯৭৫ সাল থেকে মণিপুরী তাঁতবস্ত্র তৈরি করছেন তিনি। ১৯৯২ সাল থেকে শাড়ি তৈরি শুরু করেন। মৌলভীবাজারের কমলগঞ্জে তিনিই প্রথম শুরু করেন তাঁতের তৈরি বস্ত্র। মাফলার, ওড়না, শাড়ি, গামছা, উত্তরীয়সহ বিভিন্ন পণ্য তিনি তৈরি করতেন। রাধাবতীর ফুফাতো ভাইয়ের মাধ্যমে তার দক্ষতার খোঁজ পান বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। ইয়াছমিন কয়েক মাস আগে কমলগঞ্জ থেকে তাকে নিয়ে যান বান্দরবনে। তাকে দেখানো হয় কলাগাছের আঁশের সুতায় তৈরি ব্যাগ, জুতা, পাপোস, ফুলদানি, ফাইলকভার, কলমদানিসহ হস্তশিল্প সামগ্রী। পাশাপাশি তাকে বলা হলো কলাগাছের সুতা দিয়ে একটি শাড়ি বুনন করে দিতে। পরবর্তীতে তিনি ১৫ দিনের চেষ্টায় এ কাজে সফলতা অর্জন করেন। আগামীতে আরো কম সময়ে ও কম খরচে আরো মসৃণ ও উন্নতমানের শাড়ি তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার