বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

হাফেজ রেজাউল হত্যাকা-ের দায় সরকারকেই নিতে হবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

৩১ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে গুলিস্তানে প্রতিদ্ধন্দী দু’ দু’পক্ষের সংঘর্ষে পথচারি হাফেজ রেজাউল করীম নিহত হন। কথিত শান্তি সমাবেশের আয়োজক যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা হাফেজ রেজাউলকে রাজপথে নির্মমভাবে খুন করেছে। এই হত্যাকান্ডের দায় সরকারকেই নিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনীদেরক গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো গোটা বাংলাদেশের ইসলামপন্থী ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে। গতকাল বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ : যাত্রাবাড়ী বড় মাদরাসার জালালাইন জামাতের ছাত্র হাফেজ রেজাউল করীমের হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত শুক্রবার বায়তুল মোকাররম দক্ষিণ প্রাঙ্গনে অনুষ্ঠিত সরকার দলীয় কথিত শান্তি সমাবেশের বলি হাফেজ রেজাউল। ব্যক্তিগত প্রয়োজনে বায়তুল মোকাররম এসেছিলেন রেজাউল। সে কোন রাজনৈতিক দলের কর্মী নয়। কথিত শান্তি সমাবেশের আয়োজক যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা হাফেজ রেজাউলকে রাজপথে নির্মমভাবে খুন করেছে। এই খুনের সঙ্গে কারা জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতারা নিশ্চয় তা জানেন।

আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনীদেরক গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো গোটা বাংলাদেশের ইসলামপন্থী ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে। এই হত্যাকান্ডের দায় সরকারকেই নিতে হবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা শাহ আতাউল্লাহ গুলিস্তানে শান্তি সমাবেশ শেষ প্রতিদ্ধন্দী দু’পক্ষে সংঘর্ষে মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করীমের হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ খেলাফত চাত্র মজলিস ঢাকা মহানগরী : আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করীমের হত্যার বিচার এবং খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার বিকেলে মোহাম্মদপুরস্থ বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠনে বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, মুহাম্মাদ কামাল উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ আষরাফ, মাওলানা জাকির হুসাইন মুহাম্মাদ আব্দুল আজিজ। পরে হাফেজ রেজাউল করীমের হত্যাকারীদের বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ইসলামী ঐক্যজোট : সম্প্রতি রাজধানীতে একটি রাজনৈতিক দলের সমাবেশে দুপক্ষের সংঘর্ষে কওমি মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করীম নিহতের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত শুক্রবার অসুস্থ শরীর নিয়ে ওষুধ কিনতে গুলিস্তানে গিয়ে একটি দলের প্রতিদ্ধন্দী দু’ দু’পক্ষের সংঘর্ষে নিহত হন। এ বর্বরোচিত ঘটনায় আমরা বাকরুদ্ধ, স্তব্ধ। কোন ভাষায় নিন্দা জানাবো, তা আমাদের জানা নেই। অবিলম্বে এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। অন্যথায় ইসলামী ঐক্যজোট রাজপথে কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবে। গতকাল ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধি দল গ্রামের বাড়ীতে নিহত হাফেজ রেজাউল করীমের কবর যিয়ারত করে শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাত করে শান্তনা দেন।

খেলাফত মজলিস :
গুলিস্তান এলাকায় আওয়ামীলীগের কথিত শান্তি সমাবেশ শেষে দলীয় আভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘর্ষে হাফেজ রেজাউল করিম হত্যাকা-ের তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় শহীদ হাফেজ রেজাউল করিমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাতিল প্রতিরোধ পরিষদ : বাতিল প্রতিরোধ পরিষদের সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল এক বিবৃতিতে আওয়ামী লীগের প্রতিপক্ষের সংঘর্ষে মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করীমের হত্যাকা-ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে খুনীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক সংঘাতের দরুণ দেশের মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। তিনি নিহত হাফেজ রেজাউলের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম : শান্তি সমাবেশ শেষে গুলিস্তানে দু’পক্ষের সংঘর্ষে হাফেজ রেজাউল করীমের হত্যাকা-ের প্রতিবাদ এবং খুনীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা এহতেশামুল হক সাখীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইসলামী যুব সমাজের মহাসচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, জামীল সিদ্দিকী, মাওলানা ইমদাদুল্লাহ ও মাওলানা মাহমুদুল হাসান নোমান।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ : যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ শেষে দুপক্ষের সংঘর্ষে ঢাকার যাত্রাবাড়ী মাদরাসার নিরীহ ছাত্র হাফেজ রেজাউল করীমের উপর অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির। এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে একজন নিরীহ মাদরাসার ছাত্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি বলেন, আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হাফেজ রেজাউল করীমের পিতা-মাতার কাছে প্রশাসন ও সরকার দলীয় নেতৃবৃন্দ কি জবাব দিবেন? শহিদুল ইসলাম কবির বলেন, হাফেজ রেজাউল করীমের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দেশবাসীর প্রাণের দাবী।

এদিকে চট্টগ্রাম ব্যুরো জানায়, এই সরকার ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে আলেম-ওলামা ও তৌহিদী জনতার উপর গণহত্যা চালিয়েছিলো। ২০২১ সালে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে ২০২১ সালে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ জন নিরাপরাধ আলেম, মাদরাসা ছাত্র ও তৌহিদী জনতাকে হত্যা করেছে। অবিলম্বে নিরাপরাধ হাফেজ রেজাউল করিমের হত্যাকা-ে জড়িত খুনীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। নিহত রেজাউল করিমের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। সরকার যদি রেজাউল করিম হত্যার বিচার না করে তাহলে সারাদেশে এই হত্যাকা-ের প্রতিবাদে দাবানল জ্বলে উঠবে। বিবৃতিদাতারা হলেন- মাওলানা জুনায়েদ আল হাবিব, সাবেক এমপি অ্যাড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুফতি বশির উল্লাহ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি হারুন ইজহার, মাওলানা মোহাম্মদ জোবাইর, মাওলানা কুরবান আলী কাসেমী প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
আরও

আরও পড়ুন

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

থিনেস্ট স্বাস্থ্যের

থিনেস্ট স্বাস্থ্যের