ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
চট্টগ্রামে অতিবর্ষণ পাহাড়ি ঢল বন্যায় ৭৭৩ কি.মি. সড়ক বিনষ্ট জোড়াতালি দিয়ে চলছে সংস্কার পথে পথে জনদুর্ভোগ চরমে

ফাঁকির রাস্তা ঢলে শেষ

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

১৬ আগস্ট ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

টানা কয়েকদিনের বৃষ্টি পাহাড়ি ঢল আর বন্যায় চট্টগ্রামের সড়ক অবকাঠামো বেহাল হয়ে পড়েছে। সরকারি হিসেবে মহানগর ও জেলায় ৭৭৩ কিলোমিটার কাঁচা পাকা সড়ক বিনষ্ট হয়েছে। জোড়াতালি দিয়ে চলছে সড়ক সংস্কার কাজ। তাতে পথে পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে। সংশ্লিষ্টরা বলছেন, জোড়াতালি তথা নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ ও সংস্কার করায় কয়েকদিনের বৃষ্টিতেই তা বিনষ্ট হয়ে গেছে। ভুক্তভোগীরা বলছেন, ফাঁকির রাস্তা ঢলেই শেষ হয়ে গেছে। এবারের বর্ষায় তেমন বৃষ্টিপাত হয়নি।
তবে চলতি মাসের শুরু থেকে টানা বর্ষণ সেই সাথে জোয়ার ও পাহাড়ি ঢলে সড়কের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলায় প্রবল বন্যায় গ্রামীণ জনপদের সড়ক অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানান, বৃষ্টিপাত পাহাড়ি ঢল ও বন্যায় জেলার বিভিন্ন উপজেলায় ৭২৩ কি.মি. সড়ক নষ্ট হয়েছে। এর মধ্যে পাকা সড়ক ৩৫৩ কি.মি. এবং বাকি ৩৭০ কি.মি. আধা পাকা ও কাঁচা সড়ক। বিভিন্ন উপজেলা থেকে ক্ষয়ক্ষতির এ বিবরণ দেয়া হয় তা থেকে এ চিত্র পাওয়া গেছে বলে জানান তিনি। অন্যদিকে মহানগরীতে কয়েকদিনের টানা বৃষ্টি পাহাড়ি ঢল আর জোয়ারে সৃষ্ট পানিবদ্ধতায় প্রায় ৫০ কি.মি. সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যেসব সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল না সেসব সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এসব গর্তে আটকা পড়ছে ভারী যানবাহন। তাতে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যানজটও স্থায়ী রূপ নিয়েছে। মহানগরীর বেশিরভাগ এলাকা প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে। এখনও অনেক এলাকায় রাতে-দিনে দুইবার জোয়ারের পানি উঠছে। জোয়ারে প্লাবিত এলাকার সড়কের অবস্থাও এখন বেহাল। মহানগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, নিউমার্কেট, কদমতলী, আগ্রাবাদ-এক্সেস রোড, সিডিএ এভিনিউ, জাকির হোসেন রোডসহ অনেক এলাকায় সড়ক ভেঙেচুরে একাকার হয়ে গেছে।

বড় বড় সড়কের পাশাপাশি অলিগলিতেও সড়কের বেহাল দশা। যেসব সড়কে বৃষ্টি ও জোয়ারের পানি জমেছে সেসব সড়কে ক্ষতি হয়েছে বেশি। ভারী যানবাহনের চাকায় এসব সড়কে খানাখন্দক বেড়েই চলেছে। সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর সড়কের ড্রাইডক এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সড়কে হাঁটুসমান পানি জমে আছে। ভারী বর্ষণ হলে সড়কের ওই অংশে পানিবদ্ধতার সৃষ্টি হয়। হাঁটুসমান পানির উপর দিয়ে চলে বন্দরের আমদানি-রফতানি পণ্যবাহী লরি কাভার্ডভ্যানসহ ভারী যানবাহন। তাতে বিশাল অংশে রীতিমত ভাঙন দেখা দিয়েছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ওই সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

স্থানীয়রা বলছেন, বর্ষার আগেই এসব সড়ক সংস্কার করা হয়। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে এসব সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বেশিরভাগ সড়কে নেই পানি নিষ্কাশন ব্যবস্থা। পানি জমে বিনষ্ট হয়েছে অনেক সড়ক। বৃষ্টি থামার পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জোড়াতালি দিয়ে এসব সড়ক সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে। এখানেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে বৃষ্টি জোয়ারে আবারও এসব সড়ক বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বর্ষার মধ্যেও মহানগরীর বেশ কয়েকটি সড়কের মধ্যে উন্নয়নের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। নগরীর প্রধান সড়কের ফকিরহাট থেকে আগ্রাবাদ হয়ে দেওয়ানহাট ও টাইগারপাস পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। প্রধান সড়কটির একপাশের অবস্থা মোটামুটি ভালো হলেও অন্যপাশের অবস্থা একেবারেই বেহাল। লালখান বাজার থেকে শুরু করে দেওয়ানহাট, আগ্রাবাদ-বারিক বিল্ডিং, ফকিরহাট হয়ে সল্টগোলা পর্যন্ত সড়কের বামপাশে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সড়কে চলাচল করে ভারী যানবাহন। এসব ভারী যানবাহনের চাকায় সড়কে খানাখন্দ বেড়েই চলেছে। বেহাল সড়কের কারণে লালখান বাজার থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত যানজট স্থায়ী রূপ নিয়েছে।

মহানগরীর ইপিজেড থেকে সিমেন্ট ক্রসিং হয়ে বিমানবন্দর এবং কাটগড় পর্যন্ত সড়কেও বড় বড় গর্ত। চট্টগ্রাম বন্দরের আমদানি-রফতানি পণ্যবাহী ভারী যানবাহন এসব সড়ক দিয়ে চলাচল করে। সড়কের গর্ত ভরাট না করায় ভারী যানবাহনের চাপে এসব সড়ক ভেঙেচুরে একাকার হয়ে যাচ্ছে। নবনির্মিত আউটার রিং রোড এবং পোর্ট কানেকটিং রোডের বিভিন্ন অংশেও সড়কের ক্ষতি হয়েছে। তবে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, বৃষ্টি থেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে। যেসব সড়কে বড় বড় গর্ত তৈরি হয় সেসব ভরাট করা হচ্ছে।

এলজিইডির কর্মকর্তারা জানান, গ্রামীণ জনপদে ক্ষতিগ্রস্ত সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের অনেক এলাকায় যেসব সড়ক প্লাবনে ভেঙেচুরে গেছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হচ্ছে। প্রবল বন্যায় সাতকানিয়া চন্দনাইশ, পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক ভেঙেচুরে একাকার হয়ে গেছে। ভেসে গেছে ছোট ছোট ব্রিজ, কালভার্ট। অনেক সড়কের ইট, কংকর পর্যন্ত উঠে গেছে। বেশ কয়েকদিন বন্যার পানিতে তলিয়ে থাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষতি হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা