ভারত থেকে এলো ৬৫ হাজার ৮৫৫ কেজি কাঁচামরিচ
১৭ আগস্ট ২০২৩, ১১:৫৯ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম

এক দিনেই এলো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৬৫ হাজার ৮৫৫ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। গত বুধবার সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৯টি ট্রাকে বন্দর দিয়ে এসব কাঁচামরিচ আমদানি করা হয়। এতে কমতে শুরু করেছে কাঁচামরিচের ঝাঁজ। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় কাঁচামরিচের দাম কেজিতে ৫০ টাকা করে কমেছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ১৭০ থেকে ১৮০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুঁশি বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকারসহ নিম্নআয়ের মানুষ।
হিলি স্থলবন্দরে কাঁচামরিচ কিনতে আসা মোস্তফা হোসেন বলেন,দেশিয় কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে আমদানিকৃত ভারতীয় কাঁচামরিচের চাহিদা রয়েছে। সেই কারণে আমরা হিলি স্থলবন্দর থেকে কাঁচামরিচ ক্রয় করে নিয়মিত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলাম। ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে কাঁচমরিচ আমদানির ফলে দাম স্থিতিশীল পর্যায়ে ছিল। আমদানিকৃত কাঁচামরিচের দাম ১০০ টাকার মধ্যেই ছিল কিন্তু হঠাৎ করে গত সপ্তাহ থেকে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। দাম বাড়তে বাড়তে ১৭০ থেকে ১৮০ টাকায় উঠে যায়। বাড়তি দামের কারণে আমাদের কাঁচামরিচ কিনতে বিপাকের মধ্যে পড়তে হচ্ছিল। বর্তমানে মরিচের আমদানি বেড়েছে, তেমনি দাম কমে এসেছে। যার কারণে আমাদের যেমন কিনতে সুবিধা হচ্ছে। তেমনি মোকামে চাহিদামত পাঠাতে পারছি, তেমনি ক্রেতারাও কম দামে কিনতে পারছে।
হিলি স্থলবন্দরে আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পর থেকেই দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। স¤প্রতি দুই-তিন দিন ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা ওই সময়ে ক্ষেত থেকে কাঁচামরিচ তুলতে পারেননি। যার কারণে ভারতের মোকামে কাঁচামরিচের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখীর সঙ্গে সঙ্গে বন্দর দিয়ে আমদানি অনেকটা কমে যায়। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়। তবে বর্তমানে আবহাওয়া ভালো হওয়ায় কৃষকরা ক্ষেত থেকে কাঁচামরিচ তুলতে শুরু করেছেন। যার কারণে ভারতের বাজারে কাঁচামরিচের সরবরাহ অনেকটা বেড়েছে, তেমনি দাম কমেছে। সেই সঙ্গে বন্দর দিয়ে আমদানি আগের তুলনায় বেড়েছে। শুধু হিলি স্থলবন্দর দিয়ে নয়, দেশের সবগুলো স্থলবন্দর দিয়েই ভারত থেকে প্রচুর পরিমাণে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। যার কারণে দেশের বাজারে আবারো দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। শোক দিবসের ছুটির কারণে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। এক দিনেই বন্দর দিয়ে ৯টি ট্রাকে ৬৫ হাজার ৮৫৫ কেজি কাঁচামরিচ আমদানি হয়। কাঁচামরিচ যেহেতু একটি কাঁচাপণ্য গরমে ও বৃষ্টিতে পচে নষ্ট হয়। যার কারণে কাস্টমসের সকল প্রক্রিয়া শেষে দ্রæত যেন তারা বন্দর থেকে খালাস করে নিতে পারে বন্দর কর্তৃপক্ষ তার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

থানায় ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবাকে জখম, আটক ২

রমজান মু’মিনের জন্য গনিমতের মাস- জুমার খুৎবা পূর্ব বয়ান

রাঙামাটির কাপ্তাই হ্রদ হতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আছিয়ার বাড়িতে গেলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল

গফরগাঁওয়ে ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হওয়া উচিত: ট্রাম্প

কন্যা হারালেন জাজাই

ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত, ধর্ষকদের ফাঁসি দাবি

আলভারেসের সেই গোল নিয়ে যা বলল উয়েফা

শরীয়তপুরে উপ-সহকারী প্রকৌশলীর ওপর ঠিকাদারের হামলা, থানায় অভিযোগ

জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন

সিরিয়ার অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে

সুন্দরবনের গহীন থেকে নারী উদ্ধার

পটুয়াখালী পুকুরে ডুবে শিশুর মৃত্যু পটুয়াখালী পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রমজানে ইফতার সামগ্রী পেল শতাধিক পরিবার

মির্জাপুরের সেই শিশু ধর্ষককে ধরিয়ে দিলে বিএনপি নেতার পুরস্কার ঘোষণা

ভাঙ্গায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

বায়ার্নের সঙ্গে লম্বা চুক্তিতে কিমিখ