কুড়িগ্রামে রাজনৈতিক দলের কমিটিতে সরকারি চাকুরে
১৮ আগস্ট ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম
একাধিক নারী-পুরুষ শিক্ষক গুরুত্বপূর্ণ পদে
প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা
সাধারণ মানুষ বলছে এতে সরকারের ভাবমর্যাদা ক্ষুণ হচ্ছে
সরকারি বিধিমালা তোয়াক্কা না করেই দলীয় এবং সরকারি সুযোগ সুবিধা পেতে রাজনৈতিক দলের বিভিন্ন পদে যুক্ত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অনৈতিক সুবিধা নিতে শিক্ষকরা রাজনৈতিক দলের পদে রয়েছেন। এসব তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি সচেতন মহলের। শিক্ষকরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলে ব্যবস্থা নেবার আশ্বাস প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর।
দেখা যায়, কুড়িগ্রামে রাজনৈতিক দলসহ তাদের অঙ্গ সংগঠনের সাবেক এবং বর্তমান কমিটিতে একাধিক নারী-পুরুষ শিক্ষক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সরকারি চাকরি করে অনেকেই রাজনৈতিক পদ পেতে তথ্য গোপন করে বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নিয়েছেন। আর এসব পদ-পদবি ব্যবহার করে তারা ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক ও সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন অনায়সে। সরকারি চাকরি করেও দলের প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা ও স্থানীয় প্রশাসনকে চাপে রাখছেন সুবিধাভোগীরা। এতে করে সাধারণ মানুষের নিকট দল এবং সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হচ্ছে দাবি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি স্থানীয়দের।
দেখা যায়, কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার ফকিরের কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বকর সিদ্দিক মিলন। তিনি সহকারি শিক্ষকের পাশাপাশি ফুলবাড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। একই উপজেলার পূর্ব কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ ধরে আছেন। নিজের শিক্ষকতা পেশাকে গোপন করে নারী উদ্যোক্তা পরিচয়ে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদকের পদ নিয়েছেন রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইসমত আরা সেফু।
মুনিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা সুলতানা কেয়া জেলা মহিলালীগের সাবেক যুগ্ম সম্পাদিকা পদে ছিলেন। চিলমারী উপজেলা মসজিদের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সাত্তার উপজেলা আ. লীগের সহ সভাপতি পদে এবং রাণীগঞ্জ ইউনিয়ন আ. লীগের সভাপতি ও কুঠির গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হকসহ জেলায় আরও অনেক শিক্ষক প্রধান রাজনৈতিক দলসহ অঙ্গ সংগঠনের পদ পদবিতে থাকার তথ্য উঠে আসে।
জেলা মহিলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাল্গুনি তরফদার বলেন, খাদিজা সুলতানা কেয়া জেলা মহিলা আ. লীগের কমিটিতে থাকার কথা স্বীকার করে বলেন, সে নিয়মিত স্কুলে যায় কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। নাগেশ্বরী উপজেলা আ. লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সহকারি শিক্ষক ইসমত আরা সেফু’র প্রতিবেদকের উপর চড়াও হয়ে ওঠে বলেন, আমি রাজনীতি করি কিনা আপনাকে জানাতে বাধ্য নই?
রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফা জানান, ইসমত আর সেফু রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি তার জানা নেই। ফুলবাড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সহকারি শিক্ষক আবু বকর সিদ্দিক মিলন শিক্ষক ও দলীয় পদে থাকার কথা স্বীকার করে বলেন, পদে থাকলেও নির্বাচনসহ সরকারি কাজে কোন ধরণের প্রভাব তিনি বিস্তার করেন না তিনি। দলের বিপদের সময় তিনি এই উপজেলা যুবলীগের হাল ধরেছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুল বলেন, চাকরি সরকারি হবার আগে তিনি দলীয় এই পদে রয়েছেন। এখনও পদ থেকে পদত্যাগ করেননি। তবে আগামীতে কি করবেন তার কোন সদুত্তর দিতে পারেনি বিএনপির এই নেতা।
রাণীগঞ্জ ইউনিয়ন আ. লীগের সভাপতি ও প্রধান শিক্ষক আয়নাল হক বলেন, আমি সরকারি চাকরি করে দলকে প্রাধান্য দেই না। যখন দলীয় পদে ছিলাম তখন চাকরি সরকারি হয়নি। এরপর আর কাউন্সিল না হওয়ায় এখন সেই পদে রয়েছি। আগামীতে থাকবো না দলীয় পদে। চিলমারী উপজেলা আ. লীগের সহ সভাপতি ও সহকারি শিক্ষক আব্দুস সাত্তার পদে থাকার কথা নিশ্চিত করলেও সরকারি চাকরি করে দলীয় পদে থাকার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
কুড়িগ্রাম শাখার সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু বলেন, জেলায় সরকারি চাকরিজীবীরা সরকারি দল ও বিরোধী দলের বিভিন্ন পদ-পদবীতে রয়েছেন। একই সাথে সরকারি চাকরি করে রাজনৈতিক দলের পদে থাকা আইনসিদ্ধ না। এটা পুরো বেআইনি। তারা রাজনীতি করার কারণে প্রশাসনের উপর হস্তক্ষেপ করেন। তারা ব্যক্তিগতভাবে অনৈতিক সুবিধা আদায় করেন। এতে করে স্কুলের পাঠদান ও নাগরিক সেবা বিঘিœত হচ্ছে। এই প্রচলন বন্ধ হওয়ার দরকার তিনি দাবি করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শিক্ষকরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এমন দাবি করে তিনি বলেন, যদি কারও বিরুদ্ধে দলীয় পদে থাকার সত্যতা পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা