ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
স্বজনদের দাবি পরিকল্পিতভাবে হত্যা দুদক কর্মকর্তা হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি-দুদক সার্ভিস এসোসিয়েশন-দুসা

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপ-পরিচালকের মৃত্যু

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশের হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লার (৬৭) মৃত্যু হয়েছে। নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শহীদুল্লা নগরীর চান্দগাঁও থানার ১ কিলোমিটার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সর্বশেষ চট্টগ্রামে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২-এ উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০০৭ সালের ১২ জুলাই অবসর গ্রহণ করেন।

শহিদুল্লাহর বড় ছেলে ইউএস বাংলার পাইলট ক্যাপ্টেন নাফিস শহিদ বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে চান্দগাঁও থানার দু’জন সহকারী উপ-পরিদর্শক গিয়ে আমার বাবাকে থানায় নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে আমার চাচারা থানায় যান। তিনি হার্টের রোগী। তাকে সব সময় ইনহেলার আর ওষুধ নিতে হয় সব সময়। বাবাকে থানায় নেয়ার সঙ্গে সঙ্গে মূলফটক বন্ধ করে দেয়। ইনহেলার ও মেডিসিনও বাবার কাছে পৌঁছাতে দেয়নি। পরে বারোটার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আমি ঢাকায় ছিলাম। আমাদের জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল। তবে সাম্প্রতিক কোনো মামলার বিষয়ে আমরা শুনিনি। এমনকি আমার বাবা আদালত থেকে কোনো নোটিশও পাননি।

তবে শহীদুল্লার আরেক পুত্র আসিফ শহীদ অভিযোগ করেন, পুলিশ পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেছে। কোনো ওয়ারেন্ট না দেখিয়েই ধস্তাধস্তি করে বাবাকে নিয়ে যায় পুলিশ। বাবা দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। ন্যূনতম সম্মান টুকু ওনাকে দেয়া হয়নি। মার্ডার করেছে তারা, স্প্রেটা পর্যন্ত নিতে দেয়নি। এটি পরিকল্পিত হত্যাকা-।
তিনি আরও বলেন, বাবাকে দু’দিক থেকে দুজন ও একজন পেছনে শার্টের কলার ধরে ছিলেন। তবে সিসিটিভি ক্যামেরা যেখানে যেখানে আছে সেটা পয়েন্ট আউট করে সেখান দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শহিদুল্লাহর সঙ্গে সম্পত্তি নিয়ে স্থানীয় জসিমউদ্দিন, মো: শাহজাহান, মো: শাহীন, মো: লিটন, মান্নান, নুসরাত তাসুর বিরোধ ছিলো। তার শ্বশুরের কাছ থেকে স্ত্রীর হেবাসূত্রে প্রাপ্ত এ সম্পত্তি নিয়ে একাধিকবার এই ব্যক্তিদের সঙ্গে ঝগড়া-বিবাদ হয়েছে। এ ঘটনায় শহীদুল্লা বাদী হয়ে চাঁন্দগাঁও থানায় মামলাও করেছেন। ওই সম্পত্তিকে কেন্দ্র আসামিপক্ষ শহিদুল্লাহর বিরুদ্ধে আদালতে সিআর (নালিশী) মামলা করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশকে। তদন্ত পর্যায়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে চট্টগ্রাম চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশ সেই পরোয়ানা বলে শহীদুল্লাহকে জোর-জবরদস্তিমূলকভাবে বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপরই রাতে তার পরিবার মৃত্যুর সংবাদ পায়।

এদিকে পুলিশের এডিসি পংকজ দত্তের দাবি, একটি সিআর মামলায় রাতে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। গ্রেফতারের ১৫ মিনিট পর তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত পার্কভিউ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের সঙ্গে কোনো ধরণের অসদাচারণ করা হয়নি বলে দাবি করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম। তিনি বলেন, ওনাকে গ্রেফতারে খারাপ লাগছে বলে জানান। তখন আমার কক্ষে এনে বসিয়েছি। পরে তার ভাইদের জানিয়ে তাদেরকেসহ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১৯৮৫ সালে ইন্সপেক্টর হিসেবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তৎকালিন দুর্নীতি দমন ব্যুরোতে যোগদান করেন। অবসরের পর তিনি চট্টগ্রামে পূর্ব ষোলশহর, চান্দগাঁও নিজ বাড়িতে বসবাস করছিলেন। এদিকে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যুর পর তার দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা জানান, শহীদুল্লাহর মতো সৎ, অমায়িক ও প্রাণবন্ত মানুষ হয় না। তারা এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনার দাবি জনান।

দুদক কর্মকর্তা হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি: পুলিশের নির্যাতনে দুদক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘দুদক সার্ভিস এসোসিয়েশন-দুসা’। গতকাল বুধবার সংগঠনের সভাপতি উপ-পরিচালক মো: মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এক বিবৃতিতে এ নিন্দা জানান। প্রতিবাদে তারা দুদকের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

আন্দোলনে আহতদের চিকিৎসায় আসছে চীনের মেডিক্যাল টিম

আন্দোলনে আহতদের চিকিৎসায় আসছে চীনের মেডিক্যাল টিম

মীলাদুন্নবী মাহফিল থেকে আমরা ঈমানকে পুনর্জ্জীবিত করতে পারি  -সায়্যিদ মাআন আল হাসানী আল মক্কী

মীলাদুন্নবী মাহফিল থেকে আমরা ঈমানকে পুনর্জ্জীবিত করতে পারি -সায়্যিদ মাআন আল হাসানী আল মক্কী

কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

প্রথম সেশনেই বাংলাদেশের গলায় পরাজয়ের মাল্য

প্রথম সেশনেই বাংলাদেশের গলায় পরাজয়ের মাল্য

সিলেটে একদিনে ৫ থানার ওসি বদলি

সিলেটে একদিনে ৫ থানার ওসি বদলি

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

তেজগাঁও থানার হত্যা মামলা ইনু-মেনন-পলক-দীপু মনি, মামুন-রুপা-শাকিল গ্রেপ্তার

তেজগাঁও থানার হত্যা মামলা ইনু-মেনন-পলক-দীপু মনি, মামুন-রুপা-শাকিল গ্রেপ্তার

নিজ বাড়িতে কোয়াড নেতাদের আমন্ত্রণ জানালেন বাইডেন

নিজ বাড়িতে কোয়াড নেতাদের আমন্ত্রণ জানালেন বাইডেন

ফিরলেন লিটনও, সঙ্গী পাচ্ছেন না শান্ত

ফিরলেন লিটনও, সঙ্গী পাচ্ছেন না শান্ত

থিতু হয়ে ফিরলেন সাকিব

থিতু হয়ে ফিরলেন সাকিব

হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন চীন ঘনিষ্ঠ মুইজ্জু

হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন চীন ঘনিষ্ঠ মুইজ্জু

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ফের ৫ দিনের রিমান্ডে

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ফের ৫ দিনের রিমান্ডে

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

শান্ত-সাকিবের সাবধানী শুরু

শান্ত-সাকিবের সাবধানী শুরু

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন